IPL 2023 Player Retention: ১০টি আইপিএল দল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোন কোন ক্রিকেটারকে তারা নতুন মরশুমের জন্য ধরে রেখেছে এবং কাদের ছেড়ে দিয়েছে।
টি-২০ বিশ্বকাপ শেষ। ক্রিকেটপ্রেমীদের নজর এবার আইপিএল নিলামের দিকে। তবে তার আগেই আইপিএল ফ্র্যাঞ্🌳চাইজিগুলি মন দিয়েছে ট্রেড উইন্ডো দিয়ে নতুন মরশু♓মের জন্য দল গুছিয়ে নেওয়ায়। তাছাড়া মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে আইপিএল দলগুলি জানিয়ে দিয়েছে তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রেখেছে। কাদের ছেড়ে দিয়েছে তারা, সেই তালিকা সামনে এসেছে ইতিমধ্যেই। আইপিএল ২০২৩-এর প্লেয়ার রিটেনশনের যাবতীয় আপডেটে চোখ রাখুন।
মুম্ব💖ই ইন্ডিয়ান্স ছেড়ে দেয় কায়রন পোলার্ড, আনমোলপ্রীত সিং, আরিয়ান জুয়েল, বাসিল থাম্পি, ড্যানিয়েল স্যামস, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মার্কান্ডে, মুরুগান অশ্বিন, রাহুল বুদ্ধি, রিলি মেরেডিথ, সঞ্জয় যাদব ও টাইমাল মিল🉐সকে। মোট ১৩ জন ক্রিকেটারকে ছেড়ে দেয় মুম্বই।
15 Nov 2022, 06:06 PM IST
ব্র্যাভেকে ছেড়ে দিল চেন্নাই
পোলার্ডকে ছেড়ে দিয়েছে মুম্বই। এবার ডোয়ে𓆏ন ব্র্যাভোকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস।
15 Nov 2022, 05:47 PM IST
মায়াঙ্ককে ছেড়ে দিল পঞ্জাব
গত মরশুমের ক্য়াপ্টেন মায়াঙ্ক আগরওয়ালকে ছেড়ে দিল পঞ্জাব কিংস। তারা ধরে রাখে সাহরুখ খানকে। ধরে রাখা হয়েছে জনি বেয়ারস্ট🅘োকে। পঞ্জব ছেড়ে দিয়েছে ওডিন স্মিথ, প্♛রেরক মানকড়, ঋত্বিক চট্টোপাধ্যায়, ইশান পোড়েল, বৈভব আরোরা, বেনি হাওয়েল, সন্দীপ শর্মা
15 Nov 2022, 05:42 PM IST
নতুন মরশুমে আইপিএলে নেই হেলস
বিলিংস ও কামিন্সের মতো অ্যালেক্স হেলসও পরবর্তী আইপিএল থেকে স🔯রে দাঁড়িয়েছেন। তিন তার💧কার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
15 Nov 2022, 05:33 PM IST
উইলিয়ামস ও পুরানকে ছেড়ে দিল সানরাইজার্স
কেন উইলিয়ামসন ও নিকোলাস পুরানকে ছেড়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। সুতরাং, নতুন মরশুমে নতুন ক্যাপ্টেন খুঁজে নিতে হবে হায়দরাব💎াদকে।
15 Nov 2022, 05:27 PM IST
সময়সীমা শেষ
ধরে রাখা ক্রিকেটার🌌দের তালিকায় জমা দেওয়ার সময়সীমা ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। সময় ছিল বিকাল ৫টা পর্যন্ত। যে কোনও সময় সামনে আসবে ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্🐲গ তালিকা।
15 Nov 2022, 04:18 PM IST
পাডিক্কালকে ধরে রাখছে রাজস্থান!
দেবদূত পাডিক্কালক🌱ে রাজস্থান রয়্যালস ধরে রাখছে, এমনটাই খবর। তাঁকে ৭.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল রয়্যালস। কিছুক্ষণের মধ্যে ঘরে রাখা ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আসবে।
15 Nov 2022, 04:06 PM IST
ফিঞ্চ ও মাভিকে ছেড়ে দিল কেকেআর!
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল থকে গিল, মাভি ও নাগারকোটিকে দলে নিয়েছিল কেকেআর। গিল ও নাগারকোটিকে আগেই ছেড়ে দিয়েছে কলকাতা। এবার ম𒆙াভিকেও তারা ছেড়ে দিল বলে খবর ইএসপিএন-ক্রিকইনফোর। সেই সঙ্গে অ্যারন ফিঞ্চকেও কলকাতা ধরে রাখছে না বলে জানতে পেরেছে তারা।
15 Nov 2022, 04:01 PM IST
সরু সুতোয় ঝুলছে রাহানের ভাগ্য
সস্তায় পুষ্টিকর হিসেবে অজিঙ্কা রাহানেকে গত আইপিএল নিলাম থেকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। যদিও দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি রাহানেꦯ। সুতরাং, এবার তাঁকে ছেড়ে দিতে পারে কেকেআর।
15 Nov 2022, 03:51 PM IST
ব্র্যাভোকে ছেঁটে ফেলতে পারে চেন্নাই
রবীন্দ্র জাদেজাকে ধরে রাখতে চলেছে চেন্নাই। সুতরাং, কোপ পড়তে পারে ডোয়েন ব্র্য়াভো, আম্বাতি রায়াড়ু, ক্রিস জর্ডনের মতো ꦅবড় তারকাদের ঘাড়ে।
15 Nov 2022, 03:34 PM IST
ওয়েডকে ধরে রাখতে পারে গুজরাট
গত মরশুমে আহামরি কিছু পারফর্ম্যান্স উপহার দিতে পারেননি ম্যাথিউ ওয়েড। তা সত্ত্বেও ম্যাথিউ ওয়েডকে ধরে রাখতে পারে গুজরাট টাইটানস। আসলে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টি-২💖০ ক্রিকেটে দারুণ কিছু পারফর্ম্যান্স উপহার দিয়েছেন ওয়েড। সেকারণেই তাঁকে ধরে রাখতে পারে আইপিএল চ্যাম্পিয়নরা।
15 Nov 2022, 02:31 PM IST
অবসর পোলার্ডের
মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দিতে পারে, এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছিল। তবে রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশিত হওয়ার আগে পোলার্ড নিজেই জানিয়ে দিলেন, আর খেলবেন না আইপিএল। তবে নতুন ভূমিকায় তাঁকে দেখা যাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কꦿোচের দায়িত্ব নিচ্ছেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার।
টি-২০ বিশ্বকাপের সব ম্যাচে মাঠে নামলেও রবিচন্দ্রন অশ্বিনকে ধরে নাও রাখতে পারে রাজস্থান রয়্যালস। তাঁর সাম্প্রতিক ফর্মের দিকে তাকিয়েই অভিজ্ঞ স্༺পিনারকে নিলামের আগে ছেড়ে দিতে পারে রয়্যালস।
15 Nov 2022, 11:27 AM IST
আইপিএলে ফিরছেন বেন স্টোকস
দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী, আইপিএলে ফিরছেন বেন স্টোকস। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ঠিক পরেই অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তিনি। তা সত্ত্বেও মিনি নিলামে নাম নথিভুক্ত করাচ্ছ🎶েন স্টোকস।
15 Nov 2022, 10:46 AM IST
জাদেজা থাকছেন চেন্নাইয়েই!
রবীন্দ্র জাদেজার দলবদলের সম্ভাবনাไ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। তবে জাদেজার চেন্নাই সুপার ক༺িংসে থেকে যাওয়া প্রায় পাকা। তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তরফে।
15 Nov 2022, 10:44 AM IST
অনিশ্চিত উইলিয়ামসনের ভাগ্য
কে✅ন উইলিয়ামসনের ভাগ্য অনিশ্চিত দে༺খাচ্ছে। কিউয়ি তারকাকে ছেড়ে দিতে পারে সানরাইজার্স হায়দরাবাদ, এমনটাই খবর।
15 Nov 2022, 09:24 AM IST
সরে দাঁড়ালেন কামিন্স
শেষমেশ সত্যি হল জ💛ল্পনা। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে প্যাট কামিন্স জানিয়ে দিলেন, তিনি পরবর্তী আইপিএল মরশুমে অংশ নেবেন না। ঠাসা আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখেই যে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, সেকথাও জানিয়েছেন অজি তারকা। অ্যাসেজ সিরিজ ও ওয়ান ডে বিশ্বকাপের আগে বিশ্রাম চান🌜, তাই আইপিএল থেকে সরে দাঁড়ালেন কামিন্স। এর আগে আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছেন কেকেআরের স্যাম বিলিংস।
15 Nov 2022, 09:19 AM IST
ম্যাক্সওয়েলকে ধরে রাখতে পারে RCB
পা ভেঙে অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। সু𒁃তরাং, আইপিএলের আগে পুরোপুরি ম্যাচ ফিট ম্যাক্সওয়েলকে দলে পাওয়া নিয়ে সংশয় রয়েই গিয়েছে। তা সত্ত্বেও অজি অল-রাউন্ডার𝔍কে আরসিবি ধরে রাখতে চলেছে বলে খবর।
15 Nov 2022, 08:29 AM IST
বড় সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বই!
বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। পোড়খাওয়া যোদ্ধা কায়রন প🐓োলার্ডকে তারা এবার ছেড়ে দিতে চলেছে বলে খবর। এও শোনা যাচ্ছে যে, ক্যামেরন গ্রিনের মতো কোনও বিগ হিটারকে পোলার্ডের পরিবর্ত হিসেবে বিবেচনা করছেন রোহিতরা।
15 Nov 2022, 07:36 AM IST
কামিন্সকে ছেড়ে দিচ্ছে কেকেআর!
প্যাট কামিন্সকে কলকতা ছেড়ে দিচ্ছে এবার, 🌞এমনটাই খবর। শোনা যাচ্ছে অ্যাসেজের প্রস্তুতিতে♔ মন দেওয়ার জন্য অজি দলনায়ক এবার সরে দাঁড়াচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়র লিগ থেকে।
ট্রেড উইন্ডো দিয়ে জেসন বেহরেনডর্ফকে আর𒈔সিবির কাছ থেকে দলে ফিরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গত আইপিএল নিলামে জেসনকে ৭৫ লক্ষ টাকায় কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
15 Nov 2022, 07:32 AM IST
কলকাতা দলে নিয়েছে তিন তারকাকে
কেক🦂েআর ট্রেড উইন্ডো দিয়ে ইতিমধ্যেই তিন ক্রিকেটারকে দলে নিয়েছে। তারা গুজরাট টাইটানসের কাছ থেকে কিনেছে লকি ফার্গুসন ও রহমানউল্লাহ গুরবাজকে। দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে তারা কিনেছে শার্দুল ঠাকুরকে। যদিও শার্দুলকে দলে নেওয়ার জন্য আমন খানকে দিল্লির ඣহাতে তুলে দিতে হয়েছে নাইট রাইডার্সকে।
আইপিএলের পর𝔍বর্তী মিনি নিলাম আয়োজিত হবে ২৩ ডিসেম্বর। নিলামের আসর বসবে 🧔কোচিতে। যদিও তার আগেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি ট্রেড উইন্ডো দিয়ে দল গুছিয়ে নেওয়ার মন দিয়েছে।
15 Nov 2022, 07:30 AM IST
মঙ্গলবারই স্পষ্ট হবে ছবিটা
১৫ নভেম্বর বিলার ৫টার মধ্যে আജইপিএল দলগুলিকে জানিয়ে দিতে হবে, কোন কোন ক্রিকেটারদের নতুন মরশুমের জন্য ধরে রাখছে তারা। সুতরাং, কাদেরকে নিলামের আগে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই তালিকা সাౠমনে আসবে মঙ্গলবারই।