দিল💟্লি ক্যাপিটালসের শিবিরে আবারও করোনার আতঙ্ক। এ বার দিল্লি কোচের পরিবারের সদস্যদের মধ্যে করোনা হামলা করেছে। যার ফলে ২০২২ আইপিএল-এর ৩৪তম ম্যাচেꦺ মাঠে থাকতে পারবেন না রিকি পন্টিং। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দলের প্রধান কোচ রিকি পন্টিংয়ের পরিবারের একজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
এই সদস্য পন্টিংয়ের সঙ্গে হোটেলে ছিলেন। এমন পরিস্থিতিতে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া দিল্লি ক্যাপিটলস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে মাঠে থাকতে পারবেন না পন্টিং। এই ম্যাচ থেকে নিজেক দূরে সরিয়ে নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে বর্তমানে আইশোলেশনে রয়েছেন দিল্লি ক্যাপিটলসের কোচ পন্টিং।
তবে এটা প্রথম নয়। পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামার আগে বিপত্তির মুখে পড়েছিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচের আগে করোনায় আক্রান্ত হয়ে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন দলের এক বিদেশি ক্রিকেটার। ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা আক⛄্রান্ত চিহ্নিত হয়েছিলেন দিল্লি শিবিরের এক বিদেশি তারকা। ফলে শেষমেশ পঞ্জাব ম্যা🐭চ নিরাপদে অনুষ্ঠিত করা হয়েছিল সেই দিনের ম্যাচ।
RCB ম্যাচের আগে দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট সবার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামে দিল্লি। পরে দিল্লির অজি অল-রাউন্ডার মিচেল মার্শও করোনা পজিটিভ হয়েছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তিও করতে হয়েছিল। এছাড়া ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ চিহ্নিত হয়েছিলেন ম্যাসাজ থেরাপিস্ট চেতন কুমার, টিম ডাক্তার অভিজিৎ সালভি এবং সোশ্যাল মিডিয়ার সদস্য আকাশ মানে। সেই সঙ্গে টিম হোটেলের কয়েকজন কর্মꦐীও করোনা আক্রান্ত হয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছিল। এ বার রিকি পন্টিং-এর পরিবারে করোনার আক্রমণ দলকে চিন্তায় ফেলেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।