এখন যেন বিয়ের মরশুম চলছে। বহু ক্রিকেটারই এই মরশুমে নিজেদের বিয়ে সেরে ফেললেন। ২৭ ফেব্রুয়ারি ভারতীয় খেলোয়াড় শার্দুল ঠাকুরও মুম্বইতে তাঁর বাগদত্তা মিতালি পারুলকারের সাথে গাঁটছড়া বাঁধেন। তার বিয়েতে অনেক ভারতীয় খেলোয়াড়কেও দেখা গিয়েছিল, যারা তার ঘনিষ্ঠ বন্ধু। ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে তাঁর স্ত্রী রিতিকা সাজদেহ যোগ দিয়েছিলেন। একই সময়ে শার্দুলের বিয়ে সেলিব্রেট করতে এসেছিলেন শ্রেয়স আইয়ারও। এদিকে, KKR সহকারী কোচ অভিষেক নায়ার শার্দুল ঠাকুরের স্ত্রীর জন্য একটি মজার উপদেশ দ𓆉িয়েছিলেন। শার্দুল ঠাকুর আইপিএল ২০২ꦦ৩-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে প্রস্তুত। নায়ারও শার্দুলের খুব ভালো বন্ধু।
আরও পড়ুন… কোন দেশে অস্ত্রোপচার করাবেন বুমরাহ? জেনে ꦐনিন জসপ্রীত কবে ভারতীয় দলে ফির♛বেন?
সোশ্যাল মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজ🃏ি দ্বারা শেয়ার করা একটি ভিডিয়োতে, শার্দুলের সঙ্গে নায়ার রসিকতা করেছেন এবং তিনি শার্দুল ঠাকুরকে একজন খুব একগুঁয়ে ব্যক্তি হিসবে বর্ণনা করেছেন। কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ নায়ার মনে করেন যে শার্দুল একগুঁয়ে ও জেদি, এবং শার্দুর সব সময় মনে করেন যে তিনি সঠিক। সোশ্যাল মিডিয়ায় ফ্র্যাঞ্চাইজি দ্বারা শেয়ার করা একটি ভিডিয়োতে, নায়ার রসিকতা করে বলেছেন যে ঠাকুর একজন খুব একগুঁয়ে ব্যক্তি যিনি মনে করেন যে তিনি সর্বদা সঠিক।
আরও পড়ুন… ডোপ টেস্টে পজিটিভ, চার বছরের জন্য নিষিদ্ধ তারকা ট্রিপল জাম্পার ঐশ্বর্য বা🌊বু
শার্দুল ঠাকুরের স্ত্রী মিতালিকে বার্তা দিতে গিয়ে নায়ার আরও বলেন যে, তাঁর সর্বদা নিজের সিদ🍎্ধান্তে স্থির থাকা দরকার। মিতালী যেন কখনও শার্দুলকে এক পাও জমি না ছাড়েন। কারণ নায়ার একদিন ঠাকুরের মুখ থেকে শুনতে চান যে তাঁর স্ত্রী যা বলেন তা সর্বদা ঠিক।
কেকেআরের๊ সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, ‘মিতালিকে আমার পরামর্শ। আমি মোটামুটি নিশ্চিত যে আপনি ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আপনার স্বামী কেমন। কিন্তু আপনি ক্রিকেট মাঠে দেখা সবচেয়ে একগুঁয়ে ব্যক্তিকে বিয়ে করেছেন। তিনি সবসময় মনে করে যে তিনিই সঠিক। শার্দুল ঠাকুর সর্বদা বিশ্বাস করেন যে তিনিই ঠিক। কিন্তু আমি এটাও জানি, মিতালি, তুমিও নিজেকে বিশ্বাস করবে। তাই প্রত্যেক স্ত্রীর মতো তুমি তাঁর পাশে দাঁড়াবে। আর আমি সেই দিনের অপেক্ষায় আছি যে দিন শার্দুল মাথা নীচু করে বলবে, ‘মিতালি, তুমি ঠিক বলেছ, আর তুౠমি যা বলছ তা ঠিক।’ শার্দুল ঠাকুরকে দিল্লি ক্যাপিটালস থেকে ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে শার্দুলকে KKR দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালের আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলতে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে।
এই খবরটি আপনি পড়তে পারেন H🅷T App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।