ইডেনে কলকাতা নাইট রাইডার্সে🌠র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে টস জিতে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচে টস জিতে ফ্যাফ ডু'প্লেসি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান নাইট রাইডার্সকে। সুতরাং, ঘরের মাঠে টস হেরে শুরুতে ব্যাটিং নাইট রাইডার্সের। তবে টসের সময়েই তৈরি হয়েছিল বিতর্ক। হোম টিমের ক্যাপ্টেন নীতিশ রানা টস করার ✤জন্য টসের কয়েন হাওয়ায় ছোড়েন। ফ্যাফ ডু'প্লেসি কল করেন।
আরও পড়ুন… IPL 2023: শ্রমি෴ক🍎 থেকে সেলসম্যান! রীতিমত সংগ্রাম করেই রুটি জোগাড় করতেন পঞ্জাবের এলিস
ম্য়াচ রেফারি জানান নীতিশ টস জিতেছেন। তবে ডু'প্লেসি দাবি করেন তাঁর কল শুনতে ভুল করেছেন ম্যাচ রেফারি। শেষমেশ এই বিতর্কে মাঠে নামেন ধারাভাষ্যকা🍨র সঞ্জয় মঞ্জরেকর। তিনি ম্যাচ রেফারিকে বলেন যে ফ্যাফ হেড কল করেছেন। টস জিতেছেন ফ্যাফ। ম্যাচ রেফারি প্রথমটায় বুঝতে চাননি। পরে যখন মঞ্জরেকর বলেন যে ফ্যাফ টস জিতেছে তখন সে কথা ম্যাচ রেফারি মেনে নেন এবং ফ্যাফকে জয়ী ঘোষণা করেন। এমন সিদ্ধান্তে খুব একটা খুশি হননি কলকাতা নাইট রাইডার্সের ক্🎀যাপ্টেন নীতিশ রানা। সেটা তাঁর অভিব্যক্তি দেখেই বোঝা যায়। এই সম্পূর্ণ ঘটনাটি টিভির পর্দায় ভেসে ওঠে।
আরও পড়ুন… KKR vs RCB IPL 2023 Live: বদলাল ওপেনিং জুটি,✤ গুরবাজের সঙ্গে শুরুতেই বেঙ্কটে🅠শ
নতুন কোচ-ক্যাপ্টেনের অধীনে কলকাতা নাইট রাইডার্স মোহালিতে নিজেদের প্রথম ম্যাচেই পঞ্জাব কিংসের কাছে পরাজিত হয়েছে। যদিও বৃষ্টির জন্য শেষ পর্যন্ত লড়াই টেনে নিয়ে যাওয়ার সুযোগ পায়নি তারা। এবার ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে অভিযান শুরু কলকাতার। এদিনের ম্যাচে 𓄧কেকেআর তাদের প্রথম একাদশে ১টি 🔜রদবদল করেছে। তারা অনুকূল রায়কে বসিয়ে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় সুয়াশ শর্মাকে। সুতরাং, কেকেআরের জার্সিতে আইপিএল অভিষেক হচ্ছে সুয়াশের।
এদিকে আরসিবি চোট পাওয়া রিꦚস টপলির জায়গায় মাঠে নামায় ডেভিড উইলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অবশ্য জয় দিয়ে💎 আইপিএল ২০২৩ অভিযান শুরু করেছে। চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্সকে নিজেদের প্রথম ম্যাচে পরাজিত করেছেন বিরাট কোহলিরা। এখন দেখার যে ইডেনের মহারণে কেকেআর নাকি আরসিবি, কোন দল প্রতিপক্ষকে টেক্কা দেয়।
এই খবরটি আপনি পড়তে পারেন♕ HT App থেকেও। এবার HT App 💧বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।