আইপিএল 🐻শুরুর আগে বড়সড় ধাক্কা লাগল কেকেআর শিবিরে। 📖হাঁটুর চোটে গোটা মরশুম থেকে চিটকে গেলেন তারকা অল-রাউন্ডার।
উত্তরপ্রদেশের অল-রাউন্ডার ২০১৭ থেকে নাইট রাইডার্সে ছিলেন। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও কেকেআর তাঁকে স্কোয়াডে ধরে রাখে। চারটি মরশুমে সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১১টি ম্যাচে মাঠে নামেন রিঙ্কু। মোটে ৭৭ রান করেন তিন🍷ি। যদিও কোনও ম্যাচেি বল 🐬করার সুযোগ পাননি তিনি।
রিঙ্কুর পরিবর্ত হিসেবে পঞ্জাবের ডানহাতি ব্যাটসম্যান গুরকিরৎ সিং মনকে দলে নিয়েছে নাইট রাইডার্স। আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে রিংঙ্কুর পরিবর্ত হিসেবে গুরকিরৎ সংয়ের কেকেআরে সই করার কথা জানানো হয়েছে। গুরকিরৎ গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে নামেন। এবছর তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় আরসিবি। নিলামেও কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেওয়ার আগ্রহ দে♛খায়নি। গত আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন গুরকিরৎ।
গুরকিরৎকে কেকেআর দলে নেয় তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকার বিনিময়ে। রিঙ্কুর তুলনায় গুরকিরৎ সিং অনেক অভিজ্ঞ। ভারতের🎉 হয়ে ৩টি ওয়ান ডে খেলেছেন তিনি। রয়্যাল চ্যা♛লেঞ্জার্স ব্যাঙ্গালোর ছাড়াও দিল্লি ও পঞ্জাবের হয়ে আইপিএল খেলেছেন তিনি। ৭টি মরশুমে মোট ৪১টি আইপিএল ম্যাচে ৫১১ রান করেছেন গুরকিরৎ। উইকেট নিয়েছেন ৫টি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।