একগাল হাসির নীচে আবেগ চেপে রাখജলেন না রাহুল ত্রিপাঠী। আইপিএলে নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদকে দুর্দান্ত জয় এনে দিয়ে দিয়ে রাহুল বললেন, ‘কেকেআরের সঙ্গে পুরো বিষয়টা খুব স্পেশাল ছিল।’
শুক্রবার কেকেআরের বিরুদ্ধে ৩৭ বলে ৭১ রান করেন ত্রিপাঠী। স্ট্রাইক রেট ছিল ১৯১.৮৯। চারটি বাউন্ডারি এবং ছ'টি ছক্কা মারেꦆন। তাঁর কারণেই দিশেহারা হয়ে পড়ে কেকেআর। কোনও উত্তর বের করতে পারেননি শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তীরা।
আরও পড়ুন: SRH vs KKR: ভালো লাগছে! 'বুকে পাথর চেপে' প্রাক্তন নাইটের বౠিধ্বংসী ইনিংসের প্রশংসায় KKR!
স্বভাবতই সেই বিধ্বংসী ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন রাহুল। তিনি বলেন🎃, ‘আজ খুব মজা হয়েছে। কেকেআরের সঙ্গেও মজা ছিল। ওটা খুব স্পেশাল ছিল। এখনও সানরাইজার্সের সঙ্গে আছি। এটাও স্পেশাল।’ সেইসঙ্গে আর কী বললেন রাহুল, দ🌱েখে নিন -
আন্দ্রে রাসেলের শর্ট বলে পুল শট
রাহুল বলেন, ‘হ্যাঁ। সেটা ছিল। কারণ আমি জানতাম, ক্রিজে নতুন হলে ও মাঝেমধ্যে শর্ট বল করে। তাই আম🐭ি ঠিক করে𓆏 নিয়েছিলাম, শর্ট বল করলে আমি পুল করব।’
বরুণ চক্রবর্তীকে বেধড়ক মার
রাহুল বলেন, ‘আমার মতে, বরুণ ভালো বল করে। তবে আশা করিনি যে ও অত উপরে বল করবে। তবে উপরে বল করছিল। তাই 𝓀আমি শট মেরেছিলাম। আগে থেকে কিছু ♚ঠিক করে রাখিনি। উপরে বল দেখে আমি শুধু ওকে চাপে ফেলতে চেয়েছিলাম। সেটা কাজে দিয়েছে।’
আরও পড়ুন: IPL 2022 Points Table: প🐻্রথম চারে টিকে থাকাই দায়, লিগ 💛টেবিলে জোর ধাক্কা খেল KKR
কেকেআরের নেটে খেলায় আগে থেকেই পরিচিত (হাসতে হাসতে প্রশ্ন)!
প্রাক্তন ন🥀াইট বলেন, ‘(হাসতে হাসতে) এটা নিয়ে কিছু বলতে পারব না। কেকেআরের সঙ্গে যাত্রাটা খুব স্পেশাল ছিল। এখন সানরাইজার্সের সঙ্গে প্রথম কয়েকটি ম্যাচ ভ💖ালোভাবেই কেটেছে। আমি ছন্দে ফিরছি। গত সপ্তাহে হ্যামস্ট্রিং নিয়ে সমস্যা হচ্ছিল। সকলে আমায় সাহায্য করেছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।