শারজায় কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে মাইলস্টোন ম্যাচে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। এমন স্মরণীয় ম্যাচে দু'টি অনবদ্য নজ🌌ির গড়তে পারেন আরসিবি অ🅘ধিনায়ক।
আরসিবির জার্সিতে বিরাট কোহলির এটি ২০০তম ম্যাচ হতে চলেছে। ব্যাঙ্গালোরের হয়ে এখনও পর্যন্ত ১৮৪টি আইপিএল ম্যাচ খেলেছেন বিরাট। সুতরাং শারজার ম্যাচটি হতে চলে𒆙ছে তাঁর ১৮৫ নম্বর ইন্ডিয়ান প্রিমিয়র লিগ ম্যাচ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ টি-২০'তে আরসিবির হয়ে ১৫টি ম্যাচ খেলেছেন কোহলি।
সবমিলিয়ে আরসিবির হয়ে ৬০৯২ রান করেছেন কোহলি। ৪০টি হাফ-সেঞ্চুরি রয়🧸েছে তাঁর নামের পা🌟শে। ৫টি সেঞ্চুরিও করেছেন তিনি। ব্যাটিং গড় ৩৮.৫৫। স্ট্রাইক রেট ১৩২.৫৭। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১১৩ রানের।
শারজায় কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৬টি চার মারলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ৫০০টি চার মারার নজির গড়বেন বিরাট। ৩টি ছক্কা মারলে আইপিএলের ইতিহাসে ২০০ ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন রয়্যাল চ্যালে𓄧ঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক।
কোহলির পাশাপাশি এই ম্যাচে❀ মাইলস্টোন ছুঁতে পারেন এবি ডি'ভিলিয়র্সও। তিনি ৪৮ রান করলে আরসি﷽বির হয়ে আইপিএলে ৪০০০ রান পূর্ণ করবেন। ৩টি ক্যাচ ধরলে টুর্নামেন্টের ইতিহাসে ১০০ ক্যাচের মাইল ফলক ছোঁবেন এবিডি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।