নিজেদের প্লে-অফে যাওয়ার আশা বজায় রাখতে পুণের ময়দানে সানরাইজার্স হায়দরাবাদের ব♚িরুদ্ধে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। ‘রাসেল মাসেল’ ভর করে ৫৪ রানের বড় ব্যবধানে সানরাইজার্সকে মাত দিতে সক্ষম হল কেকেআর। ম্যাচে ব্যাট, বল, ফিল্ডিং সর্বত্রই দাপট দেখিয়ে রাসেল বোঝালেন কেন তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডার।
মরশুম শুরুর আগে বিগত কয়েক বছকে♒ বারবার চোট আঘাতে বিদ্ধ রাসেলকে কেকেআর রিটেন করায় অনেকেই একটু ভ্রু কুঁচকেছিলেন। তবে এই দিন নিজের পারফরম্যান্সে ‘দ্রে রাস’ সকলকে দেখিয়ে দিলেন তিনি কত বড় ম্যাচ উইনার। প্রথমে ব্যাট হাতে ২৮ বলে অপরাজিত ৪৯ রান, পরে বল হাতে চার ওভারে মাত্র ২২ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়ে কেকেআরকে কার্যত একাই ম্যাচ জিতিয়ে দেন রাসেল। এহেন পඣারফরম্যান্সের পর রাসেল বন্দনায় মজেছেন বীরেন্দ্র সেহওয়াগ।
প্রাক্তন ভারতীয় তারকা আলোচনাসভায় বলেন, ‘কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল সবচেয়ে সেরা পারফরম্যান্স করেছে। ব্যাট, বল, উভয বিভাগেই নিজের অবদান রেখেছেন। এই জন্যই তো প্রতি বছর ও এত দাম পায় এবং কেকেআর ওকে প্রতিবছর রিটেন করে।🐼 একটা সময় ছিল যখন ও চোট♔ আঘাতে ভুগছিল, তবে তা সত্ত্বেও ও নিজের সবটা উজাড় করে দিয়েছে। ও প্রকৃত অর্থেই একজন ম্যাচ উইনার।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।