টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স দল হিসেবে রেকর্ড রানের নজির গড়েছিলেন। আর সেই রান তাড়া করতে জিততে হলে, মহেন্দ🥂্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকেও গড়তে হত সর্বকালের নজির। তবে ডিএলএস মেথডে রান কমে যাওয়ায় কমল ওভারও। সেই দিক থেকে নজির গড়েই পাঁচে পাঁচ করল সিএসকে𓃲।
যদিও টাইটান🅺্সের দেওয়া ২১৫ রানের লক্ষ্য সিএসকে তাড়া করতে নামলে বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টি থামলে ডিএলএসে মেথডে ওভার কমে। কমে রানও। ১৫ ওভারে ১৭১ করতে হত চেন্নাইকে। আর সেই লক্ষ্যে দলকে শেষ পর্যন্ত পৌঁছে দিয়ে নায়ক হয়ে যান রবীন্দ্র জাদেজা। প্রসঙ্গে, টাইটান্সের করা ২১৪ রান আইপিএল ফাইনালে কোনও দলের করা সর্বোচ্চ রানের নজির।
এর আগে আইপিএল ফাইনালে ২০১৪ সালে বেঙ্গালুরুতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২০০ রান তাড়া করে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে চেন্নাইয়ে গিয়ে লসিএসকে-র বিরুদ্ধে ফাইনালে ১৯১ রান তাড়া করে জিতেছিল সেই নাইটরা। প্রথম দু'টি বড় রান তাড়া করে জয়ের রেকর্ড এখন কলকাতার ঝুলিতে। তবে সেই ℱরেকর্ড সোমবার আমদাবাদে ভেঙে যেতে পারত। যদি বৃষ্টিতে রান এবং ওভার কমে না যেত। কারণ ১৫ ওভারে ১৭১ রান তাড়া করে জয়টা নিঃসন্দেহে অনেক বড় কৃতিত্বের বিষয়। এ ছাড়াও ২০১৮ সালে মুম্বইয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনালে ১৭৯ রান তাড়া জিতেছিল সিএসকে।
সোমবার ২০২৩ আইপিএল ফাইনালে শেষ দুই বলে প্রয়োজন ছিল ১০ রান। ডাগআউটে চো🍌খ বন্ধ করে বসেছিলেন ধোনি। গ্যালারিতে কয়েকটা উদ্বিগ্ন মুখ। কে ভেবেছিল এই জায়গা থেকে⛦ জিতবে চেন্নাই সুপার কিসং! কিন্তু অসম্ভবকে সম্ভব করলেন জাড্ডু। শেষ দুই বলে পরপর ছয় এবং চার। ভূমিপুত্রের কাছেই হার গুজরাটের। শেষ বল সুইপ করেই সেলিব্রেট করতে শুরু করেন জাদেজা। মাঠে ঢুকে পড়ে চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা। কিন্তু তখনও সাইডলাইনে চোখ বন্ধ করে বসে ধোনি। জানেন না দল জিতে গিয়েছে। সটান দলনেতার কাছে ছুটে যান জাদেজা। জাড্ডুকে কোলে তুলে নেন ধোনি। নিঃসন্দেহে ঐতিহাসিক জয়।
আরও পড়ুন: সুদর্শন চক্রে কাটা পড়লেন CSK বোলাররা, ৯৬ করে রেকর্ড চেন🌜্নাই এক্সপ্🌠রেসের
সোমবার মধ্যরাতে আহমেদাবাদের মোতেরায় ৫ উইকেটে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে𓂃 ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে গুজরাট। বৃষ্টিতে প্রায় আড়াই ঘণ্টা নষ্ট হওয়ায় ১৫ ওভারে চেন্নাইয়ের টার্গেট দাঁড়ায় ১৭১।𝓡 শেষ ওভারে ১৩ রান দরকার ছিল চেন্নাইয়ের। ঘড়ির কাঁটায় তখন ঠিক দেড়টা। প্রথম বলে রান নিতে পারেনি চেন্নাই। প্রথম চার বলে হল মাত্র ৩ রান। এখানেই ম্যাচের ভাগ্য প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল। বাকিটা ইতিহাস। পাঁচবার আইপিএল জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলল চেন্নাই।
রোহিতকে ছুঁলেন ধোনি। মুম্বই, চেন্নাইয়ের পর তৃতীয় দল হিসেবে পরপর আইপিএল জেতা হল নꦑা গুজরাট টাইটান্সের। রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির ক্লাবে নাম লেখাতে পারলেন না হার্দিক পাণ্ডিয়া। ঘরের মাঠে খেতাব হাতছাড়া গুজরাটের। অন্যদিকে মধুরেণ সমাপয়েৎ মহেন্দ্র সিং ধোনির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।