কিংস ইলেভেন পঞ্জাবের সম্ভাব্য প্রথম একাদশ: ল𒁏োকেশ রাহুল (ক্যাপ꧟্টেন), মায়াঙ্ক আগরওয়াল, মনদীপ সিং, নিকোলাস পুরান, সিমরন সিং (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল/ক্রিস গেইল, অর্শদীপ সিং, মুজিব উর রহমান, রবি বিষ্ণোই, মহম্মদ শামি ও শেল্ডন কটরেল।
কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ: রাহুল ত্রিপ𒆙াঠী, শুভমন গিল, সুনীল নারিন, নীতিশ রানা, ইয়ন মর্গ⛎্যান, দীনেশ কার্তিক (ক্যাপ্টেন ও উইকেটকিপার), আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স, কমলেশ নাগারকোটি ও শিবম মাভি।
(আইপিএলের যাবতীয় আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
মাইলস্টোনের হাতছানি: # ১টি উইকেট ꧟নিলে মহম্মদ শাম🧸ি আইপিএল ৫০টি উইকেটের মাইলস্টোন ছোঁবেন।
# লোকেশ রাহুল ৯টি ছক্কা মারলে আইপিএলে ১০০ ছ🦋ক্কার মাইলস্টোন ছুঁয়ে🦩 ফেলবেন।
ꦑ# ইয়ন মর্গ্যান ৩ রান করলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ১০০০ রান পূর্ণ করবেন।
# মর্গ্যান ৬টি ছক্কা মারলে আ🅷ইপিএল ৫০টি ছক্কার মাইলফলক ♊ছোঁবেন।
# ৫০ রান করলে আন্দ্র ✱রাসেল ১৫০০ আইপিএল রান পূর♛্ণ করবেন।
# প্যাট কামিন্স ১টি উইকেট নিলে টি꧋-২০ ক্রিকেটে ১০০ উইকেটের মাইলস্টোন ছোঁবেন।
আবু ধাবিতে দু'দল: পঞ্জাব এই মাঠে ৩টি ম্যাচ খেলেছে। জিতেছে ২টি ম্যাচ।🍸 হেরেছে ১টি। কলকাতা এই মাঠে 𒊎৬টি ম্যাচ খেলেছে। জিতেছে ৩টি, হেরেছে ৩টি।
মুখোমুখি সাক্ষাৎ: দু'দল একে অপরের বিরুদ্ধে ২৫ বার মাঠ𝓀ে নেমেছে। কলকাতা জিতেছে ১৭টি ম্যাচ। পঞ্জাব জ💦িতেছে ৮টি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।