কলকাতায় এসে বাঙালি খাবারের প্রেমে পড়েনি এমনটা বোধহয় খুবই কম মানুষ রয়েছে। তাও যদি কলকাতায় এসে দীর্ঘদিন সেখানে থাকে, তাহলে তো কোনও কথাই নেই। বাঙালি খাবারের প্রেমে পড়তে বাধ্য। আইপিএল খেলতে এসে বাঙালি খ🐟াবারের প্রেমে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের এক ক্রিকেটার। তাহলে মাথায় প্রশ্ন আসতেই পারে কোন সেই ক্রিকেটার যিনি বাঙালি খাবারের প্রেমে পড়েছেন? তিনি কেকেআর দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার বরুণ চক্রবর্তী।
দক্ষিণ ভারতের এই ক্রিকেটারের মনে ধরেছে লুচি আর ঘুগনি। তিনি যখন কলকাতায় আসেন তখনই লুচি আর ঘুগনির খোঁজ করেন। সোমবার ঘরের মাঠে পঞ্জাব💧 কিংসের বিরুদ্ধে নামার আগে বাঙালি খাবারের প্রেমের কথা জানান নাইট অলরাউন্ডার। বরুণ বলেন, 'কলকাতাকে যত দেখি ততই ভালো লাগে। আমি এখানকার লুচি আর ঘুগনি পছন্দ করি। আমি চেন্নাইয়ের ছেলে তাই আগে কখনও লুচি খাইনি। সুযোগ পেলেই লুচি আর ঘুগনি খাই।'
শুধু কলকাতার খাবারের প্রেমে পড়েননি তিনি। পাশাপাশি তিনি কলকাতায় সমর্থকদেরও প্রেমে পড়েছেন। দক্ষিণ ভারতীয় এই ক্রিকেটার বলেন, 'ইডেন গার♏্ডেন্সে সমর্থকদের ভিড় দেখে আমি সত্যি অবাক। আমি এর আগেও আমার সতীর্থদের কাছ থেকে ইডেনে ভিড়ের কথা শুনেছি। এমন উন্মাদনা পৃথিবীর আর কোনও স্টেডিয়ামে দেখা যায় না। এটা একমাত্র কলকাতাতেই সম্ভব।'
এবারের আইপিলে ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ উপস্থিত ছিলেন কেকেআর দলের কর্ণধার শাহরুখ খান। শুধুমাত্র সেই ম্যাচেই বলিউড বাদশাকে দেখা গিয়েছে। কি💧ন্তু আর কোনও ম্যাচেই তিনি আসেননি। শাহরুখকে মাঠে দেখতে পেলে যে দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস যে অনেকটাই বেড়ে যায় তা বলার অপেক্ষা রাখে না। সেই প্রসঙ্গে বরুণ বলেন, 'গ্যালারিতে শাহরুখ খানের উপস্থিতি একটি অতিরিক্ত অনুপ্রেরণা। আমি খেলার সময় মাঝে মধ্যেই গ্যালারিতে শাহরুখকে দেখার চেষ্টা করি। তাঁকে দেখলে আমরাও উত্তেজি♊ত হই। সেখানে শাহরুখ খানের মতো সুপারস্টার থাকলে আরও ভালো পারফরম্যান্স করার খিদে বেড়ে যায়।'
এবারের আইপিএলে সবাইকে চমকে দিয়েছেন কেকেআরের অনামী প্লেয়ার সুয়াশ শর্মা। বল হাতে নজর কেড়েছেন তিনি। কিন্তু গত কয়েক ম্যাꦆচে সেই ভাবে ফর্মে নেই তিনি। এবার সুয়াশের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বরুণ। নাইট অলরাউন্ডার বলেন, 'সুয়াশ তরুণ ক্রিকেটার। বেশি বয়সও নয়। ওর মনে সব সময় কোনও না কোনও প্রশ্ন থাকে। কোনও কিছু শেখার আগ্রহ রয়েছে ওর। আগামী দিনে বড় ক্রিকেটার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ওর। এটা শুধু আমি একা নয়, সুনীলও আমার সঙ্গে একমত হবে। আমি যতটা সম্ভব ওকে সাহায্য় করার চেষ্টা করব।' সেই সঙ্গে অনুকুল রায়কে নিয়ে বরুণ বলেন, 'কেকেআরের সঙ্গে থাকতে থাকতে সুয়াশ, সুনীল এবং আমি ভালো বন্ধু হয়ে গিয়েছি। কিন্তু অনুকুল রায়কে ভুলে গেলে চলবে না। ও খুব ভালো একজন ক্রিকেটার হয়ে ওঠার ক্ষমতা রাখে।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।