ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর ১৬তম আসর অর্থাৎ আইপিএল ২০২৩-এর ৪৩ তম ম্যাচে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ঝামেলা দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। এর পরে শাস্তির মুখেও পড়েছিলেন তিনি। এই ঘটনা নিয়ে অনেকে🃏ই নানা মন্তব্য করেছেন। প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটার এবং মিস্টার আইপিএল নামে পরিচিত সুরেশ রায়নাকে💜 চলতি মরশুমে একজন ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে। লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচের পরেই এই ঘটনা নিয়ে মুখ খুলছেন রায়না।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এই ম্যাচ চলাকালীন, বিরাট কোহলি এবং লখনউ-এর তরুণ ক্রিকেটার নবীন-উ🃏ল-হকের মধ্যে ঝগড়া হয়েছিল, যা ম্যাচের পরে বেড়ে যায়। এই লড়াইয়ে যোগ দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরও। তবে ম্যাচের পর বিরাট কোহলি ও এলএসজি অধিনায়ক কেএল রাহুলের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। দুজনের মধ্যে কথোপ🔯কথন কী হতে পারে তা বুঝিয়ে দিলেন সুরেশ রায়না।
আরও পড়ুন… এশিয়া কাপে খেলার সুযোগ 🎶পেল নেপাল, সাম✃নে থাকবে ভারত ও পাকিস্তান
ম্যাচের পর বিরাট কোহলি এবং কেএল𝓡 রাহুলের ম🎀ধ্যে যে কথোপকথন চলছিল তা দেখে যখন সুরেশ রায়নাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দুজনের মধ্যে কী কথা হতে পারে? রায়না তখন বলেছিলেন, ‘আমার মনে হয় তারা অবশ্যই কথা বলছে যে আমি কিছুই করিনি, বিরাট কোহলিও হয়তো একই কথা বলছেন। এখন নবীন-উল-হক গেলেন এবং তিনি বিরাটের সঙ্গে আর দেখা করেননি। আমি মনে করি, ম্যাচ রেফারি আজ তাদের অবশ্যই ডাকবেন। বিরাট কোহলি অবশ্যই কেএল রাহুলকে এটা বলছেন যে, আমি এমন কিছুই করিনি, আমি এমন কিছু করি না, এটা আমার দ্বারা শুধু হযে যায়। কারণ এটাই বিরাটের উদ্যম। আজ যেভাবে সবটা ঘটেছে তাতে আমি মনে করছি যে ম্যাচের আম্পায়ার তাদর ডাকবেন কারণ এটাই হওয়া উচিত, কারণ আপনি খেলাটি উপভোগ করেন।’
আরও পড়ুন… শোনার ক্ষমতা না থাকলে বলতে এস না- ড্রেসিংরুমে গিয়ে বললেন কোহলি🐼, ইনস্টায় দিলেন রহস্যময় বার্তা
ম্যাচ চলাকালীন বিরাট কোহলি এবং নবীন-উল-হকের মধ্যে ঝামেলা হয♎়েছিল, যা ম্যাচের পরে বাড়তে থাকে। এর পর এলএসজি মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গেও ঝগড়া হয়েছিল বিরাট কোহলির। ম্যাচের পর এলএসজি অধিনায়ক কেএল রাহুল এবং বিরাট কোহলির মধ্যে দীর্ঘ কথোপকথন দেখা গেছে। এই সময় বিরাট নবীন-উল-হককেও ডাকেন, কিন্ত🎉ু তিনি এগিয়ে যান। বিসিসিআই বিরাট এবং গম্ভীরকে তাদের ম্যাচ ফি এর ১০০ শতাংশ জরিমানা করেছে, যেখানে নবীন-উল-হককে তাঁর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT 🌌App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।