আইপিএলের মিনি নিলামে ৪০৫ জনের নাম উঠতে চলেছে। কোন কোন খেলোয়াড়দের নাম উঠবে, সেই তালিকা প♋্রকাশ করল ভারতীয় ক্র▨িকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের তরফে জানানো হয়েছে, নিলামের জন্য ৯৯১ জন নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে ৪০৫ জনের নাম নিলামে উঠবে।
আগামী ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএলের মিনি নিলাম হতে চলেছে। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আইপিএলের নিলামের জন্য ৯৯১ জন খেলোয়াড় নাম দিয়েছিলেন। তাঁদের মধ্যে থেকে প্রাথমিকভাবে ৩৬৯ জনকে বেছে নিয়েছিল ১০ টি ফ্র্যাঞ্চাইজি। পরবর্তীতে আরও ৩৬ জন খেলোয়াড়কে নিলামে রাখার জন্য আবেদন জমা পড়েছিল। সেইমতো নিলামের চূড়ান্ত তালিকায় ৪০৫ জনের নাম আছ🔥ে।
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, ওই ৪০৫ জন খেলোয়াড়ের মধ্যে ২৭৩ জন ভারতীয় এবং ১৩২ বিদেশি খেলোয়াড়। চারজন হলেন অ্যাসোসিয়েটেড দেশের। ১১৯ জন হলেন 'ক্যাপড' খেলোয়াড়। ২৮২ জন খেলোয়াড় হলেন 'আনক্যাপড'। দু'কোটি টাকার ‘বেস প্রাইজ’ হল ১৯ জন বিদেশি খেলোয়াড়ের। ১১ জন খেলোয়াড়ের ‘বেস প্রাইজ’ হল ১.৫ কোটি টাকা। মণীশ পান্ডে এবং মায়াঙ্ক আগরওয়াল-সহ ২০ জন ক্রিকেটারের ‘বেস প্রাইজ’ হল দু'ক🌊োটি টাকা।
আরও পড়ুন: IPL Auc💫tion 2022: নাম কাটা গেল ৫৮৬ ইচ্ছুক ক্রিকেটারের, IPL-র নিলামের চূড়ান্ত তালিকায় ৪০৫ জন
চলতি মাসের গোড়ার দিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, 'যদি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের স্কোয়াডে সর্বো💯চ্চ ২৫ জন খ🌜েলোয়াড় রাখে, তাহলে এবারের নিলামে ৮৭ জন দল পাবেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি খেলোয়াড় হতে পারবেন।'
আরও পড়ুন: IPL 2023 auction Hotstar-এ দেখা যাবে না! তবে কি নতুন কোনও সাবসাবক্রি꧃পশন নিতে হবে?
উল্লেখ্য, দিনকয়েক পরেই আইপিএলের নিলামের মিনি নিলামের আসর বসতে চলেছে। ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএল🧔ের মিনি নিলাম হবে। গতবারই আইপিএলের মেগা নিলাম হয়েছে। এবার মিনি নিলাম থেকে মূলত নিজেদের ফাঁকফোকর ভরাট করবে বিভিন্ন দলগুলি। যেমন - ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের বোলিং কোচ আশিস, নেহরা জানিয়েছেন যে ভালো মানের বোলারের দিকে নজর দেওয়া হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।