সমর্থকদের প্রত্যাশা পুরণ করতে না পা💧রলে কতটা চাপে পড়তে হয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। পায়ের তলার জমি ক্রমশ ꧅উত্তপ্ত হচ্ছিল দীনেশ কার্তিকেরও। শেষমেশ নাইট অধিনায়কের শাপমুক্তি ঘটে কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচে।
এমনটা নয় যে, পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের দলগত ব্যাটিং পারফর্ম্যান্স আহামরি কিছু হয়। তবে ব্যক্তিগতভাবে ব্যাট হাতে নজ𓆏র কাড়েন কার্তিক। বরং বলা ভালো যে, পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে কেকেআর অধিনায়কই দলকে নির্ভরতা দেন।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
মূলত কার্তিক💫ের ২৯ বলে ৫৮ রানের ঝোড⛦়ো ইনিংসের সুবাদেই পঞ্জাবের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলতে সক্ষম হয় নাইট রাইডার্স। কার্তিক ৮টি চার ও ২টি ছক্কা মারেন।
তবে কলকাতার ইনিংস𒆙ে শুভমন গিলেন অবদানও অস্বীকার করা যায় না। ওপেন করতে নেমে ৫টি চারের সাহায্যে ৪৭ বলে ৫৭ রান করে আউট হন ๊তিনি। এছাড়া মর্গ্যান ২৪ রানের যোগদান রাখেন। ত্রিপাঠী ৪, নীতিশ রানা ২, ও রাসেল ৫ রান করে আউট হন।
উল্লেখযোগ্য বিষয় হল, গিল, রানা ও কার্তিক রান-আউট হয়ে🍒 ক্রিজ ছাড়েন। শামি, অর্শদীপ ও রবি বিষ্ণোই ১টি করে উইকেট নেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।