শাকিব আল হাসান এবং লিটন দাসকে যেন দয়া করে আইপিএলের জন্য খেলতে ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের ছাড়পত্র দেওয়া হলেও, সেটা মোটেও পুরো আইপিএলের জন্য নয়। ৮ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত আইপিএলের জন্য শাকিব আর লিটনকে ছাড়া হচ্ছে বলেই খবর। অর্থাৎ প্রথম ম্যাচ হয়ে যাওয়ার পর শাকিবরা কলকাতা নাইট রাইডার্সে যোগ দ𝓡েবেন। দ্বিতীয় ম্যাচেও সম্ভবত তাঁদের পাওয়া যাবে না। এ দিকে নক আউট তো পরের বিষয়, লিগের শেষꦯ পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচও সে ক্ষেত্রে খেলতে পারবেন না শাকিব আর লিটন।
আরও পড়ুন💟: প্রসিধের পরিবর্ত হিসেবে PBKS এবং SRH-এ খেলা ১০ বছরের অভিজ্ঞ তারকা পেসারকে নিল RR
১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। ম্যাচটি অ্যাওয়ে। এর পর ৯ এপ্রিল ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গ💖ালোরের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ। ৮ এপ্রিল যদি শাকিবরা নাইট শিবিরে যোগ দেন, তবে দ্বিতীয় ম্যাচের জন্যও তাদের দলে রাখা সম্ভব হবে না। আবার মে মাসের ১ তারিখের পর নাইটদের ম্যাচ বাকি থাকবে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ (৪ মে), পঞ্জাব কি♑ংস (৮ মে), রাজস্থান রয়্যালস (১১ মে), চেন্নাই সুপার কিংস (১৪ মে), লখনউ সুপার জায়ান্টসের (২০ মে) বিরুদ্ধে। এর পর যদি কেকেআর নকআউট ওঠে, তখন অন্য গল্প। মোদ্দা কথা, অর্ধেক আইপিএলের জন্য শাকিব আর লিটকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শাকিবদের ছাড়পত্র দেওয়া নিয়ে বহু দিন ধরেই জলঘোলা চলছে। তবে ছাড়পত্র মিললেও যে, নাইটরা খুব খুশি হবেন, এমন বিষয় নেই। কিছুটা অনেকটা ‘নাই মামার চেয়ে, কানা মামা ভালো’র মতো বিষয়টি কেকেআর কর্তৃপক্ষকে গিলে নিতে হবে। শাকিব আল হাসান ও লিটন দাসকে ২০২৩ আইপিএলের জন্য যে মিনি নিলꦍাম হয়েছিল, সেখান থেকে বেস প্রাই🥃সে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্সে। তবে এই দুই প্লেয়ারকে পাওয়া নিয়েই দড়ি টানাটানি চলছিল।
আরও পড়ুন: RR🅺 জার্সিতে প্রথম দিনের অনুশীলনে প্রথম বলেই ক্যামেরার দফারফা করলেন জো রুট- ভিডিয়ো
আসলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ৩১ মার্চ অর্থাৎ ১৬তম আইপিএ𓂃লের উদ্বোধনের দিন রয়েছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ। এর পর ৪ এপ্রিল থেকে 🧔৮ এপ্রিল পর্যন্ত চলবে টেস্ট ম্যাচ। এখানেই শেষ নয়। আগামী ৯, ১২ এবং ১৪ মে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ সুপার লিগে অন্তর্ভুক্ত এই সিরিজেও খেলার জন্য শাকিবদের ছাড়ছিল না বাংলাদেশ। তবে বর্তমানে ঠিক হয়েছে, টেস্টের পর শাকিব আর লিটনকে ছাড়া হবে। কিন্তু ১ মে পর্যন্তই তাদের ছাড়া হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।