শেষ কবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে বাংলার কোন🍒ও ক্রিকেটার মাঠে নেমেছেন, ক্রিকেটপ্রেমীদের পক্ষে মনে করা মুশক𝄹িল। তার মানে এই নয় যে, বাংলার ক্রিকেটাররা আইপিএল খেলেন না। আসলে অন্যন্য ফ্র্যাঞ্চাইজিগুলি বাংলার ক্রিকেটারদের দলে নিলেও কলকাতা নিলামে বাংলার খেলোয়াড়দের নিয়ে আগ্রহ দেখায় না।
আক্ষেপটা বাংলার ক্রিকেটﷺমহলের দীর্ঘদিনের। তবে এমন স্পষ্টভাবে সেটা কাউকে প্রকাশ করতে দেখা যায়নি। অবশেষে আওয়াজ তুললেন অশোক দিন্দা। বাংলা তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার পরের মরশুমে কয়েকজন বাংলার ক্রিকেটারক𝔍ে কলকাতার দলে দেখার আশা প্রকাশ করেন।
লখনউꦆ সুপার জায়ান্টসের কাছ🌄ে লিগের শেষ ম্যাচে হেরে কেকেআর আইপিএল ২০২২ থেকে বিদায় নেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হতাশা প্রকাশ করেন দিন্দা। তিনি ফেসবুকে ঘুরিয়ে প্রশ্ন তোলেন এই বিষয়ে।
দিন্দা লেখেন, ‘কেকেআর ২০২২ থেকে বিদা♛য়। পরের মরশুমের (২০২৩) জন্য শুভকামনা রইল। আশা করি পরের মরশুমে আমরা কওয়েকজন বাংলার খেলোয়াড়কে (নাইট রাইডার্সে) দেখতে পাব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।