চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে IPL 2023-এর ৬১ তম লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে সিএসক෴ে-র বিরুদ্ধে কেকেআর দল ৬ উইকেটে জিতেছে। এই জয়ের ফলে প্লে অফের আশা এখনই শেষ হয়ে যায়নি। এই জয়ের পরে নাইট দলের মুখে হাসি বেশিক্ষণ থাকেনি, কারণ ম্যাচের পরে BCCI কেকেআর-এর পুরো দলকে জরিমানা করেছে। এমন কি দলের ১২ নম্বর ক্রিকেটার অর্থাৎ দলের ইমপ্যাক্ট প্লেয়ারদেরও জরিমিনা করা হয়েছে। এই জরিমানার ফলে সবথেকে বেশি ক্ষতি হয়েছে দলের অধিনায়ক নীতীশ রানা। কারণ তাঁকে জরিমানা দিতে গিয়ে ২৪ লক্ষ টাকা গুনতে হবে। এই ক্রিকেটারকে ২৪ লক্ষ টাকার জরিমানা করেছে বোর্ড। আইপিএল ২০২৩-এ দ্বিতীয়বার আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেছে কেকেআর দল। স্লো ওভার রেটের জন্য কেকেআর দলকে এই জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন… কমলা টুপির টপ টেনে নীতীশ-রিঙ্ক𒅌ুর এন্ট্রি, বেগুনি টুপির দৌড়ে ৫-এ বরু💜ণ চক্রবর্তী
আইপিএল ২০২৩-এ এটি KKR-এর দ্বিতীয় স্লো ওভার রেট। এই কারণে অধিনায়ক নীতীশ রানাকে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে। যেখানে দলের সকল সদস্যকে ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই দুটো অ্যামাউন্টের মধ্যে যেই অঙ্কটা কম সেটাই দিতে হবে নাইট ক্রিকেটারদের। নাইট দলকে এত বড় অঙ্কের জরিমানা করায় সকলেই অবাক হয়েচেন। তবে এটাই বোর্ডের নিয়ম। আসলে চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআর স𒀰ময়মতো শেষ ওভার বোলিং করতে পারেনি। এর খেসারত দলকে ভুগতে হয়েছিল মাঠে। এই কারণে মাত্র ৪ জন ফিল্ডার ৩০ গজের ব্যাস𝔉ার্ধের বাইরে ছিল, এখন দলকে জরিমানাও করা হয়েছে।
আরও পড়ুন… কোন অঙ্কে বাজিমাত করল KKR?💖 চিপকে CSK বধের জন্য নীতীশ র༺ানাদের সমীকরণটা বুঝে নেওয়া যাক
এর আগে, পঞ্জাব কিংসের বিরুদ্ধে IPL 2023-এর ৫৩ তম লিগ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়েছিল। সেই সময়ে অধিনায়ক ন♛ীতীশ রানাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, কিন্তু একই অপরাধ দ্বিতীয়বার করায় কলকাতা নাইট রাইডার্সকে বড় শাস্তি দিল বোর্ড। এরফল♚ে দলসহ অধিনায়ককে দ্বিগুণ জরিমানা করা হয়েছে। এই কারণেই আইপিএলের আয়োজকরা নীতীশ রানাকে ২৪ লক্ষ টাকা এবং দলের সকল সদস্যকে কমপক্ষে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
নীতীশ রানা আরও একটি ম্যাচে স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হলে লিগ পর্বে তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। যাইহোক, এখন মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে এবং সেই ম্যাচে যদি তাঁর স্লো ওভার রেট থাকে, তবে তাঁকে শুধুমাত্র জরিমানা করা হবে, কারণ এই অপরাধের জন্য কোনোও খেলোয়াড়কে কোয়ালিফায়ার ম্যাচের জন্য নিষিদ্ধ করা যাবে না। এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন নীতীশ রানার জন্য স্বস্তির ব্যাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚপার তো বটেই। তবে নীতীশ রানা চাইবেন আর যেন তাঁকে শাস্তির মুখে না 👍পড়তে হয় এবং জরিমানার অর্থ না গুনতে হয়।
এই খব𒁏রটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার🍎 HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।