সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে এক লাফে ছয় থেকে তিনে উঠে এল চেন্নাই সুপার কিংস। আরসিবি অবশ্য ম্যাচ হেরেও সাতেই রয়ে গেল। কলকাতা নেমে গেল পাঁচ থেকে ছয়ে। সেই সঙ্গে অরেঞ্জ ক্যাপের তালিকায়𓃲 বেঙ্কটেশ আইয়ারকে সরিয়ে শীর্ষ স্থান দখল করলেন ফ্যাফ ডু'প্লেসি। তুষার দেশপাণ্ডে আবার ঢুকে পড়ল পার্পল ক্যাপের তালিকায়।
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
১) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ৫, জয়: ৪, পܫরাজয়: ১, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ১.৩৫৪
২) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ৫, জয়: ৩, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৬🐠🍒, নেট রানরেট: ০.৭৬১
৩) টিম- চেন্নাই সুপার কিংস,ꦫ ম্যাচ: ৫, 🌄জয়: ৩, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: ০.২৬৫
৪) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ৫, জয়: ৩, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৬, নেট রান🍬রেট: ০.১৯২
৫) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ৫, জ𒁏য়: ৩, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০ꦫ.১০৯
৬) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ৫, জয়: ২, পরাজয়🍷: ৩, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ০.৩২০
৭) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম𓃲্যাচ: ৫, জয়: ২, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৪, নেটꦅ রানরেট: -০.৩১৮
৮) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ৪, জয়: ২, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ৪🥃, নেট রানরেট: -০.৩৮৯
৯) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ৪, জয়: ২, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট:𝔉 -০♑.৮২২
১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ৫, জয়: ০, পরাজ𒊎য়: ৫, ড্র: ০, পয়েন্ট: ০,♌ নেট রানরেট: -১.৪৮৮
অরেঞ্জ ক্যাপের আপডেটেড তালিকা:
১) ফ্যাফ ডু'প্লেসি- সোমবার চেন্൩নাই সুপার কিংসের বিরুদ্ধে ফ্যাফ ৩৩ বলে ৬২ রানের দুরন্ত ইনিংস খেলেন। যদিও তাঁর দল হারে। তবে তিনি এই রানের হাত ধরে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষ স্থান জ𒁏খল করেন। ৫ ম্যাচে তাঁর মোট সংগ্রহ ২৫৯। সর্বোচ্চ অপরাজিত ৭৯। গড় ৬৪.৭৫। স্ট্রাইকরেট ১৭২.৬৬।
২) বেঙ্কটেশ আইয়ার- দল হারলেও, রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান বেঙ্কটেশ আইয়ার। সেই সঙ্গে তিনি কমলা টুপির লড়াইয়েও ঢুকে পড়েন। ৫ ম্যাচে মোট ২৩৪ রান করে আপাতত তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। সর্বোচ্চ স্কোর ১০৪। গড🀅় ৪৬.৮০। স্ট্রাইকরেট ১৭০.৮০।
৩) শিখর ধাওয়ান- ৪ ম্যাচ খেলে মোট ২৩৩ রান করে ফেলেছেন শিখর ধা𓆉ওয়ান। তিনি কমলা টুপির তালিকায় তিনে রয়েছেন। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৯৯। গড় ১১৬.৫০। আর স্ট্রাইকরেট ১৪৬.৫৪।
৪) শুভমন গিল- রাজস্থান র🦄য়্যালসের বিরুদ্ধে শুভমন গিল ৩৪ বলে ৪৫ রান করেন। ৫ ম্যাচে এখন তাঁর মোট সংগ্রহ ২২৮ রান। তাঁর সর্বোচ্চ রান ৬৭। গড় ৪৫.৭৫। স্ট্রাইকরেট ১৩৯.৮৭। তিনি এখন কমলা টুপির তালিকায় চারে রয়ে꧒ছেন।
৫) ডেভিড ওয়ার্নার- টানা ৫ ম্যাচে হারলেও, দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার কমলা টুপির লড়াইয়ে প্রথম পাঁচে রয়ে গিয়েছেন। তাঁর মোট রান এখন ২২৮। সর্বোচ্চ ৬৫। গড় ৪৫.৬০♏। স্ট্রাইকরেট ১১৬.৯২।
আরও পড়ুন: একেই 🎀ম্যাচ হেরেছেন,꧟ নিজেও চূড়ান্ত ব্যর্থ, তার উপর ১০ শতাংশ জরিমানা করা হল কোহলিকে
পার্পল ক্যাপের আপডেটেড তালিকা:
১) যুজবেন্দ্র চাহাল- লখনউয়ের বিরুদ𓄧্ধে ১ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় ফের শীর্ষে উঠে এলেন যুজি। পাঁচ ম্যাচেꩵ ১১টি উইকেট নিয়ে ফেলেছেন যুজবেন্দ্র চাহাল। তাঁর ইকোনমি রেট ৭.৮৫। সেরা পারফরম্যান্স ১৭/৪।
২) মার্ক উড- যুজি ꧃এক নম্বর স্থান দখল🐓 করায় মার্ক উড আবার দুইয়ে নেমে গিয়েছেন। এই মুহূর্তে ৪ ম্যাচ খেলে তাঁর মোট উইকেট সংখ্যা ১১। ইকোনমি রেট ৮.১২। সেরা পারফরম্যান্স ১৪/৫।
৩) রশিদ খান- রাজস্থানের বিরুদ্ধে ২ উইকেট নিয়েছেন রশিদ খান। সেই সঙ্গে পার্পল ক্যাপের তালিকায় পাঁচ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যাও এখন ১১। তিনি যুজি, উডের ঘাড়েই চড়ে বসেছেন। তিন নম্বরে রয়েছেন রশিদ। তাঁর ইকোমি রেট ৮.ꦫ৩০। সেরা পারফরম্যান্স ৩১/৩।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।