চুক্তির টাকা তো আছেই। সেইসঙ্গে এবার থেকে আইপিএলে নির্ধারিত ম্যাচ ফিও পাবেন ক্রিকেটাররা। শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ ঘোষণা করেছেন, আইপিএলের প্রতিটি ম্যাচ খেলার জন্য প্রত্যেক খেলোয়াড়কে ৭.৫ লাখ টাকা দেওয়া হবে। কোনও খেলোয়াড় যদি প্রতিটি ম্যাচ (গ্রুপ 𒈔লিগে মোট ১৪টি ম্যাচ)ꦏ খেলেন, তাহলে একটি মরশুমের শেষে তাঁর পকেটে বাড়তি ১.০৫ কোটি টাকা ঢুকবে। দলের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই টাকাও পাবেন ক্রিকেটাররা। আর ম্যাচ ফি খাতে পুরো মরশুমের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১২.৬ কোটি টাকা বরাদ্দ করবে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব।
শনিবার সন্ধ্যায় সেই ঘোষণা করে ভারতীয় বোর্ডের সচিব বলেন, ‘আইপিএলে ধারাবাহিকতা এবং দারুণ পারফরম্যান্সকে উদযাপন করার জন্য ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হল। আমাদের ক্রিকেটা𝄹রদের জন্য ম্যাচ ফি চালু করতে অত্যন্ত উত্তেজিত বোধ করছি আমরা। ম্যাচপিছু ৭.৫ লাখ টাকা পাবেন আমাদের ক্রিকেটাররা।'
আরও পড়ুন: ফিটনেসে হকির ধারে কাছে নেই বিরাটরা! মহিলাদের স্কোরও ওদের থেকে বেশি! দ♋াবি ব্রোঞ্জ পদকজয়ী হার্দিকের𒈔…
সেইসঙ্গে তিনি বলেছেন, 'যে খেলোয়াড় একটি মরশুমে লিগের প্রতিটি ম্যাচ খেলবেন, তিনি চুক্তির অর্থ ছাড়াও বাড়তি ১.০৫ কোটি টাকা পাবেন। একটি মরশুমের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১২.৬ কোটি টাক൲া বরাদ্দ করবে। আইপিএল এবং আমাদের খেলোয়াড়দের জন্য নয়া যুগের সূচনা হল।’
ব্যাপারটা ঠিক কেমন হবে? বুঝে নিন হিসাব
অর্থাৎ ভারতীয় ক্রিকেটাররা যেমন বার্ষিক চুক্তির টাকা পাওয়ার পাশাপাশি প্রতিটি ম্যাচে খেলার জন্য ফি পান, সেটা এবার আইপিএলেও চালু হচ্ছে। উদাহরণ হিস𓃲েবে বলা যায়, ৫৫ লাখ টাকায় র🎃িঙ্কুকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিসিসিআইয়ের নয়া নিয়ম অনুযায়ী, ওই চুক্তি বাবদ রিঙ্কু ৫৫ লাখ তো পাবেনই। সেইসঙ্গে যদি মরশুমের প্রতিটি ম্যাচে খেলেন, তাহলে বাড়তি ১.০৫ লাখ কোটি টাকা পাবেন।
প্লে-অফের ম্যাচের জন্য কি ফি মিলবে না?
তবে প্লে-অফের ম্যাচের ক্ষেত্রে যে কোনও ফি ম🐼িলবে না, সেটা বুঝিয়🥂ে দিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব। তিনি শুধু লিগ ম্যাচের কথা উল্লেখ করেছেন। এখন আইপিএলে গ্রুপ লিগেই প্রতিটি দল ১৪টি ম্যাচ খেলে। আর মরশুমে ১.০৫ কোটি টাকার অর্থ হল যে ১৪টি ম্যাচের জন্য ফি দেওয়া হবে।
কোনও দল যদি প্রথম কোয়ালিফায়ার বা এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালে ওঠে, তাহলে সেই দলের খেলোয়াড়দের কাছে ১৭টি ম্যাচ খেলার সুযোগ থাকে। কিন্তু প্লে-অফের ওই তিনটি ম্যাচের জন্য তাঁরা কোনও ফি পাবেন না। তাতেও অবশ্য খেলোয়াড়দের আক্ষেপের কোনও বিষয় থাকবে🍬 না। কারণ বিসিসিআই যে নিয়ম চালু করেছে, তাতে সকলের পকেটেই বাড়তি টাকা ঢুকবে। বিশেষত অনামী খেলোয়াড়রা অত্যন্ত লাভবান হবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।