পঞ💜্জাব কিংস (PBKS) IPL 2023 থেকে ছিটকে গিয়েছে। পঞ্জাব তাদের শেষ লিগ ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) কাছে চার ♈উইকেটে হেরেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৬৬তম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ছিল পঞ্জাব কিংস। ধাওয়ানরা রাজস্থানের সামনে ১৮৮ রানের লক্ষ্য স্থির করেছিল। যা RR দল ম্যাচের দুই বল বাকি থাকতেই অর্জন করে। তবে প্রশ্ন উঠছে পঞ্জাবের টপ-অর্ডার নিয়ে। কারণ তারা সস্তায় আউট হয়ে গিয়েছিল। যার পরে তারা মিডল অর্ডার ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোনের কাছ থেকে অনেক আশা করেছিল। কিন্তু দিল্লির বিরুদ্ধে ৯৪ রান করা লিভিংস্টোন রাজস্থানের বিরুদ্ধে ১৩ বলে মাত্র ৯ রান করতে পারেন। সপ্তম ওভারে নবদীপ সাইনির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
আরও পড়ুন… কী করে এত 🌊সাফল্য পেলেন ধোনি? ফাঁস করলেন তাঁরই এক সময়কার সতীর্থ
যাইহোক, আউট হওয়ার পরে লিভিংস্টোন যে প্রতিক্রিয়া দিয়েছিলেন তা ছিল আশ্চর্যজনক। ম্যাচে আউট হওয়ার পর খেলোয়াড়রা প্রায়ই হতাশ এবং দুঃখিত হন, তবে লিভিংস্টোনকে হাসতে দেখা যায়। লিভিংস্টোনের হাসি ক্রিকেট ভক্তদের অনেক কষ্ট দিয়েছে। ভক্তরা যখন সোশ্যাল মিডিয়ায় তাদের নিজস্ব উপায়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন, তখন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং এবং ইউসুফ পাঠান𓃲 আইপিএলে ধারাভাষ্য করছিলেন। সেই সম্পর্কে একটি টুইট প্রকাশিত হয়েছে এবং দাবি করেছেন যে তারা দুজনেই লিভিংস্টোনকে স্ক্রিনে হা🉐সতে দেখেছেন। এরপরে এই বিষয়টি নিয়ে তাঁরা নিজেদের বিরক্তি প্রকাশ করেছেন।
আরও পড়ুন… স🦋ে প্রস্তুত, তাঁকে এখনই সুযোগ দিতে হবে- যশস্বীর চিয়ারলিডার হয়ে গেলেন গাﷺভাসকর
অভিষেক ওঝার টুইট অনুসারে, প্রাক্তন ভারতীয় খেলোয়াড়রা বলেছেন, ‘আমরা যদি পঞ্জাব কিংসের কোচ, অ🗹ধিনায়ক বা মেন্টর হতাম তবে আমরা তাঁকে আর কখনও দলে নিতাম না।’ অভিষেকের টুইটের জবাব দিয়েছেন হরভজন সিং। নিজের ক্ষোভ উগড়ে দিয়ে হরভজন বলেছিলেন যে তাঁর নাꦐম নিয়ে যা বলা হচ্ছে তা সঠিক নয়। হরভজন লিখেছেন, ‘মিস্টার টুইট করার আগে দয়া করে আবার শুনুন কে কি বলেছে।’
আরও পড়ুন… PBKS vs RR: রাজস্থান রয়্যালসের নতুন ক্যাপ্টেন যুজবেন্দ্র চাহাল? জেনে নিন আসল�🌃� ঘটনাটা কী?
ম্যাচের কথা বলতে গেলে, লিভিংস্টোন প্যাভিলিয়নে ফেরার পর, স্যাম কারাম, জিতেশ শর্মা এবং শাহরুখ খান দুর্দান্ত ব্যাটিং করে পঞ্জাবকে বিশাল স্কোরে নিয়ে যান। কারান ৩১ বলে অপরাজিত ৪৯, জিতেশ ২৮ বলে ৪৪ এবং শಞাহরুখ ২৩ বলে অপরাজিত ৪১ রান করেন। কারান ও শাহরুখ ষষ্ঠ উইকেটে ৭৩ রানের জুটি গড়েন। অন্যদিকে, যশস্বী জসওয়াল (৩৬ বলে ৫০), দেবদত্ত পাডিক্কাল (৩০ বলে ৫১) এবং শিমরন হেতমায়ের (২৮ বলে ৪৬) রাজস্থানের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। ধ্রুব জুরেল (৪ বলে ১০) RR জিততে ফিরেছেন। জয়ের ছক্কা হাঁকান তিনি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT𝐆 Apಌp থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।