শুভব্রত মুখার্জি: ২০২১ আইপিএলের সবথেকে দামি ক্রিকেটার ছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরি💧স। ১৬.২৫ কোটি টাকা খরচ করে সেবার নিলাম থেকে মরিসকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস।যদিও মরিস বা তাঁর দল কেউই সেবার ভালো পারফরম্যান্স করতে পারেনি। এত টাকা খরচ করে দলে নেওয়ার পরে স্বাভাবিকভাবেই অনেকটাই বেশি চাপ ছিল মরিসের উপর ভালো পারফরম্যান্স করার। তা যে তিনি উপভোগ করতেন সেকথা স্পষ্ট জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি যাতে ব্যর্থ হন এমনটাও নাকি চেয়েছিলেন অনেকেই, সেকথাও জানাতে ভোলেননি মরিস।
৩৫ বছর বয়সি অলরাউন্ডার তাঁর দলের হয়ে মোটামটি একটা পারফরম্যান্স করেছিলেন সেই মরশুমে। ১২টি ম্যাচে নিয়েছিলেন ১৫টি উইকেট। ব্যাট হাতে স্ট্রাইক রেট ছিল ১৩৬𓂃.৭৩। এত টাকা খরচ করে তাঁকে দলে নেওয়ার ফলে যে ধারাবাহিক পারফরম্যান্স করার চাপ ছিল তা মেনে নিয়েছেন মরিস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিস জানিয়েছেন, 'এত বড় টাকা খরচ করে যখন কোনও এক ক্রিকেটারকে দলে নেওয়ার মানে হল সবসময়ে একটা প্রত্যাশা থেকে যায় যে প্রতিদিন ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতে হবে। এটা মিথ্যা কথা বলা হবে যদি আমি বলি আমার উপর কোনও অতিরিক্ত চাপ ছিল না। সকলের লক্ষ্য ছিল আমার দিকে। অনেক মানুষ চেয়েছিলেন যাতে করি আমি ব্যর্থ হই। তাহলেই আমাকে নিয়ে তারা লিখতে পারত। আমার সমালোচনা তারা করতে পারত। দুর্ভাগ্যজনকভাবে এটাই অনেকের স্ব🐬ভাব।'
তিনি আরও জানিয়েছেন, 'তবে আমিܫ সবসময়ে চাপ অনুভব করেছি। দায়িত্ব নিতে আমি খুব ভালোবাসি। আমার কাঁধে কোনও দায়িত্ব দেওয়া হলে আমি সেটা ভালোভাবে পালন করার চেষ্টা করি। চাপ ছাড়া ক্রিকেট খেলাটা একেবারে সাদামাটা হয়ে যাবে। আর চাপ থাকলেই স্পেশাল জিনিস ঘটে।চাপ থাকলেই তখন একজন ক্রিকেটার তার সেরাটা পারফর্ম করতে পারে।' ২০২২ সালে তিন ফর্ম্যাটের সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন এই প্রোটিয়া অলরাউন্ডার। টি-২০তে তিনি মোট ২৩৪টি ম্যাচ খেলে নিয়েছেন ২৯০টি উইকেট। পাশাপাশি ব্যাট হাতে রয়েছে তিনটি অর্ধশতরানের ইনিংসও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।