রবিবার চিন্নাস্বামীতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের একেবারে শুরুতেই মহম্মদ সিরাজের হাতে বল তুলে দেয় র🌸য়্যাল চ্যালে🌳ঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ওভারে মাত্র ২ রান খরচ করেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে মাত্র ১ রান খরচ করে ইশান কিষাণের উইকেট তুলে নেন সিরাজ।
ইনিংসের পঞ্চম ওভারে ফের বল করতে আসেন সিরাজ। তাঁর সেই ওভারে মাত্র ২ রান সংগ্রহ করে মুম্বই। সুতরাং, পাওয়ার🌄 প্লে-তে নিজের ৩ ওভারের স্পেলে মহম্মদ সিরাজ মাত্র ৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। আরসিবি ডেথ ওভারে বল করানোর জন্য সিরাজের এক ওভার বাঁচিয়ে রাখে।
ইনিংসের ১৯তম ওভারে সিরাজ নিজের বোলিং কোটার শেষ ওভার বল করতে আসেন। ছন্দপতন হয় তখনই। আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকা তিলক বর্মার সামনে খেই হারাতে দেখা যায় তাঁকে। ওভারে ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ৫টি ওয়াইড বল করতে দেখা যায় সিরাজকে। সেই ওভারে ২টি চারও মারেন তিলক। ১১ বলের ওভারে মোট ১৬ রান সংগ্রহ করে মুম্বই। সিরাজ তাঁর ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২১ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে। আরসিবির হয়ে সব থেকে কৃপণ বোলিং করেন তিনিই।
দলের হয়ে সেরা বোলিং করা সত্ত্বেও রবিবার চিন্নাস্বামীতে এক লজ্জাজনক রেকর্ড গড়ে বসেন সিরাজ। ৫টি ওয়াইড-সহ সিরাজের ১১ বলের ওভারটিই আইপিএলের ইতিহাসে দীর্ঘতম💮 ওভার। এর আগে আর কোনও বোলার এক ওভারে ৫টি অতিরিক্ত বল করেননি। এই প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়র লিগে দেখা যায় ১১ বলের ওভার।
সিরাজ এক্ষেত্রে লজ্জাজনক রেকর্ড থেকে মুক্তি দেন আরসিবির সতীর্থ আকাশ দীপকে। গতবছর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আকাশ দীপ ৪টি ওয়াইড-সহ ১০ বলের ওভারে ২৪ রান খরচ করেন। একা আকাশকেই নয়, বরং সিরাজ হতাশাজনক নজির💙 থেকে একযোগে মুক্তি দেন ডোয়েন ব্র্যাভো ও রাহু🐼ল তেওয়াটিয়াকেও।
ব্র্যাভো ২০২১ সালে চেন্নাইয়ের হয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 🐭৪টি ওয়াইড-সহ ১০ বলের ওভারে ৬ রান খরচ করেন। তেওয়াটিয়া ২০২০ সালে রাজস্থানের হয়ে আরসিবির বিরুদ্ধে ১টি নো ও ৩টি ওয়াইড-সহ ১০ বলের ওভারে ৮ রান খরচ করেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সিরাজের ১১ বলের ওভারটি ছিল এরকম- ০, ১, ওয়াইড, ওয়াইড, ওয়াইড, ওয়াইড, ২, ৪, ওয়াইড, ৪, ০।
আইপিএলের ইতিহাসে দীর্ঘতম ওভার:-
১. মহম্মদ সিরাজ ꩲ(আরসিবি): ১১ বলের (২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে)।
২. আকাশ দীপ (আরসিবি)▨: ১০ বলের (২০২২ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে)।
৩.⭕ ডোয়েন ব্র্যাভো (সিএসকে): ১০ বলের (২০২১ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে)।
৪. রাহুল তেওয়াটিয়া (রাজস্থান রয়্য♑𒅌ালস): ১০ বলের (২০২০ সালে আরসিবির বিরুদ্ধে)।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।