এই বছর আইপিএলের নিলামে সবচেয়ে বেশি চর্চা ছিল ক্রিস মরিসকে নিয়ে। রেকর্ড অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। ১৬.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল রাজস্থান। আইপিএ𒀰লের ইতিহাসে নিলামে এটাই সবচেয়ে বেশি দাম উঠেছিল। সেই প্লেয়ারই আইপিএলের ১১টি ম্যাচের ৭টি ইনিংসে খেলে মাত্র ৬৭ রান করেছেন। সর্বোচ্চ রান ৩৬। ১১টি ম্যাচে তিনি ১৫টি উইকেট নিয়েছেন। আর সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার প্রথম বার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উইকেট পান তিনি।
মরিসকে নিয়ে আইপিএলের আগে যতটা উত্তেজনা ছিল, ঠিক ততটাই হতাশা রয়েছে আইপিএলের শেষ পর্বে এসে। মরিসের পারফরম্যান্স দেখার পর তাঁর তীব্র সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, ‘রাজস্থান যখন ওকে দলে নিয়েছিল♓, তখন অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল। আমি জানি, সব সময়ে প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। কিন্তু মরিস হলেন এমন একজন ক্রিকেটার, যাঁকে নিয়ে বার বার প্রত্যাশা তৈরি হয়। কিন্তু সেটা পূরণ করতে ব্যর্থ হয় ও। শুধুমাত্র আইপিএলের ক্ষেত্রেই নয়, দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলার সময়েও ওকে নিয়ে বহু বার প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু ও সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে।’
গাভাসকর আরও বলেছেন, ‘ওর হয়তো ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। অথবা মানসিক ভাবে কোনও সমস্যা থাকতে পারে। অনেক সময়ে প্রতিভা থাকলেও সেই মানসিকতা থাকে না। যার অভাবে সাফল্য অধ🔯রা থেকে যায়। এতে হয়তো একটা-দু'টো ম্যাচে সাফল্য পাওয়া যায়। কিন্তু ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্স করতে হলে, সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে হয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।