২০২২ সালের আইপিএলের মেগা নিলামকে ঘিরে রয়েছে তুমুল উত্তেজনা। ৫৯০জন প্লেয়ার এ বার নিলামে উঠতে চলেছেন। এই বছর আইপিএলের নিলামকে ঘিরে বাড়তি উন্মাদনা﷽র বড় কারণ, ২০২২ থেকে দু'টি নতুন দলের সংযোজন হয়েছে। লখনউ এবং আমদাবাদ-দু'টি ফ্র্যাঞ্চাইজি আইপিএলে যোগ দেওয়ায় এ বার থেকে ১০ দলের টুর্নামেন্ট হবে। তাই এই বছর নিলামের দিকেও নজর থাকবে সকলের।
আপাতত দেখে নেওয়া যাক আইপিএলের নিলাম কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক𝄹 কোন চ্যানেলে এবং অনলাইনের কোথꦗায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম: ১🦩২ এবং ১৩ফেব্রুয়ারি, ২০২২ (শনিবার এবং রবিবার)।
কোথায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম: বেঙ্গালুরু।
কখন শুরু হবে নিলাম: ১২ এব🐽ং ১৩ ফেব্রুয়ারি দু'দিনই ভারতীয় সময় অনুযায়ী বেলা ১২টা থেকে শুরু ♑হবে নিলাম। তবে অফিসিয়াল কভারেজ শুরু হবে বেলা ১১টা থেকে।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে নিলামের সরাসরিꦗ সম্প্রচার: স্টার স্পোর্টস ৩, স্টার এইচডি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে আইপিএলের মেগা নিলাম।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপে꧒ দেখা যাবে অ꧑নলাইন স্ট্রিমিং। এ ছাড়া নিলামের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।