আজ বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচের পর থেকে প্রায় এক মা♒স ঘরের মাঠে খেলবেন না বিরাট কোহলিরা। তারা আবার ২১মে ঘরের মাঠে ম্যাচ খেলবে। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। কিন্তু কেন এত দিন ঘরের মাঠে ম্যাচ খেলবে না 🐼আরসিবি?
আসলে টানা ৫টি অ্যাওয়ে ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। সেই কারণেই ঘরের মাঠে খেলা নেই ব্যাঙ্গালোরে🐈র। আরসিবি মোট ৭টি ম্যাচের মধ্যে ৫টি ম্যাচই ঘরের মাঠে খেলেছে। তার মধ্যে তারা তিনটিতে জিতেছে। ২টিতে হেরেছে। বাকি ২টি তারা অ্যাওয়ে ম্যাচ খেলেছে। তার মধ্যে একটিতে জিতেছে, একটি হেরেছে।
আরও পড়ꦓুন: ডান কনুইতে ছোট্ট অস্ত্রোপচার হয়ে༺ছে জোফ্রার, MI-এর কি কপাল পুড়ল?
এক ঝলকে দেখে নিন কোহলিদের পরবর্তী পাঁচ ম্যাচের সূচি:
আরসিবি বনাম এলএসজি- লখনউ (১মে)
আরসিবি বনাম ডিসি- দিল্লি (৬ মে)
আরসিবি বনাম এমআই- মুম্বই (৯ মে)
আরসিবি বনাম আরআর- রাজস্থান (১৪ মে)
আরসিবি বনাম এসআরএইচ- হায়দরাবাদ (১৮ মে)
এর পর আরসিবি ২১ মে চিন্নাস্🍷বামীতে গুজরাট টাইটান্সের মুখোমুখি হ♚বে।
আইপিএলে লিগ পর্বে সব দলই সাতটি করে ম্যাচ খেলে ফে𒈔লেছে। এ বার ফিরতি লড়াইয়ের পালা। সেই ফিরতি লড়াইয়ে আরসিবি বদলা নিতে মরিয়া। ইডেনে জিতেছিল কেকেআর। চিন🅷্নাস্বামীতে কি আরসিবি ঘুরে দাঁড়াতে পারবে?
আরও পড়ুন: KKR-এ💖র বিরুদ্ধে নামার আগে নেটে সিরাজকে পিটিয়ে ছাতু করলেন কোহলি- ভিডিয়ো
আরসিবি ৭ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে। কেকেআর জিতেছে ২টিতে। বিরাট কোহলির নেতৃত্বে পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসকে হারানোর পর আরসিবি এ বার নাইট বধ করতে মরিয়া। তারা এই ম্যাচ জিতে, জয়ের হ্যাটট্রিক করতে চাইবে। এ দিন নাইটরা পরপর চার ম্যাচ হের🌄ে পুরো চাপে রয়েছে। চিন্নাস্বামীতে ঘুরে দাঁড়াতে না পারলে প্লে-অফের আশা ধুলোয় মিশবে। নিজেদের অস্বিত্ব রক্ষার লড়াই নাইটদের জন্য।
চলতি আইপিএলে চিন্নাস্বামী স্টে𓄧ডিয়ামে ১০২টি ছক্কার নজির হয়েছে। যা এ বার কোনও স্টেডিয়ামে সর্বাধিক। উইকেটে চরিত্রগত বিশেষ পরিবর্তন আসবে না। ব্যাটিং সহায়ক উইকেটই হবে। তবে কেকেআরের স্পিনাররা খুব বেশি সাহায্য হয়তো এই উইকেটে পাবে না।
ইডেনে প্রথম লেগে ৭ উইকেটে ২০৪ রান তুলে আরসিবিকে ১২৩ রানে অল আউট করে দিয়েছিল কেকেআর। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং সুয়াশ শর্মার ত্রিফলা স্পিন আক্রমণের কাছে আত্মসমর্পণ করেছিল আরসিবি। সেই ম্যাচ কেকেআর ৮১ রানে জিতেছিল। এ বার কলকাতার স্পিনারদ💖ের সুযোগই দিতে রাজি নয় ব্যাঙ্গালোর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।