মাত্র ১২টি শব্দের ফেসবুক পোস্ট, একটি শব্দের উপর বিশেষ জোর- আর তাতেই ঝড় তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার বিকেল ৫ টা ৫৯ মিনিটে নিজে🌌র ফেসবুক পোস্টে ধোনি লেখেন, ‘নয়া মরশুমের জন্য অপেক্ষা করতে পারছি না। আর নয়া ভূমিকার জন্যও (অপেক্ষা করতে পারছি না)। এদিকে নজর রাখুন।’ আর সেই পোস্টের ‘ভূমিকা’ শব্দের উপর বিশেষভাবে জোর দেন ধোনি। আর তাতেই জল্পনা শুরু হয়েছে যে নয়া ভূমিকা বলতে ধোনি কী বোঝাতে চাইছেন। আইপিএলে ক্রিকেটার হিসেবে মাঠে নামার মধ্যেই কি চেন্নাই সুপার কিংসে নয়া কোনও দায়িত্ব পাবেন ধোনি? নাকি এবার আর ক্রিকেটার হিসেবে নামবেন না? অন্য কোনও ভূমিকায় নামবেন? আর শেষের অংশটা ভেবেই হার্টবিট বেড়ে গিয়েছে ‘ক্যাপ্টেন কুল’-র ভক্তদের। অনেকের আবার দাবি, ধোনি এমন একজন খেলোয়াড়, যিনি অন্তরাল থেকেই ক⛎োনও কাজ করে থাকেন। এখনও সেটাই করবেন বলে বিশ্বাস তাঁদের। ওই মহলের বক্তব্য, সেক্ষেত্রে এটা নেহাতই কোনও বিজ্ঞাপনের প্রচারের কৌশল হতে পারে। কারণ ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারির পর থেকে ফেসবুকে যা পোস্ট করেছেন, সেগুলির প্রতিটিই কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন। অর্থাৎ ৪৯ মাস ফেসবুকে সাধারণ কোনও পোস্ট করেননি ধোনি।
যদিও পুরোটাই জল্পনার পর্যায়ে রয়েছে। ধোনি নিজে কিছু জানাননি। আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংস বা অন্য কোনও সংস্থার তরফেও আপাতত কিছু জানানো হয়নি। যে ধোনি এবার আইপিএলে সিএসকের অধিনায়কত্ব করতে চলেছেন বলে ঠিক আছে। তাঁর নেতৃত্বেই আগামী ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচে নামত൩ে চলেছে সিএসকে।
আরও পড়ুন: ২২ গজ নয় ডান্স ফ্লোরে ব্র্যাভোকে চ্যালেঞ্জ জানালেন ধোনি! ভাইরাল দুই তারকার ডান্ডিয়া খেলার𝄹 ভিডিয়ো
আর ধ🌟োনি যখন ফেসবুকে সেই পোস্ট করেছেন, যখন তাঁকে মুকেশ আম্বানির ছেলে অনন্তের প্রাক-বিবাহ অনুষ্ঠানে দেখা গিয়েছে। স্ত্রী সাক্ষীর সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। শুধু তাই নয়, ওই অনুষ্ঠান থেকে ভারতের প্রাক্তন অধিনায়কের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। কোনও ভিডিয়োয় তাঁকে শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। কখনও ভিডিয়োয় আবার ডা൲ন্স ফ্লোরে তাঁকে ডোয়েন ব্র্যাভোর সঙ্গে দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কিন্তু তারইমধ্যে জল্পনা বাড়িয়ে দিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।