রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জোড়া হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। তবে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্টের খাতা খোলে তারা। এবার ঘরের মাঠে রোহিত শর্মাদের প্রতিপক্ষ ছিল কেকেআর, যারা নিজেদের প্রথম ৪টি ম্যাচের ২টিতে জয় তুলে নেয় এবং হারে ২টি ম্যাচ। কলকাতা নাইট রাইডার্স পরাজিত হয় পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে। তারা হারিয়ে দেয় রয়্যাল🌊 চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটানসকে। যদিও ওয়াংখেড়ের মহারণে কেকেআরকে টেক্কা দেয় মুম্বই।
ম্যাচের সেরা বেঙ্কটেশ
কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হারলেও দুর্দান্ত শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বেঙ্কটেশ আইয়ার। তিনি ৬টি চার ও ৯টি 🐲ছক্কার সাহায্যে ৫১ বলে ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন।
৫ উইকেটে জয় মুম্বইয়ের
কলকাতা নাইট রাইডার্সের ৬ উইকেটে ১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৬ রান তুলে নেয়। ১৪ বল বাকি থাকতে ৫ উইকেটে 🌌ম্যা💎চ জেতে মুম্বই। টিম ডেভিড ১৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেম। ক্যামেরন গ্রিন ১ বলে ১ রান করেন।
নেহাল ওয়াধেরা আউট
১৭.২ ওভারে লকি ফার্গুসনের বলে রহমানউল্লাহর দস্তানায় ধরা পড়েন নেহাল ওয়াধেরা। ৪ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। মুম্বই ১৮৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ⛎ক্যামেরন গ্রিন।
সূর্যকুমার যাদব আউট
১৬.৩ ওভারে শার্দুল ঠাকুরের বলে রহমানউল্লাহর দস্তানায় ধরা পড়েন সূর্যকুমার যাদব। ২৫ বলে ৪৩ রান করেন তিনি। মারেন🍸 ৪টি চার ও ৩টি ছক্কা। মুম্বই ১৭৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নেহাল ওয়াধেরা। ১৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪ উইকেটে ১৮০ রান। জিততে ৩ ওভারে ৬ রান দরকার তাদের। ডেভিড ২৩ রানে ব্যাট করছেন।
৪ ওভারে ১৫ রান দরকার মুম্বইয়ের
১৬ ওভার শ🍃েষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১৭১ রান। সুতরাং, জিততে শেষ ৪ ওভারে মাত্র ১৫ রান দরকার তাদের। সূর্যকুমার ৪৩ রানে ব্যাট করছেন। নারিন ৩ ওভারে ৪১ রান খরচ করেছেন। ক𒊎োনও উইকেট পাননি তিনি।
৫ ওভারে ২৩ রান দরকার মুম্বইয়ের
১৫তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ২টি ছক্কা মারেন টিম ডেভিড। ওভারে মোট ১৫ রান ওঠে। ১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ꦉান্সের স্কোর ৩ উইকেটে ১৬৩ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ২৩ রান। সূর্যকুমার ৩৭ ও ডেভিড ১৫ রানে ব্যাট করছেন। বরুণ ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
তিলক বর্মা আউট
১৩.৫ ওভারে সুয়াশ শর্মার বলে বোল্ড হয়ে সাজঘ𝕴রে ফেরেন তিলক বর্মা। ২৫ বলে ৩০ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ১৪৭ রানে ৩ উইকেট হারায় মুম্বই। ব্যাট করতে নামেন টিম ডেভিড। ১৪ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১৪৮ রান। জিততে শেষ༺ ৬ ওভারে তাদের দরকার ৩৮ রান। সুয়াশ ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
রাসেলের ওভারে ১৭ রান
১৩তম ওভারে আন্দ্রে 🌳রাসেলের বলে ১টি চার মারেন তিলক বর্মা। ১টি ছয় ও ১টি চার মারেন༺ সূর্যকুমার যাদব। ওভারে ১৭ রান ওঠে। ১৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১৪৭ রান। সূর্যকুমার ৩৭ ও তিলক ৩০ রানে ব্যাট করছেন।
৮ ওভারে ৫৬ রান দরকার মুম্বইয়ের
১২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১৩০ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ৮ ওভারে তাদের দরকার ৫৬ রান। সূর্য ২৭ ও তি𓆉লক ২৩ রানে ব্যাট করছেন। বরুণ ৩ ওভারে ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ফার্গুসনের ওভারে জোড়া ছক্কা সূর্যকুমারের
১১তম ওভারে প্রথমবার বল করতে আসেন লকি ফার্গুসন। ওভারের শেষ ২টি বলে জোড়া ছক্কা মা🍃রেন সূর্যকুমার যাদব। ওভারে ১৩ রান ওঠে। ১১ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২ উইকেটে ১২৩ রান❀। সূর্যকুমার ২৬ ও তিলক ১৭ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল মুম্বই
দশম ওভারে সুনীল নারিনের বলে ১টি ছক্কা মারেন তিলক বর্মা। ওভারে ১১ রান ওঠে। ১০ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১১০ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে ৭৬ রান দরকার তাদের। তিলক ১৬ღ ও সূর্যকুমার ১৪ রানে ব্যাট করছেন।
সুয়াশের ওভারে ৯ রান
নবম ওভারে সুয়াশ শর্মার বলে ৯ রান ওঠে। ১টি করে চার মারেন সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। ৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৯৯ রান। সূর্যকুমার ১১ ও তিলক ৮ রানে ব্যা☂ট করছেন।
ইশান কিষাণ আউট
৭.৩ ওভারে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইশান কিষাণ। ২৫ বলে ৫৮ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ৫টি ছক্কা। মুম্বই ইন্ড𒁃িয়ান্স ৮৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলক বর্মা। ৮ ওভার শেষে ২ উ🐷ইকেটের বিনিময়ে ৯০ রান তুলেছে মুম্বই।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি ইশান কিষাণের
৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে মাত্র ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ইশান কিষাণ। ৭ ওভার শেষে মুম𒁏্বই ইন্ডিয়ান্সের স্কোর ১ উইকেটে ৮১ রাꦰন। ইশান ৫২ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ট ওভারে বল করতে আসেন বরুণ চক্রবর্তী। ১টি চার মারেন সূর্যকুমার যাদব। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষ♑ে মুম্বই ইন্ডဣিয়ান্সের স্কোর ১ উইকেটে ৭২ রান। ইশান ৪৫ ও সূর্যকুমার ৫ রানে ব্যাট করছেন।
রোহিত শর্মা আউট
৪.৫ ওভারে সুয়াশ শর্মার বলে উমেশ যাদবের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১৩ বলে ২০ রান করেন হিটম্যান। মারেন ১𓄧টি চার ও ২টি ছক্কা। মুম্বই ৬৫ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব।
৫০ টপকাল মুম্বই
চতুর্থ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। সুনীল 🌺নারিনের বলে ১টি চার মারেন রোহিত। ১টি চার ও ২টি ছক্কা মারেন ইশান কিষাণ। ওভ🐼ারে মোট ২২ রান ওঠে। ৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ৫৭ রান। ইশান ১৫ বলে ৪২ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ৪টি ছক্কা। রোহিত ৯ বলে ১৩ রান করেছেন। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা।
উমেশের ওভারে ১৭ রান
তৃতীয় ওভারে উমেশ যাদবের বলে ১টি ছক্কা মারেন রোহিত। ১টি ছক্কা ও ১টি চার মারেন ইশান কিষাণ। ওভারে মোট ১৭ রান ওঠে। ৩ ওভার শেষে মুম্বইয়ে🌸র স্কোর বিনা উইকেটে ৩৫ রান। ১০ বলে ২৬ রান করেছেন ইশান কিষাণ। ৯ রানে ব্যাট করছেন রোহিত।
শার্দুলের ওভারে ১৬ রান
দ্বিতীয় ওভারে শার্দুল ঠাকুরের বলে ২টি চার ও ১টি 🐽ছক্কা মারেন ইশান কিষাণ। ওভারে মোট ১৬ রান ওঠে। ২ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সে♔র স্কোর বিনা উইকেটে ১৮ রান।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ওপেনে রোহিত
ইশান কিষাণের সঙ্গে ওপেন করতে নামেন রোহিত শর্মা। হিটম্য়ান ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন। কেকেআর বেঙ্কটেশ আইয়ারকে বসিয়ে মাঠে নামায় সুয়াশ শর্মাকে। কেকেআরের হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব। প্রথম ওভারে ২ রান সংগ্রহ করে꧙ মুম্বই।
মুম্বইকে চ্যালেঞ্জিং টার্গেট দিল কলকাতা
নির্ধারিত ২০ ওভারে কেকেআর ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য মুম্বইয়ের দরকার ১৮৬ রান। আনℱ্দ্রে রাসেল ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। তি✨নি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। নারিন করেন ২ বলে ২ রান। মেরেডিথ ৪ ওভারে ৪০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।
রিঙ্কু সিং আউট
১৯তম ওভারে জানসেনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রাসেল। ১৮.৫ ওভারে জানসেনের বলে ওয়াধেরার হাতে ধরা পড়েন রিঙ্কু সিং। ১৮ বলে ১৮ রান করেন তিনি। মারেন ২টি চার। কেকেআর ১৭২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুনীল নারিন। ১৯ ওভার শেষে কলকাতার স্কোর ৬ উই💫তেটে ১৭৫ রান। রাসেল ১২ রানে ব্যাট করছেন। জানসেন ৪ ওভারে ৫৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
বেঙ্কটেশ আইয়ার আউট
১৭.২ ওভারে মেরেডিথের বলে জানসেনের হাতে ধরা পড়ে🀅ন বেঙ্কটেশ আইয়ার। ৫১ বলে ১০৪ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ৯টি ছক্কা। কলকাতা ১৫৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আন্দ্রে রাসেল। ১৮ ওভার শেষে কলকাতার স্কোর ৫ উইকেটে ১৬০ রান।
দাপুটে শতরান বেঙ্কটেশ আইয়ারের
৫টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন বেঙ্কটেশ আইয়ার। ১৭ ওভার ♊শেষে কলকাতার স্কোর ৪ উইকেটে ১৫৫ রান। বেঙ্কটেশ ১০০ ও রিঙ্কু সিং ১৮ রানে ব্যাট করছেন। জানসেন ৩ ওভারে ৩৮ রান খরচ করেছেন।
চাওলার বোলিং কোটা শেষ
১৬তম ওভারে ৬ রান খরচ করেন চাওলা। তিনি ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। কেকেআরের স্কোর ৪ উইক𝔉েটে ১৪৬ রান। বেঙ্কটেশ ৯৮ꦆ রানে ব্যাট করছেন।
হৃত্বিকের বোলিং কোটা শেষ
১৫ ওভার শেষে কেকেআরের স্কোর ৪ উ🌱ইকেটে ১৪০ রান। বেঙ্কটেশ ৯৭ ও রিঙ্কু ৬ রানে ব্যাট করছেন। হৃত্বিক ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
শতরানের দোরগোড়ায় বেঙ্কটেশ
১৪ ওভার শেষে ক🌊লকাতার স্কোর ৪ উইকেটে ১৩৫ রান। বেঙ্কটেশ আইয়ার ৪৩ বলে ৯৫ রান করেছেন। তিনি ৫টি চার ও ৯টি ছক্কা মেরেছেন। ৩ রানে ব্যাট করছেন রিঙ্কু।
জীবনদান বেঙ্কটেশের, শার্দুল ঠাকুর আউট
১২.২ ওভারে হৃত্বিক শোকিনের বলে ꦫবেঙ্কটেশ আইয়ারের তুলনায় কঠিন ক্যাচের সুযোগ হাতছাড়া করেন তিলক বর্মা। তবে ১২.৫ ওভারে হৃত্বিকের বলে শার্দুলের ক্যাচ ধরেন তিলক। ১১ বলে ১৩ রান করেন ঠাকুর। তিনি ১ট🔴ি চার মারেন। কলকাতা ১২৩ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রিঙ্কু সিং।
জানসেনের ওভারে ১৩ রান
১২তম ওভারে দুয়ান জানসেনের বলে ১টি ছক্কা মারেন বেঙ্কটেশ। ১টি চার মারেন শার্দ♊ু𒆙ল। ওভারে মোট ১৩ রান ওঠে। ১২ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ১১৭ রান। বেঙ্কটেশ ৮৩ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল কেকেআর
১১তম ওভারে রিলি মেরেডিথের ওভারে জোড়া ছক্কা মারেন ব𓂃েঙ্কটেশ আইয়ার। ওভারে মোট ১৪ রান ওঠে। ১১ ওভার শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ১০৪ রান। আইয়ার ৩৪ বলে ৭৬ রান করেছেন। তিনি ৫টি চার ও ৭টি ছক্কা মেরেছেন।
চাওলার ওভারে ৬ রান
দশম ওভারে পীযূশ চাওলার বলে মাত্র ৬ রান সংগ্রহ 🍒করে কেকেআর। অর্ধেক ইনিংস শেষে কলকাতার স্কোর ৩ উইকেটে ৯০ রান। আইয়ার ৬৩ রান করেছেন। চাওলা ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি বেঙ্কটেশ আইয়ারের
৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ꧋বেঙ্কটেশ আইয়ার। ৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ৮৪ রান। বেঙ্কটেশ ৫৯ রানে ব্যাট করছেন।
নীতিশ রানা আউট
৮.১ ওভারে হৃত্বিক শোকিনের বলে পরিবর্ত ফিল্ডার রমনদীপ সিংয়ের হাতে ধরা পড়েন নীতিশ রানা। ১০ বলে ৫ রান করে মাঠ ছাড়েন কেকেআর দলনায়ক। কলকাতা ৭৩ 💮রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শার্দুল ঠাকুর। প্রথম 𝕴বলেই তাঁকে স্টাম্প-আউটের সহজ সুযোগ হাতছাড়া করেন ইশান কিষাণ।
কৃপণ বোলিং চাওলার
অষ্টম ওভারে পীযূশ চাওলা মোটে ৫ রান খরচ করেন। ৮ ওভার শেষে কলকাতার সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান। চাওলা ২ ওভা💫রে মাত্র ৭ রান খরচ করেছেন।
হৃত্বিকের ওভারে জোড়া বাউন্ডারি বেঙ্কটেশের
সপ্তম ওভারে ൩হৃত্বিক শোকিনের বলে জোড়া বাউন্ডারি মারেন বেঙ্কটেশ আইয়ার। ওভারে ১১ রান ওঠে। ৭ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৬৮ রান। বেঙ্কটেশ ৪৮ রানে ব্যাট করছেন।
রহমানউল্লাহ গুরবাজ আউট
ষষ্ঠ ওভারে প্রথমবার বল করতে আসেন পীযূশ চাওলা। ৫.৩ ওভারে চাওলার বলে জানসেনের হাতে ধরা পড়েন রহমানউল্লাহ গুরবাজ। ১২ বলে ৮ রান করেন তিনি। কেকেআর ৫৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নীতিশ রানা। চাওলা নিডের প্রথম ওভারে ২ রান খরচ করে ১টি উইকেট দখল করে𝄹ন। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে কলকাতার স্কোর ২ উইকেটে ৫৭ রান।
৫০ টপকাল কেকেআর
পঞ্চম ওভারে দুয়ান জানসেনের বলে জোড়া ছক্কা মারেনཧ বেঙ্কটেশ আইয়ার। ওভারে ১৬ রান ওঠে। ৫ ওভার শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ৫৫ রান। ১৫ বলে ৩৮ রান করেছ🌳েন বেঙ্কটেশ।
গ্রিনের ওভারে ১৪ রান
চতুর্👍থ ওভারে ক্যামেরন গ্রিনের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন বেঙ্কটেশ আইয়ার। ওভারে মোট ১৪ রান ওঠে। ৪ ওভার শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ৩৯ রান। আইয়ার ১১ বলে ২৪ রান করেছেন। মেরেছেন ২টি চার ও ২টি ছক্কা। ৮ বলে ৬ রান করেছেন রহমানউল্লাহ। গ্রিন ২🌠 ওভারে ২০ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন।
অর্জুনের ওভারে চার-ছক্কা বেঙ্কটেশের
তৃতীয় ওভারে অর্জুন তেন্ডুলকরের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন বেঙ্কটেশ আইয়ার। ওভারে মোট ১৩༺ রান ওঠে। ৩ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ২৫ রান। বেঙ্কটেশ ১৩ রানে ব্যাট করছেন। অর্জুন ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
নারায়ন জগদীশান আউট
১.৫ ওভার𒁃ে ক্যামেরন গ্রিনের বলে হৃত্বিক শোকিনের হাতে ধরা পড়েন নারায়ন জগদীশান। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। কেকেআর✨ ১১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেঙ্কটেশ আইয়ার। ২ ওভার শেষে কলকাতার স্কোর ১ উইকেটে ১২ রান।
ম্যাচের প্রথম ওভারেই বোলিং আক্রমণে অর্জুন
নারায়ন জগদীশানকে সঙ্গে নিয়ে ও𓂃পেন করতে নামেন রহমানউল্লাহ গুরবাজ। বোলিং শুরু করেন অর্জুন তেন্ডুলকর। দ্বিতীয় বলে ২ রান নিয়ে খাতা খোলেন রহমানউল্লাহ। প্রথম ওভারে কেকেআর ৫ রান সংগ্রহ করে।
দু'দলের পরিবর্ত ক্রিকেটার
মুম্বই- রোহিত শর্মা, রমনদীপ সিং, আর্শাদ খান, বিষ্ণু বিনোদ ও কুমার কার্তিকেয়া।কলকাতা- সুয়াশ শর্মা, ডেভ▨িড ওয়াইজ, অনুকূল রায়, মনদীপ সিং ও বৈভব আরোরা।
কেকেআরের প্রথম একাদশ
রহমানউল্লাহ ♓গুরবাজ (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, নারায়ন জগদীশান, নীতিশ রানা (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন ও 𝐆বরুণ চক্রবর্তী।
মুম্বইয়ের প্রথম একাদশ
ক্যামেরন গ্রিন, ইশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, অর্জুন তেন্ডুল🅠কর, হৃত্বিক শোকিন, পীযূশ চাওলা, দুয়ান জানসেন ও রিলি 🐠মেরেডিথ।
আইপিএল অভিষেক অর্জুন তেন্ডুলকরের
প্রত𝓡্যাশা মতোই কেকেআরের বিরুদ্ধে আইপিএল অভিষেক হয় অর্জুন🔯 তেন্ডুলকরের। আন্দ্রে রাসেলের চোট গুরুতর নয়। তিনি নাইট সমর্থকদের অশ্বস্ত করে এই ম্যাচেও মাঠে নামছেন। মুম্বই জার্সিতে আইপিএল অভিষেক হচ্ছে দুয়ান জানসেনেরও।
টস জিতল মুম্বই
কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠে টস জিতল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে সূর্যকুমার যাদব শুরুতে ব্য়াট করার আমন্ত্রণ জানান কেকেআরকে। যদিও নাইট অধিনায়র নীতিশ রানা জানান যে, তিনি টস জিতলে শুরুতে ব্যাট করারই সিদ্ধান্ত নিতেন। সেদিক থেকে টসের ফলাফলে খুশি উভয় শিবির। সুতরাং ওয়াংখেড়েতে൲ রান তাড়া করবে মুম্বই ইন্ডিয়ান্স। উল্লেখ্য, টসের সময় মাঠে উপস্থিত ছিলেন হরমনপ্রীত কউর। মুম্বই এই ম্যাচে তাদের মেয়েদের দলের বিশেষ জার্সি পরে মাঠে নামছে।
মুম্বইয়ের নেতৃত্বে সূর্যকুমার
রোহিত শর্মার পেটখারাপ। তিনি কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদশে নেই। যদিও ইমপ্যাক্ট পরিবর্তের তালিকায় নাম রয়েছে হিটম্যানের। রোহিতের বদলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে নামেন সূর্যকুমার যাদব। সূর্যকুমারই টসের পরে রোহিতের পেটের সমস্যার ক🍌থা জানান।
আইপিএল অভিষেক হতে পারে অর্জুন তেন্ডুলকরের
ম্যাচের আগে বোলিং রান-আপ মার্ক করতে দেখা যায় অর্জুন তেন্ডুলকরকে। সুতরাং, কেকেআরের বিরুদ্ধে তাঁর আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। ম্যাচের আগে সচিন তেন্ডুলকরের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করতে দেখা যায় অর্জুনকে। গ্যালারিতে দেখা যায় সারা তেন্ডুলকরকে। সুতরাং, অর্জুনের 🌼দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে রবিবার।
জয়ে ফেরার চ্যালেঞ্জ নাইটদের
পঞ্জাবের কাছে হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করলেও কেকেআর পরবর্তী ২টি ম্যাচে জয় তুলে নেয় আরসিবি ও গুজরাট টাইটানসের বিরুদ্ধে। যদিও ঘরের মাঠღে শেষ ম্যাচে নাইটদের হারতে হয় সানরাইজার্স হায়দরাবাদের কাছে। এবার পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ে ফেরার লড়াই কলকাতার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।