আইপিএল গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান অরুণ ধুমাল বিশ্বাস করেন যে, আগামী পাঁচ বছরে আইপিএল বিশ্বের সবচেয়ে বড় লিগ হয়ে উঠবে। আইপিএল ২০২৩-২০২৭-এর জন্য ৪৮,৩৯০ কোটি টাকায় মিডিয়া স্বত্ব বিক্রি করা হয়েছে, যা ম্যাচ প্রতি মূল্যের দিক থেকে এটিকে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান ক্রীড়া লিগে পরিণত করেছে। ২০২৭ সালে আড়াই মাসের আইপিএল টুর্নামেন্টে ৯৪টি ম্যাচ আয়োজনে♐র পরিকল্পনা রয়েছে। এই ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন অরুণ ধুমাল।
আইপিএল হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় লিগ
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন যে, নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাও♓য়ার জন্য সময়ের প্রয়োজন। এবং আইপিএল বিশ্বের বৃহত্তম লিগ হতে না পারার কোনও কারণ নেই। অরুণ ধুমলকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আইপিএলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভার⛦তীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরিকল্পনা কী, তখন তিনি বলেন, ‘আইপিএল এখন যা আছে, তার চেয়ে অনেক বড় হবে এবং এটি বিশ্বের এক নম্বর স্পোর্টস লিগ হয়ে উঠবে।’
আরও পড়ুন: ছিলেন ক্রিকেটার𝔍, হয়ে গেলেন ফিল্ডিং কোচ, পুরনো যোদ্ধাকে ঘরে ফেরাল KKR
বিসিসিআই-এর তরফে এই বড় বিবৃতি এসেছে
অরুণ ধুমাল আরও বলেছেন, ‘আমরা নিশ্চিত ভাবেই এতে কোনও এমন কিছু যোগ করার পরিকল্পনা করব, যাতে এটি আরও ফ্রেন🐎্ডল🍒ি এবং আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। যাঁরা এটি টিভিতে দেখেন এবং যাঁরা স্টেডিয়ামে এসে দেখেন, তাঁদের সকলকে আমরা আরও ভালো অভিজ্ঞতা দিতে চাই। আমরা যদি আইপিএলের সময়সূচী আগে থেকেই প্রস্তুত করি, তা হলে সারা বিশ্বের ভক্তরা, সেই অনুযায়ী তাঁদের ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।’
আইপিএলে দু'টি নতুন দল যুক্ত করে বিসিসিআই ১২,০০০ কোটি টাকারও বেশি আয় করেছে। তবে ধুমাল বলেছেন যে, এতে আরও দল যুক্ত করার কোনও সম্ভা🌼বনা নেই। অরুণ ধুমালের দাবি, ‘দলের সংখ্যা থাকবে ১০টি। সংখ্যা আরও বাড়লে একসঙ্গে টুর্নামেন্ট আয়োজন করা কঠিন হয়ে পড়বে। আমরা প্রথম দুই মরশুমে ৭৪টি ম্যাচ এবং তার পর ৮৪টি ম্যাচ আয়োজনের দিকে নজর দিচ্ছি এবং সব কিছু ঠিকঠাক থাকলে পঞ্চম বছরে ৯৪টি ম্যাচ ꦜআয়োজন করা যেতে পারে।’
ধুমালেဣর দাবি অনুযায়ী, ২০২৩ এবং ২০২৪ সালে ৭৪টি করেই ম্যাচ হবে। এর পর ২০২৫ 𒁃এবং ২০২৬ সালে হবে ৮৪টি করে ম্যাচ। আর ২০২৭ সালে হবে ৯৪টি করে ম্যাচ। দলসংখ্যা ১০টিই থাকবে।
আরও পড়ুন: ধ♏োনির ফরমান, জাদেজাকে দলে রাখতে বাধ্য হচ্ছে CꦯSK-রিপোর্ট
ফুটবল লিগের কোনও তুলনা হয় না
অরুণ ধুমাল বলেছেন, ‘আমরা ফুটবল বা বিশ্বের অন্যান্য ক্রীড়া লিগের সঙ্গে নিজেদের তুলনা করতে পারি না, কারণ ক্রি꧋কেটের প্রয়োজনীয়তা সম্পূর্ণ আলাদা। আপনি ছয় মাস একই পিচে খেলতে পারবেন না। বিশ্ব জুড়ে যে ভাবে টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে, বিসিসিআই-এর উপর চাপ বাড়ছে তাদের খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অনুমতি দেওয়ার জন্য। আইপিএল মালিকেরা দক্ষিণ আফ্রিকার নতুন লিগের ছ'টি দলই কিনে নিয়েছে এবং তারা এই দলগুলিতে ভারতীয় খেলোয়াড়দের উপস্থিতি চায় এটাই স্বাভাবিক।’
ভারতীয় ক্রিকেটাররা বিদেশি লিগে খেলবেন না
অরুণ ধুমাল স্পষ্ট করে দিয়েছেন যে, বিসিসিআই এর খেলোয়াড়দের বিদেশি লিগে খে⛄লার অনুমতি দেওয়ার কোনও ইচ্ছা নেই। অরুণ ধুমাল বলেছেন, ‘বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে, আমাদের চুক্তিতে থাকা খেলোয়াড়রা অন্য লিগে খেলতে পারবেন না। তাঁদের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা এখন এই সিদ্ধান্তটি বহাল রাখব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।