মঙ্গলবার সানরাইজার্স হায়দরাব🧔াদের বিরুদ্ধে ওপেন করতে নেমে রোহিত শর্মা আহামরি না খেললেও, তাঁর ১৮ বলে ২৮ রানের ইনিংসের হাত ধরেই নজির গড়ে ফেলেন। সেই সঙ্গে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানদের এলিট তালিকায় ঢুকে পড়লেন হিটম্যান। এই ২৮ রানের হাত ধরেই রোহিত আইপিএলে ছয় হাজার রান পূরণ করে ফেললেন।
বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক এই ছয় হাজার রান পূরণ করেন। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় এবং অধিনায়ক রোহিত শর্মার আগে অবশ্য এই তালিকায় রয়েছেন আরও তিন জন। এই তিন জনের মধ্যে দু'জনই আবার ভারতীয়। বিরাট কোহলি (৬৮৪৪ রান), শি🍌খর ধাওয়ান (৬৪৭৭) এবং ডেভিড ওয়ার্নারের (৬১০৯) পর আইপিএলের ইতিহাসে ছয় হাজার রান পূরণ করা চতুর্থ প্লেয়ার হলেন রোহিত। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা তাঁর ২৩২তম ম্যাচে ছয় হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন।
আরও পড়ুন: মইন ফিল্ডিং মিস করতেই আগুনে দꦜৃষ্টিতে তাকালেন ধোনি, দেখলে ভয় পেয়ে যাবেন- ভিডিয়ো
মুম্বই ইনিংসের দ্বিতীয় ওভারে স্পিনার ওয়াশিংটন সুন্দরকে প্রথম দুই বলে পরপর চার হাঁকিয়ে নিজের ছয় হাজার রান পূরণ করেন রোহিত। তৃতীয় বলেও চার মারেন তিনি। সেই সঙ্গে চার মারারও হ্যাটট্রিক করে ফꦓেলেন তিনি।
যদিও রোহিত হায়দরাবাদ🐬ের বিরুদ্ধে তার শুরুটা ভালো করলেও, বড় তাড়াতাড়ি আউট হয়ে যান। দলের রান ৫০ পার করার আগে তিনি আউট হয়ে যান। পঞ্চম ওভারে চতুর্থ ℱবলে পেসার টি নটরাজনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন রোহিত। রোহিতের ২৮ রানের ইনিংসে রয়েছে ছ'টি চার।
আরও পড়ুন: RCB-কে হারিয়ে বড় লাফ CSK-এর, উঠে এল লিগ টেবলের তিনে, হের💎েও কমলা টুপির মগডালে ফ্যাফ
রোহিত আউট হওয়ার পর ইশান কিষাণ এবং ক্যামেরন গ্রিন কিছুটা হাল ধরেছিলেন। তবে ১২ তম ওভারে দুই উইকেট পড়ে। ইশান কিষাণ এবং ইশানের পরিবর্তে নামা সূর্যকুমার যাদব আউট 🦋হয়ে যান। ১২তম ওভারের প্রথম বলেই মার্কো জানসেন ইশানকে সাজঘরে ফেরান। ইশান অবশ্য পুরো ১১ ওভার খেলেও খুব বেশি রান করেননি। তিনি ৩১ বলে ৩৮ রান করেন। এর পর সূর্য এসে চতুর্থ বলে একটি ছক্কা হাঁকান। তাঁর থেকে বড় ইনিংস আশা করেছিল মুম্বই। কিন্তু এই একই ওভারে তিনিও ৩ বলে ৭ রান করে সাজঘরে ফেরে🔯ন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।