হাজার সতকর্তা অবলম্বন করা সত্ত্বেও করোনার প্রভাব থেকে বাঁচানো গেল না আইপিএলকে। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বেশ কয়েকজন ক্রিকেটার করোনা সংক্রামিত হলেও তার সরাসরি প্রভাব পড়েনি আইপিএলে। টুর্নামেন্ট এগিয়ে গিয়েছে সূচি অনূযায়ী। অবশেষে দ্বিতীয়ার্ধে পা দিয়েই ൩ক🦩রোনার জন্য থমকে যেতে চলেছে আইপিএলের গতি। কেকেআরের দুই ক্রিকেটার করোনা পজিটিভ চিহ্নিত হওয়ায় স্থগিত হতে চলেছে কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচ, এমনটাই খবর।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রেই খবর মেলে কেকেআরের দুই ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার। শোনা যাচ্ছে যে দুই ক্রিকেটার হলেন তারকা স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দীপ ওয়ারিয়র। আশঙ্ক🍎া করা হচ্ছে যে, বায়ো-বাবলের বাইরে চোটের স্ক্যান করানোর সময়েই দু'জন সংক্রামিত হয়ে থাকতে পারেন।
বিসিসিআই কর্তা স♒ংসাবদ সংস্থা এএনআইকে জানান, ‘কেকেআর শিবিরেরে দু’জন করোনা পজিটিভ। আরসিবি তাদের বিরুদ্ধে মাঠে নামতে রাজি নয়। সুতরাং ম্যাচটি স্থগিত হতে চলেছে।'
বিসিসিআই সূত্রে এ🍒ও জানতে পারা যাচ্ছে যে, সোমবারই ঘোষণা করা হবে কলকাতা বনাম ব্যাঙ্গালোর ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে। গুজরাত ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেল স্পোর্টস্টার-কে বলেন, ‘আমি বিসিসিআই সিইও ও ভ্যেনু ইনচার্জের কাছ থেকে মেসেজ পেয়েছি যে, আজকের ম্যাচ বাতিল হয়েছে। নতুন দিনক্ষণ তাড়াতাড়িই জানি☂য়ে দেওয়া হবে।’
যদিও বোর্ডের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি এখনও। সূত্রে এও জানা যাচ্ছে যে, তারা দ্বিতীয় টেস্ট রিপোর্টের জন্য অপেক্ষা করছে। ꦿযেহেতু এর আগে নর♏কিয়ার ক্ষেত্রে প্রথম টেস্ট রিপোর্ট ভুল হওয়ায় অহেতুক সমস্যায় পড়তে হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।