ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই 𒊎সুপার কিংসের হারের ধারা অব্য়াহত। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও হেরে গেল সিএসকে। টসে হেরে প্রথম ব্যাট করে ৭ উইকেটে ১৫৪ রান তোলে সিএসকে। দলের হয়ে মইন আলি সর্বাধিক ৪৮ রান করেন। সানরাইজার্সের তরফে ওয়াশিংটন সুন্দর ও নটরাজন দু'টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৮৯ রানের ওপেনিং পার্টনারশিপ সানরাইজার্সর জয়ের ভিত গড়েষ কেন উইলিয়ামসন ৩২ রানে আউট হলেও, অপর ওপেনার অভিষেক শর্মা নিজের প্রথম ﷽আইপিএল অর্ধশতরান করেন এই ম্যাচেই। তাঁর ৭৫ রান ও রাহুল ত্রিপাঠীর ১৫ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৪ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স।
ম্যাচ সেরা অভিষেক
৫০ বলে ৭৫ রানের তুখড় ইনিংস খেলে ম্যাচের সেরা হলেন 🐼সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ওꦕপেনার অভিষেক শর্মা।
৮ উইকেটে জয় সানরাইজার্সের
১৫ বলে ৩৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জয় এনে দিলেন রাহুল ত্রিপাঠী। ১৪ বল ও 🃏৮ উইকেট হাতে রেখেই প্রয়োজনীয় ১৫৫ রানের লক্ষ্যে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাস♓ে মাত্র দ্বিতীয়বার নাগাড়ে চার ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস।
১৫০ পূর্ণ সানরাইজার্সের
১৭.২ ও🐲ভারে দুই উইকেট হারিয়ে ১৫০-র গণ্ডি টপকাল সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের জন্য আর মাত্র ৫ রান চাই।
অভিষেক আউট
৫০ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার💎 সুবাꦜদে ৭৫ রানের একটি তুখড় ইনিংস খেলে আউট হলেন অভিষেক শর্মা। তাঁর উইকেট নিলেন ডোয়েন ব্র্যাভো। তবে ম্যাচে সিএসকের জন্য আর তেমন কিছু বাকি নেই। সানরাইজার্সের বর্তমান স্কোর ১৪৫-২।
১৭তম ওভারে উঠল ১৯ রান
ক্রিস জর্ডনের করা ১৭তম ওভার প্রা🐲য় সানরাইজার্সের জয় সুনিশ্চিত করে দিল। এক ওভারে ১৯ রান দিলেন জর্ডন। ১৭ 🦩ওভার শেষে সানরাইজার্সের স্কোর ১৪৪-১। শেষ ৩ ওভারে সানরাইজার্সের জয়ের জন্য মাত্র ১১ রান চাই। ইতিমধ্যেই দ্বিতীয় উইকেটে অভিষেক ও রাহুল ত্রিপাঠী ৫০ রানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন।
১৫ ওভারে সানরাইজার্সের স্কোর ১২১-১
সানরাইজার্সের ব্যাটিং দাপট অব্যাহত। বর্তমানে ৪৩ বলে ৭১ রানে ব্যাট করছেন অভিষেক, রাহুল ত্রিপাঠীর সংগ্রহ ৭ বলে ১৭ রান। মুকেশ চৌধুরীর ওভারে উঠল ১৩ রান। ১৫ ওভার শেষে সানরাইজার্সের বর্তমান স্কোর ১২১-১। 🥀শেষ ৫ ওভারে জয়ের জন্য মাত্র ৩৪ রান চা﷽ই।
শতরানের গণ্ডি টপকাল সানরাইজার্স
কেন উইলিয়ামসন আউট হলেও, অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী সানরা൩ইজার্সের হয়ে হাল ধরে নিয়েছেন। ১৪তম ওভারে ১০০ পার করল সানরাইজার্স। বর্তমান স্কোর ১০৮-১।
ওপেনিং পার্টনারশিপ ভাঙল
অবশেষে সানরাইজার্সের ওপেনিং পার্টনারশিপ ভাঙতে সক্ষম হল সিএসকে। ১৩তম ওভারের প্রথম বলেই ৩২ রানে (৪০ বল) কেন উইলিয়ামসনকে ফেরালেন মুকেশ চৌধুরী। ৮৯♊ রানে প্রথম উইকেট হারাল সানরাইজার্স। ক্রিজে নতুন ব্যাটার রাহুল ত্রিপাঠী।
প্রখম আইপিএল ৫০ অভিষেকের
চারটি চার ও একটি ছক্কার সহায়তায় ৩২ বলে নিজের প্রথম অর⛎্ধশতরান পূরণ করলেন সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ও💟পেনার অভিষেক শর্মা।
ইনিংসের মাঝপথে ভাল জায়গায় সানরাইজার্স
দুই ওপেনারের দৌলতে ইনিংসের মাঝপথে বেশ ভাল জায়গায় রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বর্তমানে কোনও উইকেট না হারিয়ে স্কোর ৬৯। শেষ ১০ ওভারে জয়ের জন্য ৮৬ রান ♛প্রয়োজন।
ওপেনারদের দাপট
শুরুটা ভীষণ মন্থরভাবে করলেও, হাত খোলা শুরু করে দিয়েছেন সানরাইজার্স ওপেনাররা। পরপর দুই ওভারে ১০😼 রান করে উঠল। ৯ ওভার শেষে স্কোর ৬২-০। উইলিয়ামসন খেলছেন ২৩ রানে (৩১ বল), অভিষেকের সংগ্রহ ৩৯ রান (২৩ বল)।
৫০-র গণ্ডি টপকাল সানরাইজার্স
মইন আলির বিরুদ্ধে অষ্টম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলগত ৫০ পূর্ণ করলেন কেন উইলিয়ামসন। ৮ ওভার শেষে 💝সানরাইজার্সের স্কোর ৫২-০।
পাওয়ার প্লের শেষ ওভারে উঠল ১৩
অবশেষে একটু হাত খুললেন অভিষেক শর্মা। পাওয়া প্লের শেষ ওভারে মাহিশ থিকসানাকে একটি চার ও একটি ছক্কা হাঁকালেন তিনি। ৬ ওভারে শেষে সান🐠রাইজার্সের স্কোর ৩৭-০। উইলিয়ামসন ১০ রানে (২১ বল) ব্যꦑাট করছেন, অভিষেকের সংগ্রহ ২৭ রান (১৫ বল)।
রানের গতি বাড়াতেই পারছে না সানরাইজার্স
৫ ওভার হয়ে গেলেও, সানরাইজার্স ওপেনাররা এখনও নিজেদের হাতই খুಌলতে পারছেন না। বর্তমান স্কোর ২৪-০। সম্ভꦫবত আগের ম্যাচগুলিতে ওপেনিং পার্টনারশিপের ব্যর্থতা, দুই ওপেনারকে এমনভাবে খেলতে বাধ্য করছে।
৩ ওভার শেষে সানরাইজার্স ১৪-০
শুরুটা একটু দেখেশুনেই করেছে সানরাইজার্স হায়দরাবাদ। ৩ ওভার শেষে দলের স্কোর ১৪-০। অভিষেক শর্মা খেলছেন ৯ রানে (৭ বল), কেন উইলিয়ামসনের🦹 সংগ্রহ ৫ রান (১১ বল)।
ভাল শুরু মুকেশের
সিএসকের হয়ে বল হাতে শুরুটা বেশ ভালই করলেন মুকেশ চৌধুরী। তাঁর প্রথম ওভারে মꦺা♉ত্র ১ রান উঠল।
শেষ ওভারে ১৫ রান দিলেন ভুবি
ইনিংসের শেষটা ভালভাবে করতে পারল সানরাইজ♛ার্স। ভুবনেশ্বর কুমার ৪টি ওয়াইডসহ মোট ১৫ রান দিলেন। নির্ধারিত ২০ ওভারে ১৫৪-৭ ইনিংস শেষ করল সিএসকে।
১৫০-র গণ্ডি টপকাল সিএসকে
ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে ৭ উইকেট হ🌺ারিয়ে অবশেষে ১৫০-র গণ্ডি টপকাল সিএসকে।
জাদেজা আউট
শেষ ওভারের তৃতীয় বলে ভুবনেশ্বর কুমারের লো ফুলটসকে বাউন্ডারি পার করাতে গিয়ে কভারে ক্যাচ আউট হলেন জাদেজা। ১৫ ব꧑লে ২৩ রান করেন সিএসকে অধিনায়ক। ১৪৭ রানে ৭ উইকেট হারাল সিএসকে। ক্রিজে নতুন ব্যাটার ক🦩্রিস জর্ডন।
১৯তম ওভারে উঠল ১৪ রান
প্রথম চার বল একেবারে সঠিক স্থান🐼ে ইয়র্কার মারলেও, ন🍃টরাজনের বিরুদ্ধে ওভারের শেষ দুই বলে একটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৯তম ওভারে মোট ১৪ রান তুললেন জাদেজা। সিএসকের বর্তমান স্কোর ১৩৯-৬।
১৮ ওভারে শেষে সিএসকের স্কোর ১২৫-৬
জানসেনের🅰 ১৮তম ওভারে উঠল মাত্র ৮ রান। পাশাপাশি ধোনির গুরুত্বপূর্ণ উইকেটও হারিয়েছে সিএসকে। ১৮ ওভার শেষে সিএসকের স্কোর ১২৫-৬। ১৫০-র গণ্ডি টপকাতে পারবে হলুদ ব্রিগেড?
সানরাইজার্সের হয়ে জানসেনের প্রথম উইকেট
গত ওভারে ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে মাত্র ৪ রান উঠেছিল। তাই ১৮তম ওভারে জানসেনের বিরুদ্ধে সিএসেকর দুই অভিজ্ঞ তারকা যে বড় শট মারার চেষ্টা করবেন, সেটা 🍸জানাই ছিল। সেই প্রয়াশেই ওভারের তৃতীয় বলে মাত্র ৩ রা🌞নে (৬ বল) আউট হলেন ধোনি। ১২২ রানে ষষ্ঠ উইকেট হারাল সিএসকে।
শিবম দুবে আউট
একের পর এক তিন ওভারে পরপর তিন উইকেট হারিয়ে চাপে সিএসকে। এবার নটরাজনের বলে মাত্র ৩ রানে (৫ বল) সাজঘরে ফিরলেনꦑ শুবম দুবে। ১১০ রানে পাঁচ উইকেট হারাল সিএসকে। ক্রিজে নতুন ব্যাটার মহেন্দ্র সিং ধোনি।
মইন আউট
রায়াডু আউট হওয়ার পরের ওভারেই এডেন মার্করামের বলে ৪৮ রানে আউট হলেন আরেক সেট ব্যা🌠টার মই⛎ন আলি। ১০৮ রানে চতুর্থ উইকেট হারাল সিএসকে। ক্রিজে নতুন ব্যাটার রবীন্দ্র জাদেজা। ১৫ ওভার শেষে সিএসকের স্কোর ১০৮-৪।
শতরানের গণ্ডি টপকাল সিএসকে
দারুণ ওভার সুন্দরের। মাত্র ৩ রান ও ১ উইকেট নিলেন তিনি। তবে ১৪তম ওভারেই ১০০-র গণ্ডিও টপকে গেল সিএসক🐷ে।
রায়াডু আউট
১৪তম ওভারের তৃতীয় বলে, আম্বাতি রায়াডুকে আউট করে জমাটি পার্টনারশিপ ভাঙলেন সুন্দর। ২৭ বলে ২৭ রান ক𝓀রে আউট হন রায়াডু। ৯৮ রানে তৃতীয় উইকেট হারাল হলুদ ব্রিগেড🃏।
শতরানের দোরগোড়ায় সিএসকে
হু হু করে রান তুলছে সিএস💃কে। ১৩তম ওভারে উঠল ১৩ রান। সিএসকের বর্তমান স্কোর ৯৭-২। মইন এবং রায়াডু ইতিমধ্যেই ৬১ রানের পার্টনার🍌শিপ গড়ে ফেলেছেন। এই পার্টনারশিপ চালু থাকলে সিএসকের বড় রান করার পূর্ণ সম্ভাবনা রয়েছে।
৫০ রানের পার্টনারশিপ মইন-রায়াডুর
তৃতীয় উইকেটে ৪২ রানে ৫০ রানের পার্টনারশুপ পূরণ করলেন মইন আলি ও আম্বাতি রায়াডু। অল্প সময়ের 💖ব্যবধানে দুই উইকেট হারানোর পর রায়াডু ও মইন, সিএসকে🐽র হাল ধরে নিয়েছেন।
আক্রমণে রায়াডু
হাত খোলা শুরু করেছে 🧸সিএসকে। ১১ত☂ম ওভারে জানসেনের বিরুদ্ধে সুন্দর দু'টি চার মারেন রায়াডু। ওভারে উঠল ১০ রান। ১১ ওভার শেষে স্কোর ৭৮-২।
ইনিংসের মাঝপথে সিএসকে ৬৮-২
নিজেদের ব্যাটিং ইনি♕ংসের মাঝপথে সিএসকের স্কোর ৬৮-২। রায়াডু ১৫ বলে ১৫ রানে ব্যাট করছেন, মইন আলির সংগ্রহ ২২ রান (২১ বল)।
৯ ওভার শেষে সিএসকে ৬৩-২
নবি মুম্বইয়ের তপ্ত বিকেলে বল হাতে আগুন ঝরাচ্ছেন সানরাইজার্সের উমরান মালিক। নিরন্তর ১৪৫-র আশেপাশে বল করছেন তিনি। অবশ্য তাঁর ওভার থেকে তাঁরই গতিকে কাজে লাগিয়ে সিএস🍒কে ১২ রান তুলল। ৯ ওভার শে♌ষে স্কোর ৬৩-২।
৫০-র গণ্ডি টপকাল সিএসকে
অষ্টম ওভারে দুই উইকেট হারিয়ে ৫০-র গণ্ডি টপকাল সিএসকে। অষ্টম ওভার থেকে মাত্র ৬ রান উঠেছে। ক্রিজে বর্ত🀅মানে ১২ রানে (🏅১৩ বল) মইন আলি ব্যাট করছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন রায়াডু। তাঁর সংগ্রহ ৮ রান (১১ বল)। সিএসকের বর্তমান স্কোর ৫১-২।
পাওয়ার প্লে শেষ
দারুণভাবে ম্যাচটা শ🐎ুরু করলেন🌠 নটরাজন। তাঁর ওভারে উঠল মাত্র ৫ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে সিএসকে ৪১-২। রায়াডু ১ রানে (২ বল) ও মইন আলি ৯ রানে (১০ বল) ক্রিজে উপস্থিত রয়েছেন।
আবারও ব্যর্থ রুতুরাজ
বল করতে এসেই প্রথম বলেই রুতুরাজকে ফেরালেন টি নটরাজন। ১৩ বলে মাত্র ১৬ রান করꦜে আউট হয়ে ফের ব্যর্থ রুতু। ৩৬ রানে দ্বিতীয় উইকেট হারাল সিএসকে। ক্রিজে নতুন ব্যাটার আম্বাতি রায়াডু।
সিএসকের রানের গতিতে অঙ্কুশ
শুরুটা ভাল করলেও, রবিন উথাপ্পাকে হারানোর পর সඣিএসকের রানের গতিতে কিছুটা অঙ্কুশ লাগাতে সক্ষম হয়েছে সানরাইজার্স। ৫ ওভার শেষে সিএসকের স্কোর ৩৬-১। এই ওভারে জানসেন মাত্র ৪ রান দিলেন।
উথাপ্পা আউট
পেস বোলাররা তেমন মদত পাচ্ছেন না দেখে ম্যাচের চতুর্থ ওভারেই স্পিনার ওয়াশিংটন সুন্দরকে আক্রমণে আনেন উইলিয়ামসন। আর প্রথম বলেই সাফল্য। বড় শট হাঁকাতে গিয়ে লং অনে এডেন মার্করামকে ক্যাচ দিয়ে বসেন উথাপ্পা। ১১ বলে ১৫ রান করে আউট হলেন তিনি। ২৫ রানে প্রথম উইকেট হারাল সিএসকে। ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚক্রিজে নতুন ব্যাটার মইন আলি।
ভাল শুরু সিএসকের
তিন ওভার শেষে সিএসকের স্কোর ২৫ বিনা কোনও উইকেট হারিয়ে। উথাপ্পা ১৫ রꩵানে (১০ বল) ও রুতুরাজ ১০ রানে (৮ বল) ব্যাট করছেন।
ম্যাচ শুরু
ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে ৮ রান তুলে ইনিংস শুরু করলেন সিএসকের রবিন উথাপ্পা।🔴 তাঁর সঙ্গে নামা অপর ওপেনার রুতুরাজ গায়কোয়াড় অবশ্য এখনও একটিও ব🧸ল খেলেননি।
সানরাইজার্স হায়দরাবাদের একাদশ
সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের দলে দুই বদল ঘটিয়েছেন। মার্কো জানসেন ও শশাঙ্ক সিং এই ম্যাচে মাঠে নামছেন।সানরাইজার্সের প্রথম একাদশ-কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন সুন্দর, ভ🧔ুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি নটরাজন
সিএসকের একাদশ
পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ থেকে নিজেদের একাদশে এক বদল ঘটিয়ে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। ডোয়েন প্রিটোরিয়াসের বদলে সিএসকে জার্সিতে অভিষেক ঘটছে মাহিশ থিকসানার।সিএসকের প্রথম একাদশ-রুতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রায়াড়ু, রবীন্দ্র জাদেজা (ক্যাপ্টেন), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), শিবম দুবে, ডোয়েন ব্র্য🌠াভো, ক্রিস জর্ডন, মাহিশ থিকসানা ও মুকেশ চৌধরী
টসে জিতল সানরাইজার্স
সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে প্রথমে বোলিং করা♔র সিদ্ধান্ত নিয়েছেন।
হেড-টু-হেড
এখনও অবধি সিএসকে ও সানরাইজার্স ১৬ বার একে অপরের মুখোমুখি হয়ജেছে। পরিসংখ্যানের বি👍চারে সিএসকে এই ম্যাচে নিজেদের দাপট দেখিয়েছে, তা বলাই বাহুল্য। তারা ১৬টির মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে।
ওপেনিং সমস্যা
যে কোনও দলেরই বড় রান করার জন্য মজবুত ভিতটা প্রয়োজন। তবে সিএসকে বা সানরাইজার্স, কোনও দলই কোনও ম্যাচেই এখনও পর্যন্ত সেই ভিতটাই তেমনভাবে পায়নি। গত ম♕রশুমের সর্বোচ্চ রানসংগ্রাহক তথা সিএসকে ওপেনার রুতুরাজ গায়কোয়াড় তিন ম্যাচে মোট ২ রান করেছেন। সেখানে সানরাইজার্স ওপেনার তথা অধিনায়ক কেন উইলিয়ামসনও দলের এখনও অবধি ব্যর্থ। উইলিয়ামসনের সংগ্রহ মোট ১৮ রান। দ্রুত দুই দলকেই এই সমস্যার সমাধান করতে হবে।
প্রথম জয়ের খোঁজে দুই দল
স্রেফ আইপিএল টেবিলের দিকে তাকালে আজকের প্রথম ম্যাচে লিগ তালিকায় আট নম্বরে থাকা দলের বিরুদ্ধে দশে থাকা দলের মোকাবিলা। কিন্তু ইতিহাসের বিচারে দুই প্রাক্তন চ্যাম্🌳পিয়নের আজ ডিয়াই পাতিলে লড়াইয়ে নামছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই এখনও এই মরশুমে একটিও ম্যাচ জিততে পারেনি। সানরাইজার্স প্রথম দুই ম্যাচে রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যথাক্রমে ৬১ ও ১২ রানে হেরেছে। সেখানে সিএসকে কলকাতা নাইট রাইডার্স ও লখনউয়ের বিরুদ্ধে ৬ উইꦗকেটে হারার পর, পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ৫৪ রানে হেরে আইপিএল ইতিহাসে সবচেয়ে খারাপভাবে মরশুম শুরু করেছে। তাই প্রথম জয়ের খোঁজে মরিয়া হয়ে দুই দল মাঠে নামবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।