এবারের টুর্নামেন্টের শুরুটা মোটেই ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের জন্য। পঞ্জাব কিংসের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করতে হয় কেকেআরকে। কিন্তু ঠিক পরের ম্যাচেই ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় কেকেআর। শাহ꧃রুখ খানের সামনে বিরাট কোহলিদের হারিয়ে দেয় নাইট শিবির। সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন শার্দুল ঠাকুর। তাঁর ব্যাটে ভর করেই বড় রানে এগিয়ে যায় কেকেআর। অবশ্য সেই ম্য়াচে রান করতে পারেননি ক্য়াবিয়ান ব্যাটার আন্দ্𒉰রে রাসেল।
শুধু আরসিবি ম্যাচেই নয়, গুজরাট টাইটান🅺সের বিরুদ্ধেও তিনি পুরোপুরি ভাবে ব্যর্থ হয়েছেন। এবারের আইপিএলে এখনও পর্যন্ত তিনি তাঁর চেনা ফর্মের মধ্যে আসতে পারেননি। পরপর ব্যর্থ হয়েই চলেছেন রাসেল। নাইটদের গুরুত্বপূর্ণ ব্য়াটারের ব্যর্থতা বেশ চাপে রেখেছে, তা বলার অপেক্ষা✃ রাখে না। কিন্তু রাসেলের অফ ফর্ম নিয়ে মোটেই চিন্তিত নয় নাইট টিম ম্যানেজমেন্ট। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানান কেকেআরের পেসার লকি ফার্গুসন।
এই নাইট পেসার বলেন, 'রাসেল এই দলের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত। অনেক ম্যাচ জিতিয়েছে সে। শেষ দুই ম্যাচে ও রান পায়নি। কিন্তু পঞ্জাবের ꦡবিরুদ্ধে রান পেয়েছে। ফলে ও একেবারেই অফ ফর্মের মধ্যে নেই। মাত্র দুই ম্যাচে রান করতে না পারলে তাকে অফ ফর্ম বলা যায় না। তাছাড়া আমাদের দল এখন বেশ ছন্দে রয়েছে। সবাই নিজেদের সেরাটা দিচ্ছে। রাসেলও নিজের সেরাটা দিচ্ছে। কোনও ক্রিকেটারই সব ম্যাচে রান পায় না। আন্দ্রে কী করতে পারে এটা আমাদের সকলেরই জানা। বিশেষ করে এখনও মনে আছে কেকেআরে আমার প্রথম মরশুমের কথা। আন্দ্রেকে সামনে থেকে না দেখলে বুঝতে পারতাম না। আমি নিশ্চিত, সানরাইজার্সের বিরুদ্ধেও বড় রানের ইনিংস খেলবে রাসেল।'
লকি ফার্গুসন এই প্রথম কেকেআরের হয়ে খেলছেন না। এর আগেও নাইট জার্সিতে তাঁকে দেখা গিয়েছে। গত মরশুমে গুজরাট টাইটানসে থাকার পর ফের এবার তাঁকে দলে নিয়েছে কেকেআর। গত মরশুমে আশিস নেহরার কোচিংয়ে খেলতে হয়েছে তাঁকে। এবার চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে খেলতে হয়েছে। দুই কোচের অধীনে খেলার অভিজ্ঞতা নিয়ে লকি বলেন, 'আশিস নেহরা এবং চন্দ্রকান্ত পণ্ডিত তারা একেবারেই ভিন্ন ধরণের কোচ। দুই কোচের অধীনে খেলতেই ভালো লাগে। নতুন অনেক কিছু শিখতে পারছি। যা আমার বোলিংকে আরও উন্নতি করবে। চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ে খেলা দারুণ অভিজ্ঞতা। সবসময় প্লেয়ারদের পাশে থাকে। যে কোনও পরিস্থিতিতে দলের আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করে। চন্দ্রকান্ত পণ্ডিত সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। কোচের অবদান যাই থাকু🎶ক না কেন, নিজেকে মাঠে নেমে সেরাটা দিতে হয়। আমি ঠিক সেটাই করি।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।