রাজেশ বর্মা হলেনমুম্বই ক্রিকেটের একজন প্রাক্তন ফাস্ট বোলার। তিনি✨ রঞ্জি ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। রবিবার প্রয়াত হলেন মুম্বই ক্রিকেটের এই প্রাক্তন বোলার। রাজেশ বর্মা ২০০৬-ꦬ০৭ সালে রঞ্জি ট্রফির শিরোপা জিতে নেওয়া মুম্বই দলের সদস্য ছিলেন। রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাজেশ বর্মা। মাত্র চল্লিশবছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজেশ তার ক্যারিয়ারে সাতটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন।
রাজেশ বর্মার প্রাক্তন সতীর্থভভিন ঠক্কর মুম্বই থেকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন। ক্যারিয়ারে মাত্র সাতটি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন রাজেশ। ডানহাতি মিডিয়াম পেসার রাজেশ বর্মা২০০২-০৩সালে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন। 𓆉তিনি১১টি লিস্ট এ ম্যাচে২০টিউইকেট নেওয়ার পাশাপাশি সাতটি প্রথম-শ্রেণির ম্যাচে২৩টিউইকেট নিয়েছিলেন। তিনি২০০৬-০৭সালে রঞ্জি ট্রফি জয়ী মুম্বই দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলে✅ন রাজেশ বর্মা। ২০০৮ সালে ব্রেবোর্ন স্টেডিয়ামে পঞ্জাবের বিরুদ্ধে তাঁর শেষ ম্যাচ খেলেছিলেন।
রাজেশ বর্মার মৃত্যুর পর ক্রিকেট বিশ্বে শোকের ছায়া নেমে এসেছ👍ে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনও নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়েছে। রাজেশ বর্মার 💫মৃত্যুর খবর নিজেদের সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।