গুজরাট টাইটান্সের কাছে শোচনীয় ভাবে হেরে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের কোয়ালিফায়ার-টু থেকে ছিটকে গিয়েছে। শুভমন গিলের একটি বিধ্বংসী ইনিংসই কার্যত রোহিতদের চাপে ফেলে দেয়। শুভমন ৬০ বলে ১২৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। এবং সাই সুদর্শনের ৪৩ আর হার্দি🌞ক পাণ্ডিয়া ঝোড়ো ২৮ রানের হাত ধরে জিটি ৩ উইকেটে ২৩৩ রানের পাহাড় গড়ে।
রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি আগের ম্যাচগুলিতে রান তাড়া করে ভালো ভাবে জয় ছিনিয়ে নিয়েছিল। দলটি এই মরশুমে চার বার ২০০-র বেশি রান তাড়া করে সাফল্য পেয়েছে। তবে টাইটান্সের বিরুদ্ধে জিততে হলে মুম্বইয়ের টপ অর্ডারকে সাফল্য পেতে হত। তাদের বড় অবদানের প্রয়োজন ছিল। ইশান কিষাণ চোট পেয়ে এই ম্যাচে আর ব্যাট করতে পারেননি। এবং রানা তাড়ার সময়ে এ দিন মুম্বই অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে একটি বড় ইনিংস আশা করা হয়েছিল। কিন্তু রোহিত আবারও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন এবং মহম্মদ শামির বলে আট💃 রান করে আউট হন। আর সেটা বড় ধাক্কা হয়ে যায় মুম্বইয়ের জন্য।
আরও পড়ুন: জুতোর ছবি শেয়🍸ার করলেন স্পিডস্টার বুমরাღহ, কীসের ইঙ্গিত?
প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিতের নিম🦹্নমানের পারফরম্যান্সের পর, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে ঘিরে সমালোচনার ঝড় বয়ে চলেছে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ম্যাথিউ হেডেনও তীব্র সমালোচনা করেছেন রোহিত শর্মার। তিনি দাবি করেছেন, রোহিত কখনও-ই মুম্বই এবং ভারতীয় দলেꦛর প্রয়োজনের সময়ে পারফর্ম করতে পারেননি।
আরও পড়ুন: কোহলির কাছে কি ক্ষমা চেꦯয়েছেন নবীন? আꦜসল সত্যি প্রকাশ করলেন আফগান তারকা
হেডেন বলেছেন, ‘রোহিত শর্মাকে কখনও-ই পারফর্ম করতে দেখিনি, যখন ওকে দলের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা তা ভারত হোক বা এমআই হোক।’ বিজনেসআপটার্ন ডটকমের উদ্ধৃতি অনুসারে ম্যাথু হেডেন বলেছেন, চলতি মরশুমে রোহিতের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করা ꧅হয়েছিল। কিন্তু মুম্বই অধিনায়ক নিজের মান অনুযায়ী খেল𒈔তে পারেননি। এবং দলের জন্য কোনও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি।
রোহিত ১৬তম সংস্করণে ১৬টি ম্যাচ খেলে মাত্র দꦑু'টি হাফসেঞ্চুরি করেছেন। ২০.৭৫ গড়ে ৩৩২ রান সংগ্রহ করেছেন। নিঃসন্দেহে হতাশাজনক গড় এটি। ১১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিপক্ষে এ বারের আইপিএলে তাঁর সেরা নকটি খেলেছিলেন রোহিত। ৪৫ বলে একটি দুর্দান্ত ৬৫ রানের ইনিংস খেলেন রোহিত। পাশাপাশি দলকে ছয় উইকেটে জেতাতে সাহায্য করেন। তবে অভিষেকের পর থেকে রোহিত ২০২৩ আইপিএল মরশুমে যৌথ ভাবে তৃতীয় সর্বনিম্ন স্কোরের রেকর্ড করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।