শুভব্রত মুখার্জি
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের ইতিহাসে অত্যন্ত খারাপ মরশুম। তেমন পারফরম্যান্সই করতে পারেননি দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারও। টুর্নামেন্টের শুরুতেই সুরেশ রায়না, হরভজন সিংয়ের মতো সিনিয়র তারকারা নিজেদের প্রতিযোগিতা থেকে সরিয়ে নেওয়ায় প্রথম𝔉 ধাক্কা লেগেছিল। সেই ধাক্কা আর তারা টুর্নামেন্ট জুড়ে সামলে উঠতে পারেনি।
এই টুর্নামেন্ট থ🦹েকে যদি সিএসকের পাওনা বলে কিছু থেকে থাকে, তা হল তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান রুতুরাজ গায়কোয়াড়। টুর্নামেন্ট শুরুর আগেই কোভিড পজিটিভ হন রুতুরাজ। সিএসকের প্রথম দিকের ম্যাচে সুযোগ পাননি তিনি। সুযোগ পাওয়ার পরে প্রথম তিন ইনিংসে একেবারেই ব্যর্থ হন রুতুরাজ। প্রথম তিন ইনিংসে তিনি করেন ০, ৫ এবং ০। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, রুতুরাজ এই মঞ্চের জন্য মানসিকভাবে প্রস্তুত কিনা। পরবর্তী তিন ম্যাচে রুতুরাজ শুধু 'গিয়ার' বদলালেন না, এমন তিনটি অসাধারণ ইনিংস খেললেন যে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন। তাঁরাই রুতুরাজের ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন।
রবিবার দুপুরের ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাব বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে পঞ্জাবকে জিততেই হত প্লে-অফে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে। কিন্তু প্রথমে ব্যাটিং করে দীপক হুডার (৬২) ব্যাটিংয়ে নির্ভর করে মাত্র ১৫৩ রান বোর্ডে তুলতে সমর্থ হয় পাঞ্জাব। কেকেআর ম্যাচে অর্ধশতরান করার পরে ৬২ রানে অপরাজিত থেকে চেন্নাইকে কাঙ্খিত জয় এনে দেন রুতুরাজ। প্রসঙ্গত আইপি🎐এলের ইতিহাসে ভারতীয় দলে সুযোগ না পাওয়া প্রথম ক্রিকেটার হিসেবে পরপর তিনটি অর্ধশতরান করার নজির গড়লেন রুতুরাজ। স্বাভাবিকভাবেই তাঁর এই ইনিংসের পরে নেট দুনিয়া প্রশংসায় ভরিয়ে দিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।