ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের ম🐼ুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যেখানে কেকেআর দলের অলরাউন্ডার খেলোয়াড় আন্দ্রে রাসেল ফ্লপ করলেও এ দিন জ্বলে ওঠেন শার্দুল ঠাকুর। আরসিবির বিরুদ্ধে এদিনের ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন আন্দ্রে রাসেল। কিন্তু শার্দুলের ইনিংস দেখে ভক্তরা শার্দুল ঠাকুরকে কেকেআরের নতুন রাসেল বলা শুরু করেছেন। আর হবে নাই বা কেন মাত্র ২০ বলে নিজের অর্ধশতরান করলেন ‘লর্ড’ শার্দুল💫। ২৯ বলে ৬৮ রানের ইনিংস খেললেন তিনি। নিজের এদিনের ইনিংসে মারলেন ৯টা চার ও তিনটে ছক্কা। মোট ২৩৪.৪৮ স্ট্রাইক রেটেরান করলেন তিনি। একটা সময়ে যখন মনে হচ্ছিল কলকাতা ১৫০ রানও হয়তো তুলতে পারবে না তখন শার্দুল ঠাকুরের ইনিংসের দৌলতে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে কেকেআর তুলল ২০৪ রান।
আইপিএল-এর ইতিহাসে এটি শার্দুল ঠাকুরের খেলা সেরা ইনিংস। কারণ এখনও পর্যন্ত আটটি আইপিএল-এর এডিশন খেলেছিলেন শার্দুল। সেই ইনিংসের মধ্যে শার্দুল ঠাকুরের সেরা ইনিংস হল এটি। কারণ এর আগে পর্যন্ত শার্দুল ঠাকুরে𒈔র সর্বোচ্চ আইপিএল স্কোর ছিল মাত্র ২৯ রান। বৃহস্পতিবার নিজের সেই রেকর্ডকে টপকে গেলেন শার্দুল ঠাকুর।
আরও পড়ুন… ভিডিয়ো: পরপর বলে আꦯউট বেঙ্কটেশ, মনদীপ! উইলির সুইংয়ে বেআব্র😼ু KKR টপ অর্ডার
এদিন ব্য়াট হাতে চলতি মরশুমে সবচেয়ে কম বলে অর্ধশতরান করার রেকর্ডও করেচেন তিনি। মাত্র ২০ বলে অর্ধশতরান করেছিলেন শার্দুল। এরপরেও সাত নম্বরে ব্যাট করতে নেমে রানের নিরিখে ডোয়েন ব্র্যাভোর রেকর্ডকে স্পর্শ করে ফেললেন শার্দুল। অল্পের জন্য আন্দ্রে রাসেলের ছুঁতে পারলেন না তিনি। ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সাত নম্বরে খেলতে নেমে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন রাসেল। অন্যদিকে ব্র্যাভো ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সাত নম্বরে ব্যাট করতে নেমে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন। এখন দেখার শার্দুলের এই স্কোর কলকাতꦦার জয়ের জন্য কোনও ভূমিকা রাখতে পারে কিনা।
আরও পড়ুন… লারার ভক্ত কীভাবে উইকেটরক্ষক হয়ে উঠলেন, ক্রিকেট জীবনের গল্প বললেন ম꧑ুশফিকুর রহিম
যখনই কলকাতা ও ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলা হয়, আমরা ভিন্ন ধরনের ক্🙈রিকেট দেখতে পাই। একই সময়ে, রাসেল আরসিবির বিরুদ্ধে ভিন্নভাবে ব্যাট করছেন। এখন পর্যন্ত রাসেলের খেলা বেঙ্গালুরুর সেরা কিছু ইনিংসের কথা বলা যাক, এতে অনেক দুর্দান্ত ইনিংস অন্তর্ভুক্ত রয়েছে। রাসেল এখন পর্যন্ত RCB এর বিরুদ্ধে ৪১*(১৭), ৩৯*(১৯), ১৫(১১) এবং ৬৫(২৫) খেলেছেন। এ সবই ইডেন গার্ডেন্সে খেলা একটি ইনিংস। এখন পর্যন্ত ইডেন গার্ডেন্সে আরসিবির বিরুদ্দে, রাসেল মোট ৭২ বলে ১৫টি ছক্কা এবং ১২টি চার মেরেছেন। তবে আজকের ম্যাচে রাসেলের চেয়ে ভালো খেলেছেন শার্দুল ঠাকুর। মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করেন শার্দুল ঠাকুর। ২৯ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। একই সঙ্গে শার্দুলের জ্বলন্ত ইনিংস দেখে ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ভালোবাসার বর্ষণ করছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।