রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের আজꦏ ঘুম উড়িয়ে দিয়েছেন লিয়াম লিভিংস্টোন আর জনি বেয়ারস্টো। শুরুটা করেছিলেন বেয়ারস্টো। আর মধুর সমাপ্তি করলেন লিভিংস্টোন। আর তাঁদের দাপটে লজ্জার নজি গড়ে বসলেন জোস হ্যাজেলউড।
এ দিন হ্যাজেলউড ৪ ওভার বল করে ৬৪ রান দিয়েছেন। কোনও উইকেটও নিতে পারেননি তিনি। আইপিএলের ইতিহাসে আরসিবি-র সবচেয়ে দামি স💖্পেল করে লজ্জার নজির গড়লেন হ্যাজেলউড। এর আগে আরসিবি-র কোনও বোলার এত বেশি রান খরচ করেননি।
এ দিন টসে জিতে পঞ্জাব কিংসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন আরসিবি-র অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। দ্বিতীয় ওভারে হ্যাজেলউড বল করতে এলে ২২ রান নেয় পঞ🔯্জাব। তার মধ্যে শিখর ধাওয়ান ১ রান করেছিলেন। ১টি ওয়াইড হয়েছিল। বাকি ২টি ৬ এবং ২টি চার হাঁকান জনি বেয়ারস্টো। পঞ্জাবের চতুর্থ ওভারে হ্যাজেলউড বল করতে এলে অবশ্য ৭ রান দেন।
আরও পড়ুন: ‘T20 WC-এ ভারতের হয়ে ৬ বা ৭-এ ব্যাট করুক 𝄹ও’, RCB তারকার হয়ে ব্যাট ধরলেন গাভাসকর
১৬তম ওভারে বল 🦄করতে এসে হ্যাজেলউড দেন ১১ রান। তার পর আবার ১৯তম ওভারে বল করতে এলে ২৪ রান দিয়ে বসেন তিনি। একটি ওয়াইড হয়েছে। বাক🏅ি ২৩ রান নিয়েছেন লিভিংস্টোন। তিনিও এই ওভারে ২টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়েছেন। আর এই ওভারেই পঞ্জাব ২০০ রানের গণ্ডি টপকে যায়।
প্রথমে বেয়ারস্টোর ২৯ বলে ৬৬ এবং পরে লিꦿভিংস🐷্টোনের ৪২ বলে ৭০ রানের হাত ধরে পঞ্জাব কিংস নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।