'আগামী দু'বছরেই ও আরও বড় কিছু করে দেখাবে।' ক্যাপ্টেনের কাছ থেকে এমন সার্টিফিকেট পেলে যে কোনও তরুণ ক্রিকেটারই উদ্বুদ্ধ হবেন। কোটলায় দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে উঠে গুজরাট টাইটানসের ক্যাপ্টেন হ🐻ার্দিক পান্ডিয়া বিস্তর সম্ভাবনার কথা শো𒁏নালেন তরুণ ব্যাটসম্যান সাই সুদর্শনকে নিয়ে।
অবশ্য সুদর্শনকে নিয়ে এমন প্রশংসা এক্কেবারে যথাযথ। যেভাবে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে গুজরাটকে জয় এনে দেন, যেভাবে বিজয় শঙ্কর ও ডেভিড মিলারের সঙ্গে পার্টনারশিপ গড়েন এবং ফিনিশারের ভূমিকায় নিজেকে তুলে ধরেন, তা এককথায় অনবদ্য। ২১ বছরের কোনও ক্রিকেটারের কাছ থেকে এমন পরিণত ক্রিকেট দেখতে পܫাওয়া দারুণ বিষয় সন্দেহ নেই।
সচরাচর আইপিএলে মঞ্চে তরুণ রক্তের ক্রিকেটাররা মারকাটারি ব্যাটিং করতেই পছন্দ করেন। ব্যাট চালিয়ে চার-ছক্কা হাঁকানোর প্রবণতা থাকে কম বয়সী ব্যাটসম্যানদের। তবে সুদর্শন একেবারে ব্যতি🉐ক্রমী। ꦑম্যাচের পরিস্থিতি অনুযায়ী তিনি নিজেকে মেলে ধরেন এবং দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়ে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন তিনি।
আরও পড়ুন:- DC vs GT IPL 2023: ঠান্ডা মাথার খুনে ইনিংস সুদর꧟্শনের, হাসতে হাসতে দিল্লি জয় হার্দিকদের
সুদর্শন ঘরোয়া ক্রিকেটেও অত্যন্ত ধারাবাহিক। যে কারণেই গুজরাট ফ্র্যাঞ্চাইজি তাঁর মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পায় এবং তাঁকে স্কোয়াডে ধরে রাখে। কোটলায় ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৮ বলে অপরাজিত ৬২ রানের ইনি𒊎ংস খেলার পরে সুদর্শনের প্রতি ফ্র্যাঞ্চাইজির আস্থা আরও বাড়বে সন্দেহ নেই।
ম্যাচের শেষে হার্দিক পান্ডিয়ার কথাতেই সেটা স্পষ্ট। সুদর্শনের পরিণত ইনিংস নিয়ে পান্ডিয়া বলেন, ‘ও অত্যন্ত সুন্দর ব্যাট করেছে। সেটাই অবশ্য স্বাভাবিক। কেননা গত ১৫ দিনে নেটে ব্যাট হাতে যত সময় কাটিয়েছে, সেই পর♔িশ্রমের সুফল পাচ্ছে ও।’
পরক্ষণেই হার্দিক বলেন, ‘যদি ভুল না হই, আগ🍌ামী দু’বছরে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবং সম্ভবত ভারতীয় দলের হয়ে বড় কিছু করে দেখাবে।'
পান্ডিয়ার কথায় একটা বিষয় স্পষ্ট যে, সাই সুদর্শনকে লম্বা 💟রেসের ঘোড়া হিসেবে ব🐲িবেচনা করছে গুজরাট টাইটানস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।