মুস্তাফিজুর রহমানের বলে তুলে একেবারে লম্বা শট মেরেছিলেন ললিত যাদব। সকলে ভেবে🍒ছিলেন, নিশ্চিত ছয় হবে। কিন্তু বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে রিয়ান পরাগ যে লাফিয়ে উঠে ছয়টা বাঁচিয়ে দেবেন, কে ভেবেছিল!
ললিত যাদব শটটা মারার পর নিশ্চিত ছিলেন, ছয় হবেই। সে কারণে হেলেদুলে মাত্র এক রান নিয়েছিলেন। কিন্তু পরাগ শটটা বাঁচানোর পর ললিত যাদবরা কপাল চাপড়াতে বসে যান। ম🍌াত্র ১ রান নেওয়ার জন্য। যে বলে নিশ্চিত ছয় ﷽হতো, সেখানে হলো মাত্র ১ রান। ৫ রান বাঁচিয়ে দেন গুয়াহাটির রিয়ান।
এখানেই শেষ নয়। এর পর ঋষভ পন্তকে রান আউট করেন পরাগ। পন্তকে ফিরিয়ে𝓀 বিহুর তালে তাঁকে সেলিব্রেশন করতে দেখা যায়। আর নাচবেন নাই বা কেনো, এ দিন পন্ত যে নিজের পরিচিত ছন্দে ছিলেন। আউট হলেন যখন, তখন স্কোরবোর্ডে তাঁর পাশে ৩২ বলে ৫১ রান লেখা রয়েছে। দিল্লি অধিনায়ক যদি আরও কিছুক্ষণ থাকত♊েন, চাপে পড়ে যেতে পারতো রাজস্থান। পন্তকে ফেরানোর ফলে, দিল্লির যেমন চাপ বাড়ে। তেমন রাজস্থান স্বস্তির নিঃশ্বাস ফেলে। টানটান উত্তেজনার ম্যাচে পরাগ যেন এদিন একমুুঠো অক্সিজেন এনে দেন ওয়াংখেড়েতে।
এ দিন রাজস্থানের যেমন অসাধারণ বোলিং, ফিল্ডিং, তেমনই চনমনে ভাব ছিꦿল। যেন পুরো টিমটার অসম্ভব খিদে। ম্যাচ জয়ের খিদে। প্রতিটা প্লেয়ার যেন ♏নিজেদের সেরাটা নিংড়ে দিতে মরিয়া ছিলেন। যার ফল, নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান করে দিল্লি। আইপিএলের প্রথম ম্যাচে ২২১ রান তাড়া করে মাত্র ৪ রানে হেরেছিলেন সঞ্জুরা। সেখানে ১৪৭ অত্যন্ত কম টার্গেট। দেখার, রাজস্থানের ব্যাটসম্যানরা কী করেন!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।