টি-২০ বিশ্বকাপ শেষ। ক্রিকেটপ্রেমীদের নজর এবার আইপিএল নিলামের দিকে। তবে তার আগেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি মন দিয়েছে ট্রেড উইন্ডো দিয়ে নতুন মরশু🐻মের জন্য দল গুছিয়ে নেওয়ায়। তাছাড়া মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে আইপিএল দলগুলি জানিয়ে দিয়েছে তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রেখেছে। কাদের ছেড়ে দিয়েছে তারা, সেই তালিকা সামনে এসেছে ইতিমধ্যেই। আইপিএল ২০২৩-এর প্লেয়ার রিটেনশনের যাবতীয় আপডেটে চোখ রাখুন।
দিল্লি কাদের ধরে রাখে
দিল্লি ক্যাপিটালস ধরে রাখে ঋষভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপল প্যাটেল, রোভ⛄ম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, এনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগারকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে ও ভিকি ওস্তওয়ালকে।
রাজস্থান কাদের ধরে রাখে
রাজস্থান রয়্যালস ধরে রাখে সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল, শিমরন হেতমায়ের, দেবদূত পাডিক্কাল, জোস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট🦩, ওবেদ ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল ও কেসি কারিয়াপ্পাকে।
আরসিবি কাদের ধরে রাখে
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ধরে রাখে ফ্যাফ ডু'প্লেসি, বিরাট কোহলি, সূয়াস প্রভুদেশাই, রজত পতিদার, দীনেশ কার্তিক, অনূজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সও🍃য়েল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহবাজ আহমেদ, হার্ষাল প্যাটেল, ডেভিড উইলি, করণ শর্মা, মহীপ🦂াল লোমরের, মহম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কউল ও আকাশ দীপকে।
লখনউ কাদের ধরে রাখে
লখনউ সুপার জায়ান্টস ধরে রাখে লোকেশ রাহুল, আয়ুষ বাদোনি, করণ শর্মা, মনন ভোরা, কুইন্টন ডি'কক, মার্কাস স্টইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, কাইল মায়ের্স, ক্রুণাল পান্ডিয়া, আবেশ খান, মহসিন খান, মার্ক উড, ম🐻ায়াঙ্ক যাদব ও রবি বিষ্ণোইকে।
গুজরাট টাইটানস কাদের ধরে রাখে
গুজরাট টাইটানস ধরে রাখে হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াটিয়া, বিজ🉐য় শঙ্কর, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, প্রদীপ সাঙ্গওয়ান, দর্শন নালকান্ডে, জয়ন💮্ত যাদব, আর সাই কিশোর ও নূর আহমেদকে।
পঞ্জাব কাদের ধরে রাখে
পঞ্জাব কিংস ধরে রাখে শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, শাহরুখ খান, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব টাইডে, অর্শদীপ সিং, বলতেজ সিং, ন্যাথন এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার ও হরপ্রীত ব্রারকে।বিস্তারিত পড়ুন:- PBKS Retai❀ned And Released Players: মায়াঙ্কের পাশাপাশি বাংলার দুই ক্রিকেটারকে ছেঁটে ফেলল পঞ্জাব কিংস
হায়দরাবাদ কাদের ধরে রাখল
সানরাইজার্স হায়দরাবাদ ধ🥀রে রাখে আব্দুল সামাদ, এডেন মার্করাম, ✃রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মারকো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিককে।
মুম্বই কাদের ধরে রাখে
মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখে রোহিত শর্মা, টিম ডেভিড, রমনদীপ সিং, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, ত্রিস্তান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরাহ, অর্জুন তেন্ডুলকর, আর্শাদ খান, কুমার কার্তিকেয়া, হৃত্বিক শোকিন ও আকাশ মাধওয়ালকে।বিস্তারিত পড়ুন:- শুধু প☂োলার্ড নয়, দল নতুন করে স🐽াজাতে ঝেঁটিয়ে বোলারদের বিদায় করল MI! দেখুন তালিকা
চেন্নাই কাদের ধরে রাখে
মহেন্দ্র সিং ধোনি, ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, আম্বাতি রায়াড়ু, সুভ্রংশু সেনাপতি, মইন আলি, শিবম দুবে, রাজবর্ধন হাঙ্গার্গেকর, ডোয়েন প্ﷺরিটো💙রিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধরী, মাথিসা পথিরানা, সিমরজিৎ সিং, দীপক চাহার, প্রশন্ত সোলাঙ্কি ও মাহিশ থিকসানাকে।
কেকেআর কাদের ধরে রাখে
কেকেআর ধরে রাখে শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রায় ও রিঙ্কু সিংকে।বিস্তারিত পড়ুন:- KKR Retained A🍌nd Released Players: ফিঞ্চ-রাহানে-শেল্ডন, একসঙ্গে ১৬ জন ক্রিকেটারকেဣ ছেড়ে দিল কলকাতা
দিল্লি কাদের ছেড়ে দেয়
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড থেকে ছেড়ে দেয় শার্দুল ঠাকুর, টিম সেফার্ত, অশ্বিন হেবܫ্বার, কেএস ভরত ও মনদীপ সিংকে।
রাজস্থান কাদের ছেড়ে দেয়
রাজস্থান রয়্যালস ছেড়ে দিয়েছে অনুনয় সিং, করবিন বশ, ডারিল মিচেল, জিমি নিশাম, করুণ নায়ার, ন্যাথন কুল♈্টার-নাইল, রাসি ভ্যান ডার দাসেন, শুভম গারওয়াল ও তেজস বরোকাকে।
আরসিবি কাদের ছেড়ে দেয়
রয়্যাস চ্যাꦑলেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দিয়েছে জেসন বেহরেনডর্ফ, অনীশ্বর গৌতম, চামা মিলিন্দ, লুবনিথ সিসোদিয়া ও শেরফান রাদার🎃ফোর্ডকে।
লখনউ কাদের ছেড়ে দিল
লখনউ সুপার জায়ান্টস ছেড়🍃ে দেয় অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপ♍ুত, দুষ্মন্ত চামিরা, এভিন লুইস, জেসন হোল্ডার, মণীশ পান্ডে ও শাহবাজ নদিমকে।
চ্যাম্পিয়ন গুজরাট কাদের ছেড়ে দেয়
গুজরাট টাইটানস ছেড়ে দিয়েছে রহমানউল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন, ডমিনিক ড্রেকস, গᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚুরকিরৎ সিং, জেসন রয় ও বরুণ অ্যারনকে।
পঞ্জাব কাদের ছেড়ে দেয়
পঞ্জাব ছেড়ে দিয়েছে মায়াঙ্ক আগরওয়াল, ওডিন স্মিথ, বৈভব আরোরা, বেন🦩ি হাওয়েল, ইশান পোড়েল, অংশ প্যাটেল, প্রেরক মানকড🦄়, সন্দীপ শর্মা ও ঋত্বিক চট্টোপাধ্যায়কে।
কলকাতা কাদের ছেড়ে দিল
কলকাতা ছেড়ে দেয় প্য়াট কামিন্স, স্যাম বিলিংস, আমন খান, শিবম মাভি, মহম্মহ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমর, অজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রশিখ সালাম ও শেল্ডন জ্যাকসনকে।বিস🦂্তারিত পড়ুন:- KKR Retained An𒉰d Released Players: ফিঞ্চ-রাহানে-শেল্ডন, একসঙ্গে ১৬ জন ক্রিকেটারকে ছেড়ে দিল কলকাতা
চেন্নাই ছেড়ে দিল কাদের
চেন্নাই সুপার 🌳কিংস স্কোয়াড থেকে ছেড়ে দেয় ডোয়েন 🤡ব্র্যাভো, রবীন উথাপ্পা, অ্যাডাম মিলিন, হরি নিশান্ত, ক্রিস জর্ডন, ভগত বর্মা, কেএন আসিফ ও নারায়ন জগদীশানকে। উথাপ্পা আগেই অবসর নিয়েছেন।
হায়দরাবাদ ছেড়ে দিল কাদের
সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে দেয় কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জগদীশা সূচিত, প্রিয়ম গর্গ, রবিকুমার সামর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, সিয়ান অ্যাবট, শশাঙ্ক সিং, শ্রেয়⭕স গোপাল, সুশান্ত মিশ্র ও বিষ্ণু বিনোদকে।
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিল কাদের
মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় কায়রন প𒀰োলার্ড, আনমোলপ্রীত সিং, আরিয়ান জুয়েল, বাসিল থাম্পি, ড্যানিয়েল স্যামস, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মার্কান্ডে, মুরুগান অশ্বি༺ন, রাহুল বুদ্ধি, রিলি মেরেডিথ, সঞ্জয় যাদব ও টাইমাল মিলসকে। মোট ১৩ জন ক্রিকেটারকে ছেড়ে দেয় মুম্বই।
ব্র্যাভেকে ছেড়ে দিল চেন্নাই
পোলার্ডকে ছেড়ে দিয়েছে মুম্বই। এবার ডোয়েন ব্র্যাভোকে ছেড়ে দিল চেন্নাই🤡 সুপার কিংস।
মায়াঙ্ককে ছেড়ে দিল পঞ্জাব
গত মরশুমের ক্য়াপ্টেন মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দিল পঞ্জাব ক♋িংস। তারা ধরে রাখে সাহরুখ খানকে। ধরে রাখা হয়েছে জনি বেয়ারস্টোকে। পঞ্জব ছেড়ে দিয়েছে ওডিন স্মিথ, প্রেরক মানকড়, ঋত্বিক চট্টোপাধ্যায়, ইশান পোড়েল, বৈভব আরোরা, বেনি হাওয়েল, সন্দীপ শর্মা
নতুন মরশুমে আইপিএলে নেই হেলস
বিলিংস ও কামিন্সের 🐽মতো অ্যালেক্স হেলসও পরবর্তী আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। তিন তারকার🎐 সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
উইলিয়ামস ও পুরানকে ছেড়ে দিল সানরাইজার্স
কেন উইলিয়ামসন ও নিকোলাস পুরানকে ছেড়ে 🌜দিল সানরাইজার্স হায়দরাবাদ। সুতরাং, নতুন মরশুমে নতুন ক্যাপ্টেন খুঁজে নিতে হবে হায়দরাবাদকে।
সময়সীমা শেষ
ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জমা দেওয়ার সময়সীমাജ ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। সময় ছিল বিকাল ৫টা পর্যন্ত। যে কোনও সময় সামনে আসবে ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা।
পাডিক্কালকে ধরে রাখছে রাজস্থান!
দে⛄বদূত পাডিক্কালকে রাজস্থান রয়্যালস ধরে রাখছে, এমনটাই খবর। তাঁকে ৭.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল রয়্যালস। কিছুক্ষণের মধ্যে ঘরে রাখা ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আসবে।
ফিঞ্চ ও মাভিকে ছেড়ে দিল কেকেআর!
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল থকে গিল, মাভি ও নাগারকোটিকে দলে নিয়েছিল কেকেআর। গিল ও নাগারকোটিকে আগেই ছেড়ে দিয়েছে কলকাতা। এবার মাভিকেও তারা ছেড়ে দিল বলে খবর ইএসপিএন-ক্রিকইনফোর। সেই সঙ্গে অ্যꦗারন ফিঞ্চকেও কলকাতা ধরে রাখছে না বলে জানতে পেরেছে তারা।
সরু সুতোয় ঝুলছে রাহানের ভাগ্য
সস্তায় পুষ্টিকর হিসেবে অজিঙ্কা💯 রাহানেকে গত আইপিএল নিলাম থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি রাহানে। সুতরাং, এবার তাঁকে ছেড়ে দিতে পারে কেকেআর।
ব্র্যাভোকে ছেঁটে ফেলতে পারে চেন্নাই
রবীন্দ্র ෴জাদেজাকে ধরে রাখতে চলেছে চেন্নাই। সুতরাং, কোপ পড়তে পারে ডোয়েন ব্র্য়াভো, আম্বাতি রায়াড়ু, ܫক্রিস জর্ডনের মতো বড় তারকাদের ঘাড়ে।
ওয়েডকে ধরে রাখতে পারে গুজরাট
গত মরশুমে আহামরি কিছু পারফর্ম্যান্স উপহার দিতে পারেননি ম্যাথিউ ওয়েড। তা সত্ত্বেও ম্যাথিউ ওয়েডকে ধরে রাখতে পারেꦰ গুজরাট টাইটানস। আসলে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দারুণ কিছু পারফর্ম্যান্স উপহার দিয়েছেন ওয়েড। সেকারণেই তাঁকে ধরে রাখতে পারে আইপিএল চ্যাম্পিয়নরা।
অবসর পোলার্ডের
মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দিতে পারে, এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছিল। তবে রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হওয়ার আগে পোলার্ড নিজেই জানিয়ে দিলেন, আর খেলবেন না আইপিএল। তবে নতুন ভূমিকায় তাঁকে দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার।বিস্তারিত পড়ুন:- IPL 2023 Player Retent♔ion: মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিতেই IPL থেকে অবসর পোলার্ডের, দেখা যাবে নতুন ভূমিকায়
অশ্বিনকে ছেড়ে দিতে পারে রাজস্থান
টি-২০ বিশ্বকাপের সব ওম্যাচে মাঠে নামলেও রবিচন্দ্রন অশ্বিনকে ধরে নাও রাখতে পারে রাজস্থান রয়্যালস। তাঁর সাম্প্রতিক ফর্মের দিকে তাকিয়েই অভিজ্ঞ স্পিনারকে নিলামের আগে ছেড়ে দিতে পারে রয়্যালস।
আইপিএলে ফিরছেন বেন স্টোকস
দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, আইপিএলে ফিরছেন বেন স্টোকস। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ঠিক পরেই অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনি। তা সত্ত্ব🐠েও মিনি নিলামে নাম নথিভুক্ত করাচ্ছেন স্📖টোকস।
জাদেজা থাকছেন চেন্নাইয়েই!
রবীন্দ্র জাদেজার দলবদলের সম্ভাবনা নিয়ে বিস🎉্তর আলোচনা হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। তবে জাদেজার চেন্নাই সুপার কিংসে থেকে যাওয়া প্রায় পাকা। তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে চেন্না🐈ই ফ্র্যাঞ্চাইজির তরফে।
অনিশ্চিত উইলিয়ামসনের ভাগ্য
কেন উইলিয়ামসনের ভাগ্য অনিশ্চিত দেখাচ্ছে। কিউয়ি 🧸তারকাকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স হায়🦹দরাবাদ, এমনটাই খবর।
সরে দাঁড়ালেন কামিন্স
শেষমেশ সত্যি হল জল্পনা। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে প্যাট কামিন্স জানিয়ে দিলেন, তিনি পরবর্তী আইপিএল মরশুমে অংশ নেবেন না। ঠাসা আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখেই যে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, সেকথাও জানিয়েছেন অজি তারকা। অ্যাসেজ সিরিজ ও ওয়ান ডে বিশ্বকাপের আগে বিশ্রাম চান, তাই আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স। এর আগে আইপিএল থ🍎েকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন কেকেআরের স্যাম বিলিংস।
ম্যাক্সওয়েলকে ধরে রাখতে পারে RCB
পা ভেঙে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। সুতরাং, আইপিএলের আগে পুরোপুরি ম্যাচ ফিট ম্যাক্সওয়েলকে দলে পাওয়া নি♊য়ে সংশয় রয়েই গিয়েছে। তা সত্ত্বেও অজি অল-রাউন্ডারকে আরসিবি ধরে রাখতে চল🎶েছে বলে খবর।
বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বই!
বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। পোড়খাওয়া যোদ্ধা 💃কায়রন পোলার্ডকে তারা এবার ছেড়ে দিতে চলেছে বলে খবর। এও শোনা যাচ্ছে যে, ক্যামেরন গ্রিনের মতো কোনও বিগ হিটারকে পোলার্ডের পরিবর্ত হিসেবে বিবেচনা করছেন রোহিতরা।
কামিন্সকে ছেড়ে দিচ্ছে কেকেআর!
প্যাট কামিন্সকে কলকতা ছেড়ে দিচ্ছে এবার, এমনটাই খবর। শোনা যাচ্ছে অ্যাসেজের প্রস্তুতিতে মন দেওয়ার জন্য অজি দলনায়ক এবার সরে দাঁড়াচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে।বিস্তারিতꦺ পড়ুন:- IPL Retention: কামিন্সকে ছেড়ে দিচ্ছে KKR! তাই কি ফার্গুসনকে দলে ফেরাল নাইট রাইডার্স?
বেহরেনডর্ফকে দলে ফিরিয়েছে মুম্বই
ট্রেড উইন্ডো দিয়ে জেসন বেহরেন♍ডর্ফকে আরসিবির কাছ থেকে দলে ফিরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গত আইপিএল নিলামে জেসনকে ৭৫ লক্ষ টাকায় কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
কলকাতা দলে নিয়েছে তিন তারকাকে
কেকেআর ট্রেড উইন্ডো দিয়ে ইতিমধ্যেই তিন ক্রিকেটারকে দলে নিয়েছে। তারা গুজরাট টাইটানসের কাছ থেকে কিনেছে লকি ফার্গুসন ও রহমানউল্লাহ গুরবাজকে। দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে তারা কিনেছে শার্দুল ঠাকুরকে। যদিও শার্দুলকে দলে নেওয়ার জন্য আমন খানকে দিল্লির হাতে তুলে দিতে হয়েছে নাইট রাইডার্সকে।বিস্তারিত পড়ুন:- IPL ꦺ2023: শার্দুলকে দলে নিতে তরুণ ক্রিকেটারকে দিল্লির হাতে তু♌লে দিল KKR
কবে অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম
আইপিএলের পরবর্তী মিনি নিলাম আয়োজিত হবে ২৩ ডিসেম্বর। নিলামের আসর বসবে কোচিতে। যদিও তার আগেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ট্রেড উইন্ডো দিয়ে দল গুꦺꦺছিয়ে নেওয়ার মন দিয়েছে।
মঙ্গলবারই স্পষ্ট হবে ছবিটা
১৫ নভেম্বর বিলার ৫টার মধ্যে আইপিএল দলগুলি🔯কে জানিয়ে দিতে হবে, কোন কোন ক্রিকেটারদের নতুন মরশুমের জন্য ধরে রাখছে তারা। সুতরাং, কাদেরকে নিলামের আগে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই তালিকা সামনে আসবে মঙ্গলব☂ারই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।