বিভিন্ন সময়ে ঠাট্টার ছলে টুইট করে ভাইরাল হয়েছে আইসল্যান্ড ক্রিকেট। এবার বিরাটের এলবিডাব্লু বিতর্কের মাঝে বিসিসিআইকে খোঁচা দিয়ে নজর কাড়ল আইসল্যান্ড ক্রিকেট। গতরাতে মুম্বই বনাম আরসিবির ম্যাচ চলাকালীন বিরাট কোহলিকে বিতর্কিত আউট দেওয়া হয়। এই আউট নিয়ে নেটপাড়ায় তোলপাড় হচ্ছে। বিসিসিআই এবং থার্ড আম্পায়ারের মুণ্ডপাত চলছে। এরই মাঝে এক টুইটে আইসল্যান্ড ক্রিকেট বিসিসিআই-এর কাছে প্রস্তাব রাখল যে ꦿপ্রয়োজ🎉নে তারা আইপিএল-এর জন্য আম্পায়ার পাঠাতে পারে।
টুইটে আইসল্যান্ড ক্রিকেটের তরফে লেখা হয়, ‘মাঠের আম্পায়ারদের জন্য অনেক সময়ই ইনসাই এজ সনাক্ত করা সহজ নয় বা বল প্রথমে ব্যাট লেগেছে নাকি প্যাডে লেগেছে তা বোঝা সম্ভব না। কিন্তু প্রত্যেক টিভ𝓰ি আম্পায়ারের শ্লো মোশন রিপ্লে এবং আল্ট্রাএজের মতো প্রযুক্তির সুবিধা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়া উচিত। বিসিসিআই আমরা আম্পায়ারদের প্রশিক্ষিত করেছি। প্রয়োজনে তাঁদের উড়িয়ে নিয়ে যাওয়া যেতে পারে।’
এদিকে শনিবার তাঁকে আউট দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে মাঠেই নিজের অসন্তোষ প্রকাশ করলেন বিরাট কোহলি। ক্রিজ ছেড়ে ডাগআউটেক দিকে হাঁটতে হাঁটতে সজোরে ব্যাট দিয়ে মাটির ঘাসে আঘাত হানেন বিরাট। তারপর বাউন্ডারি লাইন পার করার সময়ও তিনি ব্যাট দিয়ে মারেন স্কার্টিং। এরপর দেখা যায় বিরাট ক্ষুব্ধ হয়ে কিছু বলছেন কাউকে একটা উদ্দেশ্য করে। উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ঠিক একই ভাবে বিতর্কিত আউট দেওয়া হয়েছিল বিরাটকে। এদিকে গতকাল আউট🌟 হওয়ার আগে বিরাট ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৪৮ রান করেন। একটুর জন্যে তাঁর হাফ-স♛েঞ্চুরি হাতছাড়া হলেও বিরাচের দল অনায়াসে জিতে যায় মুম্বইয়ের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।