১৭তম ওভারে বল করতে এসে কলকাতা নাইট রাইডার্সকꦇে বড় ধাক্কা দিয়েছিলেন রশিদ খান। এই ওভারে পরপর তিন বলে কেকেআর-এর তিন নির্ভরযোগ্য ব্যাটারকে সাজঘরে ফেরান রশিদ। সেই সঙ্গেই কলকাতা নাইট রাইডার্সকে সাময়িক 🐻বিপাকে ফেলে দেন রশিদ। এ বারের আইপিএলে এটাই প্রথম হ্যাটট্রিক।
১৭তম ওভারের প্রথম তিন বলে রশিদ ফেরান আন্দ্রে রাসেল (২ বলে ১ রান), সুনীল নারিন (১ বলে ০ রান) এবং শার্দুল ঠাকুরকে (১ বলে ০ রান)। কলকাতার বড় ভরসা ছিলেন এই তিন তারকা। যারা এ দিন রশিদের শিকার হলেন। তবে রশিদ এই তিন তারকাকে ফেরালেও, রিঙ্কুর ঝড়ে শেষ পর্যন্ত কলকাতার♍ জয় আটকাতে পারেনি গুজর♒াট। ২০তম ওভারের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের রং একেবারে বদলে দেন রশিদ।
আরও পড়ুন: চাহারের চোট ন🌌িয়ে তুঙ্গে জল্পনা, ভুগছেন স্টোকসও, বিবৃতি দিল CSK
হার্দিক পান্ডিয়া൩র অসুস্থতার কারণে আজ আমদাবাদে ঘরের মাঠে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছিলেন আফগান তারকা স্পিনার রশিদ খান। এ বারের আইপিএলে প্রথম ক্যাপ্টেন্সি করলেন রশিদ। আর সেই ম্যাচেই তিনি হ্যাটট্রিক করলেন। এ বারের আইপিএলে এটাই প্রথম হ্যাটট্রিক। তবে এ দিন রশিদ নিজের প্রথম ৩ ওভারে ৩৫ রান দিয়েছিলেন। তবে স্পেলের শেষ ওভারে এসে হ্যাটট্রিক করেন তিনি। সেই সঙ্গে গুজরাটের হাতে ম্যাচের রাশ এনে দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হল কোথায়!
শেষ ওভারে রিঙ্কু রশিদের সব প্রচেষ্টায় জল ঢেলে দেন। আমদাবাদের♛ নরেন্দ্র মোদী 🍃স্টেডিয়ামে গুজরাটের ডেরায় গিয়ে তাদের পুরো তছনছ করে দেন রিঙ্কু সিং। শেষ ওভারের শেষ পাঁচ বলে ৩০ রান করেন রিঙ্কু। আর তাতেই সব হিসেব উল্টে যায় গুজরাটের। ৩ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে কলকাতার। টানটান উত্তেজনার ম্যাচে রিঙ্কু জয় এনে দেন কলকাতাকে।
আরও পড়ুন: লিগ টেবলে ফের শীর্ষ📖ে RR, বেগুনি টুপির লড়া𝓰ইয়ে উডকে দুইয়ে নামালেন যুজি
টস জিতে প্🧔রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে গুজরাট। বিজয় শঙ্কর ২৪ বলে অপরাজিতি ৬৩ করে গুজরাটকে দু'শো পার করিয়ে দেন। ৩৮ বলে ৫৩ করে𒊎ন সাই সুদর্শন। নাইটদের সুনীল নারিন ৩ উইকেট নেন।
র🀅ান তাড়া করতে নামলে শুরুতে কেকেআর ধাক্কা খেলেও, বেঙ্কটেশ আইয়ার💧ের ৪০ বলে দুরন্ত ৮৩ রান অক্সিজেন হয়। এ ছাড়া নীতিশ রানা ২৯ বলে ৪৫ করেন। কিন্তু রিঙ্কুর ২১ বলে ৪৮ রানই ম্যাচ জয়ের স্বাদ এনে দেয়। এই ৪৮ রানের মধ্যে কেকেআর ইনিংসের শেষ ওভারের শেষ ৫ বলেই হয় ৩০ রান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।