টি-২০ ক্রিকেটের চূড়ান্ত রোম🃏াঞ্চ আরও একবার টের পাওয়া গেল আইপিএলে। অতি উত্তেজক ম্যাচে কেকেআর ২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করল কিংস ইল✅েভেন পঞ্জাবকে।
জয়ের জন্য শেষ ওভারে পঞ্জাবের দরকার ছিল ১৪ রান। তারা ৫ বলে ৭ রান তোলে। শেষ বলে ছক্কা মারলে ম্যাচ গড়াত সুপার ওভারে। ম্যাক্সওয়েলের নেওয়া শট বা𒊎উন্ডারি লাইনের মাত্র কয়েক সেন্টিমিটার ভিতরে ড্রপ করে বাইরে চলে যায়। তৃতীয় আম্পায়ার বারবার রিপ্লে দেখে ঘোষণা করেন, শটটিতে চার রান পাবে পঞ্জাব। ফলে কেকেআর কার্যত হারা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে।
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পঞ্জাব একসময় বিনা উইকেট๊ে ১১৫ রান তুলে ফেলে। তারা ১ উইকেট হারিয়ে ১৪৪ রান পর্যন্ত পৌঁছে যায়। প্রসিদ্ধ কৃষ্ণার ১৯তম ওভারে দুটি উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
কলকাতা প্রথমে ব্যাট করে ২০ ও🍌ভারে ৬ উইকেটের ꧅বিনিময়ে ১৬৪ রান তোলে। জবাবে পঞ্জাব আটকে যায় ৫ উইকেটে ১৬২ রানে।
কেকেআরের হয়ে ক্যাপ্টেন কার্তিক ২৯ বলে ৫৮ রান করেন। শুভমন গিল করেন ৪৭ বলে ৫৭ রান। পঞ্জাবের হয়ে লোকেশ রাহুল ৫৮ ব🐟লে ৭৪ রান করেন। মায়াঙ্ক আগরওয়াল করেন ৩৯ বলে ৫৬ রান। দুই ওপেনার কিংস ইলেভেনকে জয়ের প্রায় দোরগোড়ায় পৌঁছে দেন। তা সত্ত্বেও বাকিরা ফিনিশিং টাচ দিতে ব্যর্থ 🍸হন। পুরান ১৬ রানে আউট হন। ম্যাক্সওয়েল ১০ রানে অপরাজিত থাকেন।
প্রসিদ্ধ কৃষ্ণা ২৯ রানে ৩টি উইক🧜েট নেন। সুনীল নারিন নেন ২৮ রানে ২ উইকেট। ম্যাচের সেরা হয়েছেন কার্তিক। এই জয়ের ফলে ৬ মཧ্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে কেকেআর।
সংক্ষিপ্ত স্কোর:- কলকাতা: ১৬৪/৬ (২০ ওভার), পঞ্জাব: ১৬২/৫ (২০ ওভার), (কলকাতা ২ রানে জয়ী)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।