আইপিএলে ১৫০-এর উপর গতিতে আকছার বল করছেন জোরে বোলাররা। কখনও উমরান মালিক, তো কখনও লকি ফার্গুসন। ১৫০-এর উ💖পর গতিতে বল করাটাই যেন অভ্যেস করে ফেলছেন তাঁরা। রবিবার চেন্নাই সুপার কিংসে🔯র বিরুদ্ধে ম্যাচে অব্য উমরানকে টক্কর দিয়ে গেলেন লকি ফার্গুসন।
সানরাইজার্স হায়দরাবাদের স্পিডোমিটার ঘণ্টায় ১৫০ কিলোমিটারের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন আগে൲ই। উমরান গুজরাট টাইটানসের বি♓রুদ্ধে বিরুদ্ধে ঘণ্টায় ১৫৩ কিলোমিটার বেগে বল করেছেন। আর সেটা দেখে সম্ভব উদ্বুদ্ধ হয়েছেন লকিও।
আরও পড়ুন: বিধ্বংসী মিলার, দুরন🐓্ত রশিদ, জেতা ম্যাচ জর্ডনের জন্য হারল চেꦚন্নাই
আরও পড়ুন: চেন্নাইয়ের পরাꦚজয়ের জন্য জর🍎্ডনই কি একা দায়ী? জেনে নিন হারের আসল ৫ কারণ
সে কারণেই সম্ভবত চেন্নাইয়ের বিরুদ্ধে প্রায় ১৫৪ কিলোমিটারের কাছাকাছি বেগে বল করেন লকি। সিএসকেꦛ-র বিরুদ্ধে তাঁর বলের গতি ছিল ১৫৩.৯। এ ছাড়াও তিনি ১৫২.৬ কিম𒐪ি, ১৪৯.১, ১৪৯, ১৪৮.৪ কিমি গতিতে টানা বল করে গিয়েছেন।
তবে আইপিএলে সবচেয়ে জোরে বল করার রেকর্ড রয়েছে শন টেটের। তিনি ১৫৭.৭১ কিমি গতিতেও বল করেছেন। এনরিক নরকিয়া আবার ১৫৬.২২ কি🐭মি বেগে বল করেছেন। ডেল স্টেইন ১৫৪.৪০ কিমি বেগে বল করেছেন।আর কাগিসো রাবাডা বল করেছেন ১৫৪.২৪ কিমি বেগে। এই তালিকায় পাঁচে জায়গা করে নিয়েছেন লকি ফার্গুসন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে যখন তিনি খেলতেন, তখন ১৫৩.৮৪ কিমি গতিতে বল করেছেন লকি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।