টানা পাঁচ ম্যাচে হার। মোট ৬টি ম্যাচে হার। এই পরিসংখ্যান নিয়ে প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে কলকাতা নাইটরাইডার্সের। লিগ টেবিলে আট নম্বরে থাকা দলের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা এখন মাত্র ৩ শতাংশ! অঙ্কের হিসেবে তাই দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্লে-অফে যাওয়ার সবচেয়ে ভালো সম্ভাবনা রয়েছে গুজরাত টাইটানসের। হার্দিক পান্ডিয়ার দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা ৯৫ শ☂তাংশ। শীর্ষে থাকা টাইটানস ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই জিতেছে। পয়েন্ট সকলের চেয়ে বেশি।
লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রাজস্থানের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৮৩ শতাংশ। রাজস্থান রয়্যাল ৮ ম্যাচ ৬টিতে জিতে ১২ পয়েন্টে আছে। এদিকে লখনউ-ও ৮ ম্যাচের মধ্যে ৫টি🅠তে জিতেছে। ৩টিতে হেরেছে। পয়েন্ট ১০। তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৫৮ শতাংশ। একই সংখ্যক ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে সানরাইডার্স হায়দরাবাদও। তবে রা রেটের নিরিখে টেবিলে লখনউয়ের উপর অরেঞ্জ আর্মি। তাদেরও প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৫৮ শতাংশ।
আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে দꦯুর্দান্ত বোলিংয়ে অনন্য নজির কুলদꦺীপের, ছুঁলেন সচিন-রোহিতকে!
এদিকে ব্যাঙ্গালোর বর্তমানে লিগ টꦯেবিলে পঞ্চম স্থানে রয়েছে। লখনউ এবং রাজস্থানের মতো তাদেরও ১০ পয়েন্ট রয়েছে। তবে একটি ম্যাচ বেশি খেলেছে আরসিবি। এই আবহে তাদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ। এদিকে গতকাল কেকেআর-কে হারিয়ে দিল্লি নিজেদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কিছুটা বাড়িয়েছে। অঙ্কের হিসেবে দেখতে গেলে দিল্লি ও পঞ্জাবের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা ২৯ শতাংশ করে। এদিকে টেবিলে ৯ নম্বরে থাকা সিএসকের প্লে অফে যাওয়ার সম্ভাবনা ২ শতাংশ। আর ৮ ম্যাচে ৮টিতেই হারা মুম্বইয়ের প্লে-অফে যাওয়ার সম্ভཧাবনা ০.০০০২ শতংশ!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।