কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে বিরাট কোহলি এবং মহম্মদ সিরাজ নিজেদের মধ্যে দ্বৈরথে নেমে পড়েছিলেন। বুধব﷽ার নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাই-ভোল্টেজ ম্যাচের আগে তেতে রয়েছে। আর সেটা ফর্মে থাকা আরসিবি-র দুই তারকার কাণ্ডে প্রমাণিত।
আরসিবি-র নেট প্র্যাকটিসে কোহলি একেবারে ধুইয়ে দিয়েছেন সিরাজকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে এক মিনিটের একটি ভিডিয়ো ক্লিপ প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, নেটে কোহলিকে বল করছেন সিরাজ।🅺 শুরুতে কোহলি কিছুটা নড়বড় করলেও, পরে ছাতু করে꧋ দেন সিরাজকে।
আরও পড়ুন: ডান কনুইতে ছোট্ট অস্ত্রোপচার হয়েছে জোফ্র🅰ার, MI-এর কি কপাল পুড়ল?
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২২ রান দিয়ে সিরাজ নেন ৩ উইকেট। আর পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। মোট সাত ম্যাচে ইতিমধ্যেই ১৩ উইকেট নিয়ে ফেলেছেন মহম্মদ সিরাজ। অন্যদিকে কোহ🎐লি চারটি হাফ সেঞ্চুরির সাহায্যে এখনও পর্যন্ত ২৭৯ রান করেছেন। এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে রয়েছেন।
সিরাজ প্রথমে কোহলিꦏকে কিন্তু একটু চাপেই ফেলেই দিয়েছিলেন। কিন্তু তার পর যা ঘটল, তাতে সিরাজ কোন লেন্থে বল করবেন, বুঝে উঠতে পারছিলেন না। কোহলি একেবারে বিধ্বংসী মেজাজে পেটাতে শুরু করেন সিরাজকে। গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে হ্যারিস রাউফের বলে স্ট্রেট ছক্কা সহ তিনি কিছু ভয়ঙ্কর ছক্কা হাঁকিয়েছিলেন। কোহলি একেবারে নিরঙ্কুশ হয়ে গিয়েছিলেন, হাত খুলে শুধু পিটিয়েছিলেন। এ দিনও নেট প্র্যাক্টিস শেষে সিরাজ শেষ পর্যন্ত নিজের হার স্বীকার করে নেনে। এবং তিনি যে একজন সর্বকালের সেরা ব্যাটারকে বল করছেন, সেটা মুক্ত কন্ঠে বলে দেন।
আরও পড়ুন: IPL-এ দুরন্ত ছন্দে থাকার পুরস্কার, WTC ফাইনালে💯র স্কোয়াডে রাহানে,ডাক পেলেন না ঋ𓃲দ্ধি
সিরাজকে সেই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে, ‘পাওয়ারপ্লেতে আমি যে ভাবে কাজ করি, আমি একই পদ্ধতিতে বল করেছিলাম। যখন বল নতুন হয়, স্পষ্টতই কিছু সুইং হয়। ত🍬ার পরে, আমরা সবাই জানি কিং কোহলি যখন ফর্মে থাকে, তখন তিনি কী করতে পারেন। তিনি চিন্নাস্বামীর সব প্রান্তেই আমাকে মেরেছেন।’
২০২৩ আইপিএলটা এখনও পর্যন্🐈ত কোহলির খুব খারাপ যায়নি। এমন কী কোহলি আহত ফ্যা ডু'প্লেসির জায়গায় শেষ দু'টি ম্যাচে আরসিবি-কে নেতৃত্বও দেন। ফ্যাফ শুধু ব্যাটিং করেছেন। ফিল্ডিং করেননি। তাই তিনি দলকে নেতৃত্ব দেননি। কোহলির নেতৃত্বে আরসিবি প্রথমে পাঞ্জাব কিংসকে হারান। এবং এর পর রাজস্থান রয়্যালসকে পরাজিত করে। তারা এখন পয়েন্ট টেবলের পঞ্চম স্থানে 🦩রয়েছে।
বুধবার কোহলিরা মুখোমুখি হবেন কলকাতার টিমের। কেকেআর আবার টানা চার ম্যাচ হের🎃ে মারাত্মক চাপে রয়েছে। যাইহোক আরসিবি এবং কেকেআর মোট ৩২ বার আইপিএলে মুখোমুখি হয়েছে। কলকাতার দল তার মধ্যে ১৮ বার জিতেছে। প্রসঙ্গত, প্রথম লেগে ইডেনে কেকেআর-এর কাছে ৮১ রানে হেরেছিল ব্যাঙ্গালোর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।