ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসরে বাকি নয়টি ফ্র্যাঞ্চাইজিকেবড় ধাক্কা দিয়েছে গুজরাট টাইটানস। প্রথম ৮টি ম্যাচের মধ্যে৭টি জয়ের ♓পর দলটি ১৪ পয়েন্ট অর্জন করেছে এবং প্লে অফের দাবিকে শক্তিশালী করেছে। বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ ওভারে রোমাঞ্চকর জয় পায় গুজারট। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলে হায়দর𒁏াবাদের বিরুদ্ধে জয় পায় গুজরাট টাইটনস।
এই ম্যাচ জয়ের পরে আইপিএল-এর অফিসিয়াল সাইটে রশিদ খান এবং রাহুল তেওয়াটিয়ার সাথে কথা বলার সময় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া শেষ ওভারে তাঁর এবং প্রধান কোচ আশিস নেহরার মধ্যে কী কথা হয়েছিল তা জানিয়েছেন। হার্দিক বলেছেন,‘এখন আমি উভয় পক্ষের ম্যাচটি নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গিতে দেখতে শুরু করেছিলাম। আমি খুব খুশিও ছিলাম না আবার খুব বেশি দুঃখিতও ছিলাম না। কারণ আমি যেভাবে আচরণ করব, সেটাই ডাগ আউটকে প্রভাবিত করবে। তবে ম্যাচ চলাকালীন আশু পা (আশিস নেহরা) এবং আমি ভাবছিলাম যে ম্যাচটি খুব কঠিন হয়ে উঠছে।’
তিনি আরও বলেন, ‘আমি সুপার ওভারের জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আশু ভাই আমাকে বললেন,‘অপেক্ষা কর,আমরা ম্যাচটি এখানেই শেষ করব।’ আপনি (রাহুল তেওয়াতিয়া) থাই প্যাড ফেরত পাঠিয়েছেন এবং আমি ভেবেছিলাম এই ছেলেরা এখন সেখানে আছে। খেলাটা সুপার ওভারে যাচ্ছে।’হার্দিককে থাই প্যাড ফেরত পাঠানোর বিষয়ে তেওয়াটিয়া বলেন,‘আমি ভেবেছিলাম যে বোলার যে ইয়র্কার বল করলেরশিদ ভাই সেই শটগুলো মারবেন যেগুলো সাধারণত তিনি খেলেন, যেটি ছিল পায়ের মাঝখানে স্কোয়ার বাউন্ডারির দিকে যায়। আমি এটাও ভেবেছিলাম যে যদি এটা ছক্কা না হয় তাহলেও আমি এক রান নেবই,কিন্তু রশিদ ভ🦋াই এটা করে দেখিয়েছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।