এমনটা নয় যে, জিতলে প্লে-অফের টিকিট হাতে চলে আসত। বরং হারলে টুর্নামেন্টের লিগ পর্ব থেকেই বিদায় নিশ্চিত ছিল কলকাতা নাইট রাইডার্সের। সুতরাং, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ফিরতি ম্যাচটি শ্রেয়স আইয়ারদের কাছে ডু-অর-ডাই পরিস্থ🌼িতিতে দাঁড়িয়েছিল। হায়দরাবাদ তুলনায় সুবিধাজনক পরিস্থিতিতে ছিল ম্যাচের আগে। হারলেও তাদের সামনে ক্ষীণ আশা জিইয়ে থাকতই। জিতলে কেন উইলিয়ামসনদের প্লে-অফের লড়াই বাড়তি অক্সিজেন পেত সন্দেহ নেই। শেষমেশ পুণেতে শেষ হাসি হাসে কেকেআর।
ম্যাচের সেরা রাসেল
২৮ বলে অপরাজিত ৪৯ রান ও ২২ রানের বিনিময়ে ৩ꦚটি উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা ক্🅺রিকেটার নির্বাচিত হন আন্দ্রে রাসেল।
৫৪ রানে জয়ী কলকাতা
কলকাতা নাইট রাইডা🏅র্সের ৬ উইকেটে ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেটে ১২৩ রানে আটকে যায়। ভুবনেশ্বর ৬ ও উমরান ৩ রানে অপরাজিত থাকেন। ৫৪ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে কলকাত🤡া। সেই সঙ্গে তারা ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকে।
শশাঙ্ক আউট
১৮.১ ওভারে টিম সাউদির বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন শশাঙ্ক সিং। ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১১ রান করেন শশাঙ্ক।🗹 ১১৩ রানে ৮ উইকেট হারায় হায়দরাবাদ। ব্যাট করতে আসেন উমরান। ১৯ ওভার🐠ে সানরাইজার্স ৮ উইকেটে ১১৭ রান তুলেছে।
জানসেন আউট
১৭.৫ ওভারে রাসেলের বলে বিলিংসের দস্তানায় ধরা পড়েন জানসে। ২ বলে ১𝓀 রান করেন জামসেন। ১১৩ রানে ৭ উইকেট হারায় হায়দরাবাদ। ব্যাট হাতে ক্রিজে আসেন ভুবনেশ্বর কুমা✨র।
ওয়াশিংটন সুন্দর আউট
১৭.১ ওভারে রাসেলের বলে বেঙ্কটেশ আইয়ারের হাতে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দর। ৯ ♛বলে ৪ রান করেন সুন্দর। ১০৭ রানে ৬ উইক🃏েট হারায় হায়দরাবাদ। ব্যাট হাতে ক্রিজে আসেন মারকো জানসেন।
মার্করাম আউট
১৪.৪ ওভারে এডেন মার্করামকে বোল্ড করেন উমেশ যাদব। ৩টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন মার্করাম। ৯৯ রানে ꧃৫ উইকেট হারায় হায়দরাবাদ। ক্রিজে নতুন ব্যাটসম্যান শশাঙ্ক সিং। ১৫ ওভারে হায়দরাবাদের স্কোর ৫ উইকেটে ১০০ রান।
পুরান আউট
১২.৩ ওভারে নারিনের বলে তাঁর হাতেই ধরা দেন পুরান। ৩ বলে ২ রান করেন নিকোলাস। হায়দরাবাদ ৭৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ওয়াশিংটন। ১৩ ওভারꦡে সানরাইজার্সের স্কোর ৪ উইক🌃েটে ৭৮ রান।
অভিষেক আউট
১১.৫ ওভারে বরুণ চক্রবর্তীর বলে স্যাম বিলিংসের দস্তানায় ধরা পড়েন﷽ অভিষেক শর্মা। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৩ রান করে মাঠ ছাড়েন অভিষেক। ৭২ রানে ৩ উইকেট হারায় হায়দরাবাদ। ব্যাট হাতে ক্রিজে আসেন নিকোলাস পুরান। ১২ ওভারে সানরাইজার্সের স্কোর ৩ উইকেটে ৭৪ রান।
ত্রিপাঠী আউট
৮.২ ওভারে সাউদির বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন রাহুল ত্রিপাঠী। ১টি বাউন্ডারিꦬর সাহায্যে ১২ বলে ৯ রান করেন রাহুল। হায়দরাবাদ ৫৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান এডেন মার্করাম। ১০ ওভার শেষে হায়দরাবা♛দের স্কোর ২ উইকেটে ৬২ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ১১২ রান। অভিষেক ৪১ রানে ব্যাট করছেন।
উইলিয়ামসন আউট
ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবার বল করতে আসেন রাসেল। তিনি দ্বিতীয় বলেই কেন উইলিয়ামসনকে বোল্ড করেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ৯ রান করে ম🎶াঠ ছাড়েন হায়দরাবাদ দলনায়ক। ৩০ রানে ১ উইকেট হায়ান সানরাইজার্স। ব্যাট হাতে ক্রিজে আসেন রাহুল ত্রিপাঠী। পাওয়ার প্লে-র ৬ ওভারে হায়দরাবাদ ১ উইকেটে ৩১ রান তুলেছে। অভিষেক শর্মা ২১ রানে ব্যাট করছেন।
উইলিয়ামসনের ক্যাচ ছাড়লেন উমেশ
২.৪ ওভারে নিজের বলেই কেন উইলিয়ামসনের ক🐷ঠিন ক্যাচ ছাড়েন উ💯মেশ যাদব। ৩ ওভারে হায়দরাবাদের সংগ্রহ বিনা উইকেটে ১৭ রান।
হায়দরাবাদের রান তাড়া করা শুরু
সানরাইজার্সের হয়ে ওপেন করতে নামেন কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা। কলকাতার হয়ে বোলিং শুরু করেন উম🍒েশ যাদব। প্রথম ওভারে ১ রান ওঠে।
ছক্কার ফুলঝুরি রাসেলের, কলকাতা ৬ উইকেটে ১৭৭
ওয়াশিংটন সুন্দরের শেষ ওভারে ৩টি ছক্কা মারেন আন্দ্রে রাসেল। ওভারে মোট ২০ রান ওঠে। কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে। সুতরাং, জয়ের জন্য হায়দরাবাদের দরকার ১৭৮ রান। আন্দ্রে রাসেল ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪৯ রান করে অপ൲রাজিত থাকেন 💯দ্রে রাস। নারিন ২ বলে ১ রান করেন।
বিলিংস আউট
১৮.৫ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন স্যাম বিলিংস। ৩টি চার ও ১টি ছক🍃্কার সাহায্যে ২৯ বলে ৩৪ রান করে মাঠ ছাড়েন বিলিংস। কলকাতা ১৫৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন সুনীল নারিন। রাসেল ৩০ রানে ব্যাট করছেন।
১৫০ টপকাল কলকাতা
১৮ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ৫ উইকেটে ১৫১ 🐟রান। বিলিংস ৩৪ ও রাসেল ২৭ রান কর♑েছেন।
১৭ ওভার শেষে কলকাতার সংগ্রহ ৫ উইকেটে ১৪২
১🍸৭ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ৫ উইকেটে ১৪২ রান। ২৩ বলে ২৭ রা𒈔ন করেছেন বিলিংস। রাসেল ১৮ বলে ২৬ রান করে অপরাজিত রয়েছেন।
১৫ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১১৯
১৫ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৫ উইকেটে ১১৯ রান। রাসেল ১টি চার ও ১টি ছক্কার স༺াহায্যে ১২ বলে ১৬ রান করেছেন। বিলিংস ১৭ বলে ১৫ রান সংগꦚ্রহ করেছেন।
রিঙ্কু আউট
১১.৩ ওভারে টি নটর😼াজনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রিঙ্কু সিং। ৬ বলে ৫ রান করেন তিনি। কলকাতা ৯৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ১২ ওভারে কলকাতার স্কোর ৫ উইকেটে ৯৬ রান।
শ্রেয়স আইয়ার আউট
নিজের প্রথম ওভারে উমরান নীতিশ রানা ও অজিঙ্কা রাহানের উইকেট তুলে নেন। দ্বিতীয় ওভারে বল করতে এসে উমরান ফিরিয়ে দেন নাইট দলনায়ক শ্রেয়স আইয়ারকে, যিনি কেরিয়ারের ১০০তম আইপিএল ম্যাচ খেলতে নেমেছেন। ৯.৬ ওভারে ত্রিপাঠীর হাতে ধরা পড়েন শ্রেয়স। ২টি বাউন্ডারির সাহায্যে ৯ ব🎃লে ১৫ রান করেন তিনি। কলকাতা ৮৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রিঙ্কু সিং।
রাহানে আউট
৭.৬ ওভারে উমরানের বলে শশাঙ্ক꧒ের হাতে ধরা পড়েন রাহানে। নিজের প্রথম ওভারেই ২টি উইকেট নেন উমরান। রাহানে ৩টি ছক্কার সাহা🐠য্যে ২৪ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন। কলকাতা ৭২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন স্যাম বিলিংস।
নীতিশ রানা আউট
ইনিংসের অষ্টম ওভারে প্রথমবার বল করতে আসেন উমরান মালিক। তৃতীয় বলেই তিনি নীতিশ রানার উইকেট তুলে নেন। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৬ বলে ২৬ রান করে শশাঙ্ক সিংয়ের হাতে ধরা পড়েন রানা। কলকাতা ৬৫ 𝓡রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তিনি মাঠে নেমেই চার মারেন।
৫০ টপকাল কলকাতা
পাওয়ার প্লে-র ৬ ওভারে কলকাতা নাইট রাইডার্স ১ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করেছে। ১৭ বলে ২০ রান করেছেন রাহানে। তিনি ২টি ছক্কা মেরেছেন। ১৩ বলে ২৪ রান করেছেন রা🧜না। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।
নটরাজনের ওভারে ১৮ রান তোলে কলকাতা
টি নটরাজনের ওভারে নীতিশ রানা ২টি ছক🌞্কা ও ১টি চার মার༒েন। ওভারে মোট ১৮ রান ওঠে। ৫ ওভার শেষে কলকাতার সংগ্রহ ১ উইকেটে ৩৮ রান।
৪ ওভারে কলকাতার সংগ্রহ ১ উইকেটে ২০
৪ ওভার শেষে কলকাতার সংগ্রহ ১ উ🌼ইকেটে ২০ রান। ১২ বলে ৯ রান করেছেন অজিঙ্কা রাহানে। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি রানা।
বেঙ্কটেশ আউট
১.৬ ওভারে মারকো জানসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বেঙ্কটেশ আইয়ার। ১টি বাউন🍌্ডারির সাহায্যে ৬ বলে ৭ রান করেন আইয়ার। কলকাতা ১৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন নীতিশ রানা।
ম্যাচ শুরু
কলকাতার হয়ে ওপেন করতে নামেন বেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্কা র🦂াহানে। হায়দরাবাদের হয়ে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন বেঙ্কটেশ। প্রথম ওভারে ৯ রান ওঠে। ১টি চার মারেন বেঙ্কটেশ।
হায়দরাবাদের প্লেয়িং ইলেভেন
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), রাহুল ত্রিপাঠী, এডেন মার্করাম, নিকোলাস ⭕পুরান (উইকেটকিপার), শশাঙ্ক সিং, ওয়াশিংটন 💮সুন্দর, মারকো জানসেন, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।
কেকেআরের প্রথম একাদশ
অজিঙ্কা রাহানে, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রান𝔉া, রিঙ্কু সিং, স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি ও বরুণ চক্রবর্তী।
দলে একজোড়া বদল কলকাতার
প্যাট কামিন্স ছিটকে গিয়েছেন। তাঁর বদলে কলকাতার প্লেয়িং ইলেভেনে ফিরে আসেন উমেশ যাদব। শেলডন জ্যাকসনকে 🐈বসিয়ে কেকেআর মাঠে নামায় স্যাম বিলিংসকে।
টস জিতল কলকাতা
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ট♏স জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে নাইট দলনায়ক শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
প্রথম লেগের ফলাফল
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্র🌜থম লেগের ম্যাচে সানরা♚ইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে কেকেআর ৮ উইকেটে ১৭৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ৩ উইকেটে ১৭৬ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩৭ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন রাহুল ত্রিপাঠী।
কেকেআরের এপর্যন্ত আইপিএল ২০২২ অভিযান
১. চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দেয়।
২. আরসিবির কাছে ৩ উইকেটে হেরে যায়।
৩. পঞ্জাব কিংসকে ৬ উইকেটে পরাজিত করে।
৪. মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে দেয়।
৫. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪৪ রানে হার মানে।
৬. সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
৭. রাজস্থান রয়্যালসের কাছে ৭ রানে হেরে যায়।
৮. গুজরাট টাইটানসের কাছে ৮ রানে হার মানে।
৯. দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে পরাজিত হয়।
১০. রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে পরাজিত করে।
১১. লখনউ সুপার জায়ান্টসের কাছে ৭৫ রানে হেরে যায়।
১২. মুম্বই ইন্ডিয়ান্সকে ৫২ রানে হারিয়ে দেয়।
হারলে কলকাতার বিদায় নিশ্চিত
১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। সুতরাং শেষ ২টি ম্যাচ জিতলℱে শ্রেয়স আইয়াররা পৌঁছবেন ১৪ পয়েন্টে। ইতিমধ্যেই ৪টি দল ১৪ পয়েন্টের গণ্ডি ছুঁয়েছে বা পার করেছে। সুতরাং হায়দরাবাদের বিরুদ্ধে হারলে কলকাতার পক্ষে ১৪ পয়েন্টে পৌঁছনোও সম্ভব হবে না। সেক্ষেত্রে লিগের ১ ম্যাচ বাকি থাকতেই কেকেআরের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।