আইপিএলের ৫৭তম ম্যাচে ক্রিকেট ভক্তরা টি-টোয়েন্টিতে সেরা খেলা দেখার সুযোগ পেয়েছেন। এই ম্যাচে শুধু সূর্যকুমার যাদবের বিস্ফোরক ইনিংসই নয়, রশিদ খানের ঝড়ও দেখা গিয়েছে। ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট দল মাত্র ৫৫ রানের মধ্যে ৫ উꦗইকেট হারিয়ে বসেছিল। আর ১০৩ রানে ৮ উইকে। কিন্তু নবম উইকেটে আলজারি জোসেফের সঙ্গে অপরাজিত ৮৮ রানের জুটি গড়েন রশিদ।
রশিদ খান ৩২ বলে তিনটি চার এবং ১০টি ছক্কা🔴র সাহায্য অপরাজিত ৭৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। তার আগে বল হাতে চার উইকেটও নেন। তবু ট্র্যাজিক কর্ণ হয়েই তাঁকে থাকতে হয়। শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি রশিদ। গুজরাট নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯১ রান করে। মুম্বই ম্যাচটি ২৭ রানে জিতে নেয়।
এর আগে, সূর্যকুমারের ৪৯ বলে ১০৩ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে মুম্বই প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করেছিল। শেষ বলে ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূরণ করেন স♏ূর্য।
ম্যাচ হারলেও রশিদ খানকে প্রশংসায় ভরিয়ে দেন গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তিনি বলেন, ‘মনে হচ্ছিল আমাদের দল থেকে শুধু ও (রশিদ) একাই খেলতে এসেছে। ও যে ভাবে ব্যাটিং🔯 করেছে, যে ভাবে বোলিং করেছে, সেটা ছিল অসাধারণ। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। বোলিংয়েও আহামরি কিছু করতে পারেনি। পরিকল্পনাটাই পরিষ্কার ছিল না বা সেটা কার্যকর করতে পারিনি। উইকেট খুব ফ্ল্যাট ছিল কিন্তু আমার মনে হয়েছিল, আমরা ২💯৫ রান অতিরিক্ত দিয়েছি।’
আরও পড়ুন: এক দশꦅকের প্রতীক্ষার অবসান, ১৩ღ৪ ম্যাচ পরে IPL-এ প্রথম শতরান, সূর্য ভাঙলেন সচিনের নজির
পাশাপাশি সূর্যকুমারেরও প্রশংসা করেন হার্দিক। তিনি দাবি করেন, টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান সূর্যই। হার্দিক বলেন, ‘ও (সূর্য) টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। যা পরিকল্পনা করা হয়, তার বাস্তবায়ন না হলে, কী ঘটতে পারে দেখেছেন। আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, একজন বোলার হিসেবে পুরো প্ল্যানটা পরিষ্কার থাকবে। আমি শুধুমাত্র ফিল্ড সেট করতে পারি। পাঁচ উইকেট হারিয়ে শেষ ১০ ওভারে ১২৯ রান করে মুম্বই। পরিকল্পনাকে বাস🍃্তবায়নের অভাব ছিল। এর মূল্য আমাদের দিতে হয়ে🌠ছে।’
ম্যাচ হারলেও টাইটান্স ১২ ম্যাচ🍸ে ১৬ পয়েন্ট নিয়ে টেবলের শীর্ষেই থেকে গেল꧅। আর মুম্বই ইন্ডিয়ান্স ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে থেকে প্লে-অফে যাওয়ার রাস্তা মজবুত করে ফেলল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।