শুভব্রত মুখার্জি: আইপিএল-এর মরশুম শুরুর আগেই ধাক্কা খেয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। এই মরশুমে দলের ঘোষিত অধিনায়ক শ্রেয়স আইয়ার চোট পান এবং মরশুম শুরুর আগেই টিম থেকে ছিটকে যান। ভারতীয় সিনিয়র দলের এই ব্যাটার ছিটকে যান পিঠে ব্যথার কারণে। ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন ঘটে এই ঘটনা। ফলে আসন🔥্ন মরশুমে কেকেআরের নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় তাদের বাঁহাতি ব্যাটার নীতিশ রানাকে। তবে শ্রেয়স একেবারে হাল ছেড়ে দেওয়ার বান্দা নন। পিঠের চোট সারাতে তাঁকে করাতে হবে অপারেশন। আর তা করালে সেরে উঠতে সময় লাগবে। ফলে মিস হয়ে যেতে পারে ওয়ানডে বিশ্বকাপ খেলাও।
ফলে অপারেশন না করিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ফিরেছেন ত🥃িনি। ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন শ্রেয়স আইয়ার। ফলে অনেকেই জল্পনা করতে শুরু করেছেন চলতি মরশুমে পরবর্তীতে কি কেকেআরের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁকে। এনসিএতে রিহ্যাব করার পর সেখান থেকে তিনি ফিট সার্টিফিকেট পাবেন। এই ফিট সার্টিফি💎কেট না পেলে অবশ্য ২২ গজে নামতে পারবেন না শ্রেয়স।
আরও পড়ুন… মাহির চোট! IPL 2023-⛦র প্রথম ম্যাচে⭕ কি খেলবেন না ধোনি! কে হবে CSK-র নেতা ও কিপার?
বছর শেষে দেশের মাটিতে হবে ওয়ানডে বিশ্বকাপ। এ কথা মাথায় রয়েছে বিসিসিআই। আর সে কথা মাথাতে রেখেই আইপিএলে শ্রেয়সকে নিয়ে কো💝নও রকম ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। ইতিমধ্যেই সমস্ত ফ্রাঞ্চাইজিগুলোকে বোর্ডের তরফে কড়া নির্দেশ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে কোনও ক্রিকেটারের চোট থাকলেই তাঁদের ২২ গজে ফিরতে ফিট সার্টিফিকেট প্রয়োজন। অনেক বিশেষজ্ঞ আশা করছেন ১৬তম আইপিএলের শেষ কয়েকটি ম্যাচে হয়তো দেখা যেতে পারে শ্রেয়স আইয়ারকে। আর সেই কারণে কিছুটা মরিয়া হয়েই ফিট হয়ে উঠতে লড়াই চালাচ্ছেন তিনি।
৩১ মার্চ অ⭕র্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে আইপিএলের আসর। প্রথম ম্যাচেই ২২ গজে মুখোমুখি হবে গত আইপিএলের চ্যাম্পিয়ন দল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ঠিক তারপরের দিন অর্থাৎ শনিবার আইপিএলে তাদের সফর শুরু করবে কেকেআর। প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। পিঠের চোটের কারণে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে অনিশ্চিত শ্রেয়স আই🅰য়ার । পিঠের চোট সারাতে বেঙ্গালুরুতে এনসিএতে যোগ দিয়েছেন শ্রেয়স আইয়ার। শুরু হয়েছে তাঁর রিহ্যাব। দীর্ঘদিন ধরে পিঠের চোটে মাঝে মাঝে ভুগছেন শ্রেয়স।
আরও পড়ুন… রোহিত নাকি অসুস্থ! IPL 2023-এ অধিনায়কদের সাংবাদিক সম্মেলনে অনুপস্থিত হিটম্য🌺ান
চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিলেও এখনই অপারেশন করাতে রাজি নন তিনি। চোট সারাতে তাই রিহ্যাবকে বেছে নিয়েছেন শ্রেয়স। ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত।আর সেই লক্ষ্যে রিহ্যাব শুরু করেছেন শ্রেয়স আইয়ার। তাই এখনই অস্ত্রোপচার করাতে নারাজ তিনি। কারণ তিনি বিল🌊ক্ষণ জানেন অস্ত্রোপচার করলেও ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।ফলে ওয়ানডে বিশ্বকাপে তাঁর খেলা নাও হতে পারে। সেই ঝুঁকিটা শ্রেয়স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত বনাম অস্ট্রেলিয়া আমদাবাদ টেস্টের আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা ব্যাটার তথা কেকেআর-এর অধিনায়ক শ্রেয়স আইয়ার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।